গোয়ার মেডিক্যাল কলেজে এবার দিনের 24 ঘন্টাই কাজ করবে কোরোনা পরীক্ষার জন্য ৷
লকডাউন দেশ: ধারাভিতে কোরোনায় আক্রান্ত 275
11:31 April 27
দিল্লি, 27 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 34তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
11:31 April 27
বিহারে আরও 13 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 290-এ পৌছাল ৷
11:31 April 27
দিল্লির ওখলা মার্কেটেও মানুষের ঢল ৷ সামাজিক দূরত্ব না মেনেই চলছে কেনা-বেচা ৷
11:31 April 27
গুজরাটের সুরাটের লিম্বায়েতে বাজার করতে মানুষের ভিড় ৷ নিয়ম অমান্য করায় তিনটি অভিযোগ দাখিল করা হয়েছে ৷
11:31 April 27
রাজস্থানের কোটায় আটকে পড়া 391 জন পড়ুয়া অবশেষে ফিরল আসামে ৷
11:31 April 27
জম্মু-কাশ্মীরে ফিরল হিমাচলে আটকে পড়া ব্যক্তিরা ৷ তাদের সকলকে স্ক্রিনিংয়ের পাশাপাশি স্বীকোরক্তি সাক্ষর করিয়ে নেওয়া হয়েছে ৷
11:31 April 27
পঞ্জাব স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হল রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 322 ৷ এরমধ্যে 86 জন সুস্থ হয়ে উঠছেছেন এবং 18টি মৃত্যু ঘটেছে ৷
11:30 April 27
অন্ধ্র প্রদেশের কুরনুলের সাংসদ ডঃ সঞ্জীব কুমার জানান, তার পরিবারের ছয়জন কোরোনা আক্রান্ত হয়েছেন ৷
11:30 April 27
দিল্লির এইমসের এক নার্স ও তার দুই সন্তান কোরোনা আক্রান্ত ৷ এক নিরাপত্তারক্ষীও কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷
11:30 April 27
রাজস্থানে কোরোনা আক্রান্ত আরও 102 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 2185, মৃতের সংখ্যা 41 ৷
11:30 April 27
দিল্লিতে হটস্পট সংলগ্ন এলাকার সংখ্যা বেড়ে 97-এ পৌছাল ৷
11:30 April 27
চণ্ডীগড়ে সুস্থ হয়ে উঠল 11 মাসের শিশু ও তার মা ৷ দুজনেই সম্প্রতি কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৷
11:30 April 27
মুম্বইতে নতুন করে কোরোনা আক্রান্ত 324 জন ৷ গতকাল মারা গিয়েছেন 13 জন ৷ বর্তমানে মুম্বইতে কোরোনা আক্রান্ত 5194 জন ও মৃত্যু হয়েছে 204 জনের ৷
11:30 April 27
তেলেঙ্গানায় নতুন করে 11 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1002-এ ৷ বর্তমানে অ্যাকটিভ কেস 660 ৷ তবে গতকাল কারোর মৃত্যু হয়নি ৷
11:29 April 27
মুম্বইয়ের ধারাভি বস্তিতে কোরোনা আক্রান্ত আরও 34 জন ৷ এই নিয়ে মোট 275 জন বস্তিবাসী কোরোনায় আক্রান্ত হয়েছেন এবং 14 জনের মৃত্যু হয়েছে ৷
11:29 April 27
উত্তরপ্রদেশের আলিগড়ে এক ধর্ষিতা আত্মহত্যা করল ৷ ধর্ষিতার বোন জানায়, পঞ্চায়েতের তরফ থেকে ধর্ষককে কেবল চড় মেরে ছেড়ে দেওয়া হয়েছে ৷ এরপরই ধর্ষিতা বাড়ি গিয়ে আত্মহত্যা করে ৷ তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে ৷
11:29 April 27
জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনী ৷ চার জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
11:29 April 27
ঝাড়খন্ডে কোরোনা আক্রান্ত আরও 9 জন৷ এরমধ্যে চারজন সদর হাসপাতালের কর্মী ও বাকিদের মধ্যে তিনজন হিন্দপিরি ও দুইজন ঘারওয়ার বাসিন্দা ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 82 তে পৌছেছে ৷
08:55 April 27
উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভিডিয়ো কনফারেন্সে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে কথা বলে সেখানে আটকে থাকা উড়িষ্যার শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার অনুরোধ করলেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এই ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন ৷
11:31 April 27
দিল্লি, 27 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 34তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
গোয়ার মেডিক্যাল কলেজে এবার দিনের 24 ঘন্টাই কাজ করবে কোরোনা পরীক্ষার জন্য ৷
11:31 April 27
বিহারে আরও 13 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 290-এ পৌছাল ৷
11:31 April 27
দিল্লির ওখলা মার্কেটেও মানুষের ঢল ৷ সামাজিক দূরত্ব না মেনেই চলছে কেনা-বেচা ৷
11:31 April 27
গুজরাটের সুরাটের লিম্বায়েতে বাজার করতে মানুষের ভিড় ৷ নিয়ম অমান্য করায় তিনটি অভিযোগ দাখিল করা হয়েছে ৷
11:31 April 27
রাজস্থানের কোটায় আটকে পড়া 391 জন পড়ুয়া অবশেষে ফিরল আসামে ৷
11:31 April 27
জম্মু-কাশ্মীরে ফিরল হিমাচলে আটকে পড়া ব্যক্তিরা ৷ তাদের সকলকে স্ক্রিনিংয়ের পাশাপাশি স্বীকোরক্তি সাক্ষর করিয়ে নেওয়া হয়েছে ৷
11:31 April 27
পঞ্জাব স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হল রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 322 ৷ এরমধ্যে 86 জন সুস্থ হয়ে উঠছেছেন এবং 18টি মৃত্যু ঘটেছে ৷
11:30 April 27
অন্ধ্র প্রদেশের কুরনুলের সাংসদ ডঃ সঞ্জীব কুমার জানান, তার পরিবারের ছয়জন কোরোনা আক্রান্ত হয়েছেন ৷
11:30 April 27
দিল্লির এইমসের এক নার্স ও তার দুই সন্তান কোরোনা আক্রান্ত ৷ এক নিরাপত্তারক্ষীও কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷
11:30 April 27
রাজস্থানে কোরোনা আক্রান্ত আরও 102 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 2185, মৃতের সংখ্যা 41 ৷
11:30 April 27
দিল্লিতে হটস্পট সংলগ্ন এলাকার সংখ্যা বেড়ে 97-এ পৌছাল ৷
11:30 April 27
চণ্ডীগড়ে সুস্থ হয়ে উঠল 11 মাসের শিশু ও তার মা ৷ দুজনেই সম্প্রতি কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৷
11:30 April 27
মুম্বইতে নতুন করে কোরোনা আক্রান্ত 324 জন ৷ গতকাল মারা গিয়েছেন 13 জন ৷ বর্তমানে মুম্বইতে কোরোনা আক্রান্ত 5194 জন ও মৃত্যু হয়েছে 204 জনের ৷
11:30 April 27
তেলেঙ্গানায় নতুন করে 11 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1002-এ ৷ বর্তমানে অ্যাকটিভ কেস 660 ৷ তবে গতকাল কারোর মৃত্যু হয়নি ৷
11:29 April 27
মুম্বইয়ের ধারাভি বস্তিতে কোরোনা আক্রান্ত আরও 34 জন ৷ এই নিয়ে মোট 275 জন বস্তিবাসী কোরোনায় আক্রান্ত হয়েছেন এবং 14 জনের মৃত্যু হয়েছে ৷
11:29 April 27
উত্তরপ্রদেশের আলিগড়ে এক ধর্ষিতা আত্মহত্যা করল ৷ ধর্ষিতার বোন জানায়, পঞ্চায়েতের তরফ থেকে ধর্ষককে কেবল চড় মেরে ছেড়ে দেওয়া হয়েছে ৷ এরপরই ধর্ষিতা বাড়ি গিয়ে আত্মহত্যা করে ৷ তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে ৷
11:29 April 27
জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনী ৷ চার জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
11:29 April 27
ঝাড়খন্ডে কোরোনা আক্রান্ত আরও 9 জন৷ এরমধ্যে চারজন সদর হাসপাতালের কর্মী ও বাকিদের মধ্যে তিনজন হিন্দপিরি ও দুইজন ঘারওয়ার বাসিন্দা ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 82 তে পৌছেছে ৷
08:55 April 27
উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভিডিয়ো কনফারেন্সে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে কথা বলে সেখানে আটকে থাকা উড়িষ্যার শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার অনুরোধ করলেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এই ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন ৷