ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে যুবকের আত্মহত্যা ঘিরে উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে পাথর - hardoi incident

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের হরদোইর একটি বাগানে অশোক নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের পর গ্রামবাসীদের কাছে অশোকের মৃতদেহ পৌঁছে দেয় পুলিশ। সমস্যা সৃষ্টি হয় এরপরেই ।

UP
UP
author img

By

Published : May 30, 2020, 2:33 PM IST

Updated : May 30, 2020, 2:54 PM IST

হরদোই, ৩০ মে : এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের আতরৌলি থানার পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়ল স্থানীয়রা। তাতে জখম হয়েছেন দুই পুলিশকর্মী। যুবকের মৃত্যুর জন্য পুলিশকে দায়ি করেছে স্থানীয়রা।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের হরদোইর একটি বাগানে অশোক নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের পর গ্রামবাসীর কাছে অশোকের মৃতদেহ পৌঁছে দেয় পুলিশ। সমস্যা সৃষ্টি হয় এরপরেই । অশোকের পরিবার মৃতদেহ নিতে অস্বীকার করে। অশোকের দেহ সৎকার করবে না বলে জানিয়ে দেয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। বচসা বাধে। এরপরই গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। দুই মহিলা পুলিশকর্মী জখম হন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা চিকিৎসাধীন।

ঘটনায় 150 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট বলেন, "অশোক আত্মহত্যা করেছিলেন৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে গ্রামবাসী তাদের উপর চড়াও হয়। পাথর ছোড়ে। দুই পুলিশকর্মী জখম। তাঁদের চিকিৎসা চলছে। "

হরদোই, ৩০ মে : এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের আতরৌলি থানার পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়ল স্থানীয়রা। তাতে জখম হয়েছেন দুই পুলিশকর্মী। যুবকের মৃত্যুর জন্য পুলিশকে দায়ি করেছে স্থানীয়রা।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের হরদোইর একটি বাগানে অশোক নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের পর গ্রামবাসীর কাছে অশোকের মৃতদেহ পৌঁছে দেয় পুলিশ। সমস্যা সৃষ্টি হয় এরপরেই । অশোকের পরিবার মৃতদেহ নিতে অস্বীকার করে। অশোকের দেহ সৎকার করবে না বলে জানিয়ে দেয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। বচসা বাধে। এরপরই গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। দুই মহিলা পুলিশকর্মী জখম হন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা চিকিৎসাধীন।

ঘটনায় 150 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট বলেন, "অশোক আত্মহত্যা করেছিলেন৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে গ্রামবাসী তাদের উপর চড়াও হয়। পাথর ছোড়ে। দুই পুলিশকর্মী জখম। তাঁদের চিকিৎসা চলছে। "

Last Updated : May 30, 2020, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.