দিল্লি, 17 ফেব্রুয়ারি : গোটা বিহারে মদ বানানো, বিক্রি আর মদ্যপান পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ দিল্লির একটি অনুষ্ঠানে এসে তিনি বললেন, শুধু বিহার কিংবা প্রতিবেশী কয়েকটি রাজ্যই নয় ৷ সারা দেশেও এমন হওয়া উচিত ৷
'লিকার ফ্রি ইন্ডিয়া' শীর্ষক অনুষ্ঠানে এসে নীতীশ এই প্রসঙ্গে বলেন, মহাত্মা গান্ধিজির ইচ্ছে ছিল মদ নিষিদ্ধ হোক সারা দেশে ৷ মদ জীবন নষ্ট করে বলেও উল্লেখ করেন রাষ্ট্রীয় জনতা দল (RJD) সুপ্রিমো ৷ সামাজিক ও বৈজ্ঞানিক দিক থেকে দেখলে মদ নিষিদ্ধ হওয়া উচিত বলেই মন্তব্য করেন তিনি ৷ সরকারের কোষাগারে মদ সংক্রান্ত শুল্কের কোনওরকম প্রভাব পড়বে না এমনও বলেন নীতীশ ৷ বিহার এক্ষেত্রে রোল মডেল এই বক্তব্যকে সামনে রেখে নীতীশের দাবি, তাঁর রাজ্যে সুবিচারের সঙ্গে উন্নয়নই লক্ষ্য ৷ সামাজিক শত্রু মদকে দূর করতে না পারলে সেই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন তিনি ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র 2018 সালের একটি রিপোর্ট উল্লেখ করে বলেন, 2016 সালে সারা বিশ্বে 30 লাখ মানুষ মদ্যপানের কারণে প্রাণ হারিয়েছে ৷ সে বছরে সারা বিশ্বে মৃত্যুর হারের 5.3 শতাংশ ছিল সেই পরিমাণ ৷
2007 সালে নীতীশ কুমারের নেতৃত্বাধীন NDA সরকার বিহারে নযা আবগারি নীতি তৈরি করেছিল । অভিযোগ ওঠে, সেই নীতির জেরে রাজ্যে মদের বিক্রি বেড়েছিল । সমীক্ষাতেও দেখা যায়, ওই সরকারি নীতির জেরে পুরুষদের মধ্যে মদ্যপান বেড়েছে 60-70 শতাংশ । মহিলাদের মধ্যে প্রায় 10 শতাংশ। মদের বিরুদ্ধে রাজ্যে ছোট-বড় আন্দোলনও হয় ৷ স্বেচ্ছাসেবী সংগঠনগুলি সচেতনতা বাড়ানোর কাজ করে । একটি বেসরকারি সংস্থা বিহারে মাদকের প্রভাব নিয়ে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে । তাতে দেখা যায়, রাজ্যের প্রায় 58 শতাংশ বাসিন্দা মদ্যপান করেন । বিক্রি হওয়া মদের 68 শতাংশ পান করেন 18-35 বছর বয়সিরা । বিহারের এই মাদক-চিত্রে বদল আনতেই জারি হয় নিষেধাজ্ঞা ৷