বেঙ্গালুরু, 25 এপ্রিল : কোরোনা রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন । এরই মধ্যে বেঙ্গালুরুর লাগেরির প্রাক্তন কর্পোরেটর লক্ষ্মীকান্ত গোদা বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে মুরগির মাংস বিতরণ করেন । যার জেরে তৈরি হয়েছে জমায়েত ।
জানা গেছে, লকডাউনের সমস্ত নিয়ম ভেঙেই চলছিল মাংস বিতরণ । লক্ষ্মীকান্ত গোদা সেখানে উপস্থিত ছিলেন ৷ তিনি নিজেও মাস্ক পরেননি ৷ সাধারণ মানুষকেও মাস্ক পরা অবস্থায় দেখা যায়নি ৷ সামাজিক দূরত্ব বজায় না রেখেই প্রত্যেকে মাংস নিতে লাইনে ভিড় করেছিল ।
প্রতিদিন ভারতে ক্রমাগত বেড়েই চলেছে কোরনা সংক্রমণের সংখ্যা । মৃত্যুও হয়েছে অনেকের । সরকারের তরফ থেকে একাধিকবার বলা হচ্ছে বাড়িতে থাকতে । মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার করতে । জমায়ত বন্ধ করতে । প্রয়োজনে বাইরে বেরোলে সামাজিক দূরত্ব বজায় রাখতে । সেখানে লাগেরির ছবিটা দেখা গেল পুরো উলটো ।