ETV Bharat / bharat

পাকিস্তানের সমর্থনে পোস্ট করায় শিক্ষিকার বাড়িতে আগুন - post

পাকিস্তানকে সমর্থন করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কর্ণাটকের বেলাগাভির এক শিক্ষিকা। এর প্রতিবাদে শনিবার ওই শিক্ষিকার বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

বাড়িতে আগুন
author img

By

Published : Feb 18, 2019, 3:28 PM IST

বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলাতে প্রায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হওয়ার পর পাকিস্তানকে সমর্থন করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক শিক্ষিকা। এর প্রতিবাদে শনিবার ওই শিক্ষিকার বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। শিক্ষিকার বাড়ি কর্ণাটকের বেলাগাভির কাদাবি শিবপুর গ্রামে।

পাকিস্তানের সমর্থনে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ওই শিক্ষিকা। এরপর তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গতকাল তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় FIR দায়ের হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে IPC-র ১২১ A, ১৫৩ এবং ১৫৩ A ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফেসবুকে বিতর্কিত পোস্টের জেরে উত্তেজিত জনতা শিক্ষিকার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলাতে প্রায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হওয়ার পর পাকিস্তানকে সমর্থন করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক শিক্ষিকা। এর প্রতিবাদে শনিবার ওই শিক্ষিকার বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। শিক্ষিকার বাড়ি কর্ণাটকের বেলাগাভির কাদাবি শিবপুর গ্রামে।

পাকিস্তানের সমর্থনে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ওই শিক্ষিকা। এরপর তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গতকাল তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় FIR দায়ের হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে IPC-র ১২১ A, ১৫৩ এবং ১৫৩ A ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফেসবুকে বিতর্কিত পোস্টের জেরে উত্তেজিত জনতা শিক্ষিকার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।


New Delhi, Feb 18 (ANI): Micro-blogging site Twitter is developing Snapchat-like 'News Camera' feature. The new function will enable users to add videos, pictures like Snapchat. Posts created by codename 'News Camera' will be called 'Moments'. Users will get easy access to 'News Camera' by swiping left from home screen. The latest feature will be rolled out in iOS first.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.