ETV Bharat / bharat

রাজস্থানের ভরতপুরের রেললাইন অবরোধ করে বিক্ষোভ গুর্জর সম্প্রদায়ের - Gurjar community reservation

বিভিন্ন দাবিতে আজ ভরতপুরে আন্দোলনে নামেন গুর্জর সম্প্রদায়ের মানুষজন ।

Gurjar community people protest at bharatpur
রাজস্থানে গুর্জর সম্প্রদায়ের বিক্ষোভ প্রদর্শন
author img

By

Published : Nov 1, 2020, 10:40 PM IST

ভরতপুর, 1 নভেম্বর : রাজস্থানের ভরতপুরে গুর্জর আন্দোলন অব্যাহত । গুর্জর নেতা বিজয় ব্যানসলা আজ জানান, "সর্বাধিক পিছিয়ে পড়া শ্রেণি" (MBC) সম্প্রদায় হিসেবে চাকরি ও শিক্ষায় সংরক্ষণের জন্য গুর্জর বিক্ষোভ জারি থাকবে।" তাঁর নেতৃত্বে গুর্জর সম্প্রদায়ের কয়েকশো সদস্য বিক্ষোভ দেখাচ্ছেন।

বিজয় বলেন, "যুবকরা চাকরি পাচ্ছেন না। তাঁঁদের মধ্যে ক্ষোভ রয়েছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা গেহলটজি'র সঙ্গে কথা বলেছি, তবে এখনও পর্যন্ত কিছুই হয়নি।" তিনি আরও বলেন, "আমরা অতীতে চারবার গেহলটজি'র সঙ্গে কথা বলেছি । কিন্তু বাস্তবে কোনও কিছুই হয়নি। দু'বছর হয়ে গেছে, আর কত ধৈর্য ধরব?"

সূত্রের খবর, গুর্জর সম্প্রদায়কে দু'টি দলে বিভক্ত করা হয়েছে । গুর্জদের আরেক নেতা হিম্মত সিং । 2007 সালে জারি করা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলাশাসকের কাছে অনুমোদন জমা দেওয়ার পরে যেকোনও বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত হতে পারে। এছাড়াও, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং রাজস্থান মহামারী অধ্যাদেশ-2020 অনুযায়ী, COVID-19 সংকটের সময়ে রাজ্যে 100 জনেরও বেশি কোন অনুষ্ঠানে জমায়েত করা যাবে আর কোন অনুষ্ঠানে জমায়েত করা যাবে না । কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে 100-র বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন ।

ভরতপুর, 1 নভেম্বর : রাজস্থানের ভরতপুরে গুর্জর আন্দোলন অব্যাহত । গুর্জর নেতা বিজয় ব্যানসলা আজ জানান, "সর্বাধিক পিছিয়ে পড়া শ্রেণি" (MBC) সম্প্রদায় হিসেবে চাকরি ও শিক্ষায় সংরক্ষণের জন্য গুর্জর বিক্ষোভ জারি থাকবে।" তাঁর নেতৃত্বে গুর্জর সম্প্রদায়ের কয়েকশো সদস্য বিক্ষোভ দেখাচ্ছেন।

বিজয় বলেন, "যুবকরা চাকরি পাচ্ছেন না। তাঁঁদের মধ্যে ক্ষোভ রয়েছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা গেহলটজি'র সঙ্গে কথা বলেছি, তবে এখনও পর্যন্ত কিছুই হয়নি।" তিনি আরও বলেন, "আমরা অতীতে চারবার গেহলটজি'র সঙ্গে কথা বলেছি । কিন্তু বাস্তবে কোনও কিছুই হয়নি। দু'বছর হয়ে গেছে, আর কত ধৈর্য ধরব?"

সূত্রের খবর, গুর্জর সম্প্রদায়কে দু'টি দলে বিভক্ত করা হয়েছে । গুর্জদের আরেক নেতা হিম্মত সিং । 2007 সালে জারি করা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলাশাসকের কাছে অনুমোদন জমা দেওয়ার পরে যেকোনও বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত হতে পারে। এছাড়াও, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং রাজস্থান মহামারী অধ্যাদেশ-2020 অনুযায়ী, COVID-19 সংকটের সময়ে রাজ্যে 100 জনেরও বেশি কোন অনুষ্ঠানে জমায়েত করা যাবে আর কোন অনুষ্ঠানে জমায়েত করা যাবে না । কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে 100-র বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.