ETV Bharat / bharat

''বাধা মানছি না,'' কেরালায় 'নাইট ওয়াক' মহিলাদের

author img

By

Published : Dec 30, 2019, 9:17 AM IST

কেরালা সরকারের পক্ষ রাতে একটি পদযাত্রার আয়োজন করা হয় ৷ রবিবার রাতে সেই পদযাত্রাতেই পা মেলালেন কেরালার মহিলারা ৷

image
প্রতীকি পদযাত্রা

তিরুবনন্তপুরম, 30 ডিসেম্বর : বাধা মানবেন না ৷ দিন হোক বা রাত, যখন প্রয়োজন, তখনই বাইরে বেরোবেন, কথা ছিল এমনই ৷ সমানাধিকারের অর্থই তো তাই ৷ কথা মতোই রাতে তিরুবনন্তপুরমের রাস্তায় হাঁটলেন শ’য়ে শ’য়ে মহিলা ৷ দেশের নারী সুরক্ষার বেহাল দশার প্রতিবাদে কেরালা সরকারের পক্ষ রাতে একটি পদযাত্রার আয়োজন করা হয় ৷ রবিবার রাতে সেই পদযাত্রাতেই পা মেলালেন কেরালার মহিলারা ৷

  • As per Kerala Minister, K K Shailaja the 'Night Walk' will give a message that "women can also go out without time restrictions". https://t.co/zYbvj1gq1o

    — ANI (@ANI) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেরালার মন্ত্রী কে কে শৈলজা বলেন, ‘‘রাতের এই পদযাত্রায় বার্তা দেওয়া হল, মহিলারাও রাতে যখন খুশি বাড়ির বাইরে বেরোতে পারেন ৷ এখানে কোনও সময়ের বাধা নেই ৷’’

দেশজুড়ে নারী সুরক্ষার বেহাল দশা ধরা পড়ছে একের পর এক ঘটনায় ৷ হায়দরাবাদ থেকে হরিয়ানা, একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে ৷ সেই সময়ই কেরালার এই পদযাত্রা বিশেষ অর্থবহ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে ৷ সমাজকে বার্তা দিতেই এই পদযাত্রা, বলেন শৈলজা ৷

তিরুবনন্তপুরম, 30 ডিসেম্বর : বাধা মানবেন না ৷ দিন হোক বা রাত, যখন প্রয়োজন, তখনই বাইরে বেরোবেন, কথা ছিল এমনই ৷ সমানাধিকারের অর্থই তো তাই ৷ কথা মতোই রাতে তিরুবনন্তপুরমের রাস্তায় হাঁটলেন শ’য়ে শ’য়ে মহিলা ৷ দেশের নারী সুরক্ষার বেহাল দশার প্রতিবাদে কেরালা সরকারের পক্ষ রাতে একটি পদযাত্রার আয়োজন করা হয় ৷ রবিবার রাতে সেই পদযাত্রাতেই পা মেলালেন কেরালার মহিলারা ৷

  • As per Kerala Minister, K K Shailaja the 'Night Walk' will give a message that "women can also go out without time restrictions". https://t.co/zYbvj1gq1o

    — ANI (@ANI) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেরালার মন্ত্রী কে কে শৈলজা বলেন, ‘‘রাতের এই পদযাত্রায় বার্তা দেওয়া হল, মহিলারাও রাতে যখন খুশি বাড়ির বাইরে বেরোতে পারেন ৷ এখানে কোনও সময়ের বাধা নেই ৷’’

দেশজুড়ে নারী সুরক্ষার বেহাল দশা ধরা পড়ছে একের পর এক ঘটনায় ৷ হায়দরাবাদ থেকে হরিয়ানা, একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে ৷ সেই সময়ই কেরালার এই পদযাত্রা বিশেষ অর্থবহ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে ৷ সমাজকে বার্তা দিতেই এই পদযাত্রা, বলেন শৈলজা ৷

Kamrup (Assam), Dec 29 (ANI): Chief Minister of Assam, Sarbananda Sonowal and State Minister Himanta Biswa Sarma participated in a rally in support of Citizenship Amendment Act (CAA). Protests have erupted across state against CAA.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.