দিল্লি, 27 এপ্রিল : দেশে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ নিয়ে সদাসতর্ক সরকার । আজকের বৈঠকেও সেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠল । মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, আপাতত রেড জ়োনগুলিতে জারি থাকবে লকডাউন । 3 মের পর লকডাউন বাড়ানো হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে । মনে করা হচ্ছিল, আজ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে । কিন্তু এনিয়ে আপাতত কোনও ইঙ্গিত পাওয়া যায়নি আজকের বৈঠকে । বৈঠক সূ্ত্রে খবর, রাজ্যগুলিকে লকডাউন পরবর্তী সময়ের যাবতীয় পরিকল্পনা তৈরি করে রাখার জন্য বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে প্রধামন্ত্রী জানান, লকডাউনের মেয়াদ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে লকডাউন থাকবে হটস্পট জ়োনগুলিতে ৷ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন ন'রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ বৈঠক সূত্রে খবর, তার মধ্যে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী 3 মে-র পর লকডাউন তুলে নেওয়ার পক্ষে সায় দিলেও বাকি চারজন এখনই লকডাউন তুলতে নারাজ ৷ যে রাজ্যগুলি এখনই লকডাউন তুলতে নারাজ, তাদের মধ্যে রয়েছে মেঘালয়, ওড়িশা ও গোয়া ।
আজকের বৈঠকে কয়েকজন মুখ্যমন্ত্রী অর্থ প্যাকেজের দাবিও জানান । বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁরা যে উদ্বিগ্ন সেই সেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে । এনিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, "চিন্তার কোনও কারণ নেই । আমাদের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে । তবে কোরোনা মোকাবিলার পাশাপাশি আমাদের অর্থনীতির দিকেও নজর দিতে হবে ।"
কোরোনার জেরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে 3 মে-র পরও লকডাউন থাকার সম্ভাবনা প্রবল । আপাতত প্রধানমন্ত্রীর কথায় এমই ইঙ্গিত মিলছে । তবে রাজ্যগুলিকে লকডাউন পরবর্তী সময়ের যাবতীয় পরিকল্পনা তৈরি করে রাখার জন্য বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, "মার্চের প্রথম দিকে আর পাঁচটা দেশের মতোই ভারতের পরিস্থিতি ছিল ৷ কিন্তু, সময়মতো পদক্ষেপ করায় ভারত অনেক মানুষকে সুরক্ষা দিতে পেরেছে ৷ লকডাউনের সুফল পাওয়া গেছে দেড়মাসের মধ্যে ৷ অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে ৷ তবে, কোরোনা সংক্রমণের তীব্রতা অনুয়ায়ী রেড, গ্রিন ও অরেঞ্জ জ়োনে ভাগ করে লকডাউন তোলার পরিকল্পনা সাজাতে হবে। পাশাপাশি রেজ জ়োনগুলিতে যতটা সম্ভব দ্রুত অরেঞ্জ জ়োন ও গ্রিন জ়োনে পরিণত করতে হবে ।"
সামাজিক দূরত্বের বিষয়েও বারবার গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "দো গজ দূরি অর্থাৎ পরস্পর দূরত্ব বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মাস্ক ব্যবহারেও গুরুত্ব দিতে হবে ।" লকডাউনের ফলে দেশে সংক্রমণ যে অনেকটা নিয়ন্ত্রিত, তাতে সায় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ।
আজকের বৈঠকে পুদুচেরির মুখ্যমন্ত্রী ভেলু নারায়ণ স্বামী বলেন, "বৈঠকের বিষয়বস্তু ছিল কিছু নিয়ম শিথিল করে লকডাউনের মেয়াদ বৃদ্ধি ৷ অধিকাংশ মুখ্যমন্ত্রীই বলেছেন যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা অতি সাবধানতার সঙ্গে সামলাতে হবে এবং মুখ্যমন্ত্রীদের পর্যবেক্ষণের উপর নির্ভর করে প্রধানমন্ত্রীর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত ৷"
3 মে'র পরও বাড়তে পারে লকডাউন ৷ এমন ইঙ্গিত পাওয়া গেল মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার টুইটবার্তাতেও ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি টুইট করেন ৷ তাঁর টুইটবার্তা, 3 তারিখের পরও লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়টি আলোচনা হয়েছে ৷ ছাড় দেওয়া হতে পারে জেলার গ্রিন জ়োনগুলিতে ৷ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন ৷ বৈঠকের শেষে তিনি জানান, "আমাদের তরফে লকডাউনের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে ৷ আরও একমাস বাড়ানো হোক লকডাউন ৷ তারপরই আসল চিত্র পরিষ্কার হবে ৷"