ETV Bharat / bharat

বাড়ল দুই সপ্তাহ, লকডাউন চলবে 17 মে পর্যন্ত

author img

By

Published : May 1, 2020, 6:31 PM IST

Updated : May 1, 2020, 9:05 PM IST

lockdown extended till 17 May
মেয়াদ বাড়ল লকডাউনের

18:29 May 01

দেশজুড়ে আরও দু'সপ্তাহ বাড়ছে লকডাউন । 4 মে থেকে আগামী 17 মে পর্যন্ত চলবে লকডাউন ।

দিল্লি, 1 মে : বাড়ছে লকডাউনের মেয়াদ । 4 মে থেকে আগামী 17 মে পর্যন্ত চলবে লকডাউন ।

দেশজুড়ে আরও দু সপ্তাহ বাড়ল লকডাউন । 17 মে পর্যন্ত থাকছে লকডাউন । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক । বন্ধ থাকবে বিমান, রেল, মেট্রো পরিষেবা সহ আন্তঃরাজ্য বাস পরিষেবাও । বন্ধ থাকবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ।  

আরও দু'সপ্তাহের জন্য বন্ধ থাকবে হোটেল, সিনেমা হল, রেস্টুরেন্ট । যেকোনও ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে । তবে, তৃতীয় দফার লকডাউনে শর্তসাপেক্ষে কিছু ক্ষেত্রে ছাড় থাকছে । 

রবিবার 3মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন । এর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজই বৈঠক করেন প্রধানমন্ত্রী । বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন, পীযুষ গোয়েল সহ বিভিন্ন মন্ত্রীরা । ছিলেন ক্যাবিনেট সচিবেরাও । শুক্রবার বিকেল 5টা পর্যন্ত ভারতে কোরোনায় মৃত 1,152 জন । ভারতে মোট আক্রান্ত বেড়ে 35,365 । সুস্থ হয়েছেন 9,065 জন । শুক্রবার সকাল 8টা থেকে বিকেল 5 টা পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন 322 জন, মৃত্যু হয়েছে 5 জনের ।

18:29 May 01

দেশজুড়ে আরও দু'সপ্তাহ বাড়ছে লকডাউন । 4 মে থেকে আগামী 17 মে পর্যন্ত চলবে লকডাউন ।

দিল্লি, 1 মে : বাড়ছে লকডাউনের মেয়াদ । 4 মে থেকে আগামী 17 মে পর্যন্ত চলবে লকডাউন ।

দেশজুড়ে আরও দু সপ্তাহ বাড়ল লকডাউন । 17 মে পর্যন্ত থাকছে লকডাউন । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক । বন্ধ থাকবে বিমান, রেল, মেট্রো পরিষেবা সহ আন্তঃরাজ্য বাস পরিষেবাও । বন্ধ থাকবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ।  

আরও দু'সপ্তাহের জন্য বন্ধ থাকবে হোটেল, সিনেমা হল, রেস্টুরেন্ট । যেকোনও ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে । তবে, তৃতীয় দফার লকডাউনে শর্তসাপেক্ষে কিছু ক্ষেত্রে ছাড় থাকছে । 

রবিবার 3মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন । এর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজই বৈঠক করেন প্রধানমন্ত্রী । বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন, পীযুষ গোয়েল সহ বিভিন্ন মন্ত্রীরা । ছিলেন ক্যাবিনেট সচিবেরাও । শুক্রবার বিকেল 5টা পর্যন্ত ভারতে কোরোনায় মৃত 1,152 জন । ভারতে মোট আক্রান্ত বেড়ে 35,365 । সুস্থ হয়েছেন 9,065 জন । শুক্রবার সকাল 8টা থেকে বিকেল 5 টা পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন 322 জন, মৃত্যু হয়েছে 5 জনের ।

Last Updated : May 1, 2020, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.