বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলাতে প্রায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হওয়ার পর পাকিস্তানকে সমর্থন করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক শিক্ষিকা। এর প্রতিবাদে শনিবার ওই শিক্ষিকার বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। শিক্ষিকার বাড়ি কর্ণাটকের বেলাগাভির কাদাবি শিবপুর গ্রামে।
পাকিস্তানের সমর্থনে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ওই শিক্ষিকা। এরপর তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গতকাল তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় FIR দায়ের হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে IPC-র ১২১ A, ১৫৩ এবং ১৫৩ A ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ফেসবুকে বিতর্কিত পোস্টের জেরে উত্তেজিত জনতা শিক্ষিকার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।