দিল্লি, 21 মে : নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির চাপানউতোর অব্যাহত । ইশু EVM বনাম VVPAT । এ বার বিষয়টি নিয়ে নতুন দাবি তুলল বিরোধীরা । তাদের দাবি, সাধারণ ভাবে যে পাঁচটি VVPAT গোনার কথা, সেগুলি যেন আগে করা হয় । তারপর EVM-এর গণনা করা হোক ।
সপ্তম দফার ভোট শেষ হওয়ার পর থেকেই EVM বনাম VVPAT নিয়ে কমিশন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে টানাপোড়েন শুরু । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধীরা EVM-এর "চুরি"র আশঙ্কাপ্রকাশও করেছেন । মমতার পথ অনুসরণ করে আগাম সতর্কতা হিসেবে EVM পাহারা দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধিসহ অনেকেই । পাশাপাশি, EVM এবং VVPAT মিলিয়ে নেওয়ার দাবিও তোলে বিরোধীরা । কিন্তু, সেই দাবি মান্যতা পায়নি । তারপরই এ বার EVM-এর আগে VVPAT গোনার নতুন দাবি তুলল বিরোধীরা । এই দাবিতে আজ নির্বাচন কমিশনে যান 22টি বিরোধী দলের নেতরা । যদিও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কোনও প্রতিক্রিয়া জানায়নি ।
শুধু VVPAT আগে গোনা নয় । VVPAT-এ কাগজের স্লিপের সঙ্গে EVM তথ্যে কোনও গরমিল পাওয়া গেলে সেই আসনের সমস্ত VVPAT-র সঙ্গে EVM-র তথ্য মিলিয়ে দেখতে হবে। ফের এই দাবিও তোলে বিরোধীরা। আজকের এই প্রতিনিধিদলে হাজির ছিলেন কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, তেলুগু দেশম, ন্যাশনাল কনফারেন্স-সহ ২২টি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
EVM বনাম VVPAT ইশু নিয়ে আজ সকালেই সুর সপ্তমে তোলে সুপ্রিম কোর্ট । 100 শতাংশ অর্থাৎ সমস্ত VVPAT মেশিনের সঙ্গে EVM-এর তথ্য মিলিয়ে দেখার আবেদন নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল চেন্নাইয়ের একটি টেক সংস্থা। সেই দাবিকে "ননসেন্স" আখ্যা দিয়ে খারিজ করে দেয় শীর্ষ আদালত।
ভোটগ্রহণের সময় 100 শতাংশ VVPAT-এ জমে থাকা কাগজের স্লিপের সঙ্গে EVM-এর তথ্য মিলিয়ে দেখার আর্জি জানিয়েছিল চেন্নাইয়ের সংস্থা ‘টেক ফর অল’। সেই দাবিকে "ননসেন্স" বলে খারিজ করে বিচারপতি অরুণ মিশ্র নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ।
এর আগে অন্তত 25 শতাংশ VVPAT-এর সঙ্গে EVM-এর তথ্য মিলিয়ে দেখার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল 21টি বিরোধী রাজনৈতিক দল। সেই দাবিও খারিজ করে দেয় শীর্ষ আদালত। একটি বিধানসভা কেন্দ্র পিছু পাঁচটি VVPAT মিলিয়ে দেখার সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছিল তারা। এ বার সেই পাঁচটি VVPAT-এর দেখা নিয়ে নতুন দাবি তুলল বিরোধীরা ।