ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় সেনা হাসপাতালকে কিয়স্ক-কিট দান লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের

কোরোনা মোকাবিলায় সেকেন্দরাবাদের সেনা হাসপাতালের পাশে দাঁড়াল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 320 বি এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (LCIF) । কোরোনা পরীক্ষার নমুনা সংগ্রহের কিয়স্ক ও অন্যান্য সরঞ্জাম দান করল তারা ।

DRDL
কিয়স্কের ছবি
author img

By

Published : Jun 22, 2020, 10:28 PM IST

Updated : Jun 23, 2020, 3:02 PM IST

হায়দরাবাদ, 22 জুন : সেকেন্দরাবাদের সেনা হাসপাতালকে পাঁচ লাখ টাকার সরঞ্জাম ও সুরক্ষা কিট দান করল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 320 বি এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (LCIF) ৷ এই সরঞ্জাম ও সুরক্ষিত কিটগুলি ব্যবহারে কোরোনা চিকিৎসায় সুবিধা হবে ৷

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের তরফে 18 জুন সেনা হাসপাতালের কম্যান্ডান্টকে একটি চিঠি দেওয়া হয় । কোরোনা মোকাবিলায় পাশে দাঁড়াতে এই সরঞ্জামগুলি দানের ইচ্ছে প্রকাশ করা হয় । সঙ্গে বলা হয়, আজ অর্থাৎ 22 জুন সকাল সাড়ে 11টায় এই সরঞ্জামগুলি হাসপাতালকে দেওয়া হবে ৷

Hyderabad
সেনা হাসপাতালকে কিয়স্ক-কিট দান

এই সরঞ্জামের তালিকায় রয়েছে-

কোরোনা নমুনা সংগ্রহের জন্য একটি কিয়স্ক ৷

200টি PPE কিট ৷

200টি N95 / K95 মাস্ক ৷

পাঁচটি থার্মাল গান ৷

পাঁচটি স্যানিটাইজ়ার ডিসপেনজ়ার ৷

কোরোনা চিকিৎসায় সেনা হাসপাতালের পাশে দাঁড়াতে পেরে খুশি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 320 বি । ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর এবং তেলাঙ্গানা হাইকোর্টের ডেজ়িগনেটেড সিনিয়র অ্যাডভোকেট দীপক ভট্টাচার্য বলেন, "সেনা হাসপাতালের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি । আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি । ভবিষ্যতে এমন প্রয়োজনে মানুষের পাশে থাকব । "

Hyderabad
এই সুরক্ষা কিট দান করল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল

লায়ন্স ক্লাবের তরফে দেওয়া কোরোনা পরীক্ষার নমুনা সংগ্রহের কিয়স্কটি তৈরি করেছে হায়দরাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে- COVSACK । কোরানার সংক্রমণ হয়েছে বলে মনে করা হচ্ছে এমন রোগীর শরীর থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করতেই এই কিয়স্ক তৈরি করা হয়েছে । যে রোগীর শরীর থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করতে হবে, তিনি এই কিয়স্কের মধ্যে আসবেন । কিয়স্কেই লাগানো থাকছে গ্লাভস । রোগী কিয়স্কের মধ্যে প্রবেশের পর একজন স্বাস্থ্যকর্মী বাইরে থেকে ওই গ্লাভসের মাধ্যমে রোগীর নাক ও মুখ থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করে নেবেন ।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, "কিয়স্কটির মধ্যে স্বয়ংক্রিয় সংক্রমণনাশক ব্যবস্থা রয়েছে । ফলে এই কিয়স্ক থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনও ভয় নেই । পাশাপাশি যে স্বাস্থ্যকর্মী সোয়াবের নমুনা সংগ্রহ করবেন, রোগীর শরীর থেকে তাঁর শরীরে এরোসল বা ড্রপলেট ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকছে না । ফলে, স্বাস্থ্যকর্মীদের জন্য PPE কিটের প্রয়োজনীয়তা অনেকটা কমবে ।"

Hyderabad
এই সরঞ্জামের তালিকায় রয়েছে PPE কিট, মাস্ক ইত্যাদি

প্রতিরক্ষামন্ত্রকের তরফে আরও বলা হয়, "নমুনা সংগ্রহের পর সংশ্লিষ্ট ব্যক্তি কিয়স্ক থেকে বেরিয়ে যাবেন। তারপর ফাঁকা কিয়স্কটিতে 70 সেকেন্ড ধরে জীবাণুনাশক স্প্রে করা হবে । এজন্য কিয়স্কের উপরের দিকে চারটি নজ়েল স্প্রেয়ার আছে । এরপর জল ও UV রশ্মি দিয়েও জীবাণু বিনাশ করা হবে । " একবার জীবাণুনাশকের কাজ সম্পূর্ণ হলে ফের পরের রোগীর নমুনা পরীক্ষা করার জন্য প্রস্তুত এই কিয়স্ক । আর এই গোটা প্রক্রিয়ায় সময় লাগবে দু'মিনিটেরও কম । কিয়স্কে থাকছে ভয়েস কমান্ড ব্যবস্থাও । কিয়স্কটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ভিতর এবং বাইরে থেকে, উভয়ভাবেই ব্যবহার করা সম্ভব ।

হায়দরাবাদ, 22 জুন : সেকেন্দরাবাদের সেনা হাসপাতালকে পাঁচ লাখ টাকার সরঞ্জাম ও সুরক্ষা কিট দান করল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 320 বি এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (LCIF) ৷ এই সরঞ্জাম ও সুরক্ষিত কিটগুলি ব্যবহারে কোরোনা চিকিৎসায় সুবিধা হবে ৷

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের তরফে 18 জুন সেনা হাসপাতালের কম্যান্ডান্টকে একটি চিঠি দেওয়া হয় । কোরোনা মোকাবিলায় পাশে দাঁড়াতে এই সরঞ্জামগুলি দানের ইচ্ছে প্রকাশ করা হয় । সঙ্গে বলা হয়, আজ অর্থাৎ 22 জুন সকাল সাড়ে 11টায় এই সরঞ্জামগুলি হাসপাতালকে দেওয়া হবে ৷

Hyderabad
সেনা হাসপাতালকে কিয়স্ক-কিট দান

এই সরঞ্জামের তালিকায় রয়েছে-

কোরোনা নমুনা সংগ্রহের জন্য একটি কিয়স্ক ৷

200টি PPE কিট ৷

200টি N95 / K95 মাস্ক ৷

পাঁচটি থার্মাল গান ৷

পাঁচটি স্যানিটাইজ়ার ডিসপেনজ়ার ৷

কোরোনা চিকিৎসায় সেনা হাসপাতালের পাশে দাঁড়াতে পেরে খুশি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 320 বি । ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর এবং তেলাঙ্গানা হাইকোর্টের ডেজ়িগনেটেড সিনিয়র অ্যাডভোকেট দীপক ভট্টাচার্য বলেন, "সেনা হাসপাতালের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি । আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি । ভবিষ্যতে এমন প্রয়োজনে মানুষের পাশে থাকব । "

Hyderabad
এই সুরক্ষা কিট দান করল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল

লায়ন্স ক্লাবের তরফে দেওয়া কোরোনা পরীক্ষার নমুনা সংগ্রহের কিয়স্কটি তৈরি করেছে হায়দরাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে- COVSACK । কোরানার সংক্রমণ হয়েছে বলে মনে করা হচ্ছে এমন রোগীর শরীর থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করতেই এই কিয়স্ক তৈরি করা হয়েছে । যে রোগীর শরীর থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করতে হবে, তিনি এই কিয়স্কের মধ্যে আসবেন । কিয়স্কেই লাগানো থাকছে গ্লাভস । রোগী কিয়স্কের মধ্যে প্রবেশের পর একজন স্বাস্থ্যকর্মী বাইরে থেকে ওই গ্লাভসের মাধ্যমে রোগীর নাক ও মুখ থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করে নেবেন ।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, "কিয়স্কটির মধ্যে স্বয়ংক্রিয় সংক্রমণনাশক ব্যবস্থা রয়েছে । ফলে এই কিয়স্ক থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনও ভয় নেই । পাশাপাশি যে স্বাস্থ্যকর্মী সোয়াবের নমুনা সংগ্রহ করবেন, রোগীর শরীর থেকে তাঁর শরীরে এরোসল বা ড্রপলেট ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকছে না । ফলে, স্বাস্থ্যকর্মীদের জন্য PPE কিটের প্রয়োজনীয়তা অনেকটা কমবে ।"

Hyderabad
এই সরঞ্জামের তালিকায় রয়েছে PPE কিট, মাস্ক ইত্যাদি

প্রতিরক্ষামন্ত্রকের তরফে আরও বলা হয়, "নমুনা সংগ্রহের পর সংশ্লিষ্ট ব্যক্তি কিয়স্ক থেকে বেরিয়ে যাবেন। তারপর ফাঁকা কিয়স্কটিতে 70 সেকেন্ড ধরে জীবাণুনাশক স্প্রে করা হবে । এজন্য কিয়স্কের উপরের দিকে চারটি নজ়েল স্প্রেয়ার আছে । এরপর জল ও UV রশ্মি দিয়েও জীবাণু বিনাশ করা হবে । " একবার জীবাণুনাশকের কাজ সম্পূর্ণ হলে ফের পরের রোগীর নমুনা পরীক্ষা করার জন্য প্রস্তুত এই কিয়স্ক । আর এই গোটা প্রক্রিয়ায় সময় লাগবে দু'মিনিটেরও কম । কিয়স্কে থাকছে ভয়েস কমান্ড ব্যবস্থাও । কিয়স্কটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ভিতর এবং বাইরে থেকে, উভয়ভাবেই ব্যবহার করা সম্ভব ।

Last Updated : Jun 23, 2020, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.