ETV Bharat / bharat

নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী - নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট

ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হলেন সাব লেফটন্যান্ট শিবাঙ্গি । আজ কোচির নৌসেনা ঘাঁটিতে তিনি কাজে যোগ দেন তিনি ।

পাইলট শিবাঙ্গী
ছবি
author img

By

Published : Dec 2, 2019, 7:32 PM IST

Updated : Dec 2, 2019, 8:40 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হলেন সাব লেফটন্যান্ট শিবাঙ্গী । প্রাথমিক প্রশিক্ষণের পর গতবছর তাঁকে ভারতীয় নৌসেনায় নিয়োগ করা হয় । আজ কোচির নৌসেনা ঘাঁটিতে তিনি কাজে যোগ দেন । নজরদারি বিমান ওড়াবেন শিবাঙ্গী ।

বিহারের মুজফ্ফরপুরে জন্ম শিবাঙ্গীর। DAV পাবলিক স্কুলে পড়াশোনা। সিকিম মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা । শিবাঙ্গী বলেন, "আমি খুব সাধারণ ঘরের মেয়ে । আমার বাবা একটি সরকারি স্কুলের অধ্যক্ষ । মা গৃহবধূ । কোনও মেনস্ট্রিম বিষয় নিয়ে পড়াশোনা করিনি । এটা জানার পরও আমার মা-বাবা সবসময় আমার পাশে থেকেছেন ।"

নিজের পেশা সম্পর্কে জানাতে গিয়ে শিবাঙ্গি বলেন, "আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন বরাবরের । খুব ছোটোবেলায় বাড়ির কাছে একটি চপার নামতে দেখি । সেখানে পাইলটকে দেখেছিলাম । সেই থেকে পাইলট হতে চেয়েছিলাম । "

image
নজরদারি বিমান ওড়াবেন শিবাঙ্গী

ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ অ্যাকাডেমির 27 NOC কোর্সে SSC পাইলট হিসেবে যোগ দেন শিবাঙ্গী । ছ'মাস প্রশিক্ষণের পর ডুন্ডিগাল বায়ুসেনা প্রশিক্ষণ অ্যাকাডেমির PC7 বিমানে তাঁর প্রশিক্ষণ হয় । গতবছর জুনে নৌবাহিনীতে নিয়োগ করা হয় তাঁকে ।

শিবাঙ্গী বলেন,"দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম । অবেশেষে দিনটি এল । দারুণ অনুভূতি । এখন আমার প্রশিক্ষণের তৃতীয় ধাপ পূর্ণ করার অপেক্ষায় রয়েছি ।"

শিবাঙ্গী আরও বলেন, "প্রশিক্ষণের সময় আমাদের বলা হত, বিমান জানে না পুরুষ না মহিলা কে তাকে ওড়াচ্ছে । এখানে শুধুমাত্র দক্ষতার প্রয়োজন । যদি কোনও প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে তা আমাদের মনে রয়েছে । এত ভালো পেশা আর কী হতে পারে ? আপনি সবসময় আকাশে উড়ছেন । এটা স্বপ্নের মতো ।"

  • Sub-Lieutenant Shivangi becomes first woman pilot of Indian Navy, got her qualification 'wings' from Vice Admiral AK Chawla at Naval Base Kochi. Vice Admiral AK Chawla said, "It is a front-line combat role. The course curriculum is absolutely the same for male & female pilots." pic.twitter.com/CVF9zzITyj

    — ANI (@ANI) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবছরের সেপ্টেম্বরে উইং কমান্ডার অঞ্জলি সিং ভারতীয় সেনার প্রথম মহিলা "কূটনীতিবিদ" হিসেবে নিযুক্ত হন । এর আগে 2019 সালের অগাস্ট মাসে বায়ুসেনার উইং কম্যান্ডার এস ঢামি দেশের প্রথম মহিলা অফিসার হিসেবে একটি ফ্লাইং ইউনিটের ফ্লাইট কম্যান্ডার নিযুক্ত হন ।

দিল্লি, 2 ডিসেম্বর : ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হলেন সাব লেফটন্যান্ট শিবাঙ্গী । প্রাথমিক প্রশিক্ষণের পর গতবছর তাঁকে ভারতীয় নৌসেনায় নিয়োগ করা হয় । আজ কোচির নৌসেনা ঘাঁটিতে তিনি কাজে যোগ দেন । নজরদারি বিমান ওড়াবেন শিবাঙ্গী ।

বিহারের মুজফ্ফরপুরে জন্ম শিবাঙ্গীর। DAV পাবলিক স্কুলে পড়াশোনা। সিকিম মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা । শিবাঙ্গী বলেন, "আমি খুব সাধারণ ঘরের মেয়ে । আমার বাবা একটি সরকারি স্কুলের অধ্যক্ষ । মা গৃহবধূ । কোনও মেনস্ট্রিম বিষয় নিয়ে পড়াশোনা করিনি । এটা জানার পরও আমার মা-বাবা সবসময় আমার পাশে থেকেছেন ।"

নিজের পেশা সম্পর্কে জানাতে গিয়ে শিবাঙ্গি বলেন, "আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন বরাবরের । খুব ছোটোবেলায় বাড়ির কাছে একটি চপার নামতে দেখি । সেখানে পাইলটকে দেখেছিলাম । সেই থেকে পাইলট হতে চেয়েছিলাম । "

image
নজরদারি বিমান ওড়াবেন শিবাঙ্গী

ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ অ্যাকাডেমির 27 NOC কোর্সে SSC পাইলট হিসেবে যোগ দেন শিবাঙ্গী । ছ'মাস প্রশিক্ষণের পর ডুন্ডিগাল বায়ুসেনা প্রশিক্ষণ অ্যাকাডেমির PC7 বিমানে তাঁর প্রশিক্ষণ হয় । গতবছর জুনে নৌবাহিনীতে নিয়োগ করা হয় তাঁকে ।

শিবাঙ্গী বলেন,"দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম । অবেশেষে দিনটি এল । দারুণ অনুভূতি । এখন আমার প্রশিক্ষণের তৃতীয় ধাপ পূর্ণ করার অপেক্ষায় রয়েছি ।"

শিবাঙ্গী আরও বলেন, "প্রশিক্ষণের সময় আমাদের বলা হত, বিমান জানে না পুরুষ না মহিলা কে তাকে ওড়াচ্ছে । এখানে শুধুমাত্র দক্ষতার প্রয়োজন । যদি কোনও প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে তা আমাদের মনে রয়েছে । এত ভালো পেশা আর কী হতে পারে ? আপনি সবসময় আকাশে উড়ছেন । এটা স্বপ্নের মতো ।"

  • Sub-Lieutenant Shivangi becomes first woman pilot of Indian Navy, got her qualification 'wings' from Vice Admiral AK Chawla at Naval Base Kochi. Vice Admiral AK Chawla said, "It is a front-line combat role. The course curriculum is absolutely the same for male & female pilots." pic.twitter.com/CVF9zzITyj

    — ANI (@ANI) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবছরের সেপ্টেম্বরে উইং কমান্ডার অঞ্জলি সিং ভারতীয় সেনার প্রথম মহিলা "কূটনীতিবিদ" হিসেবে নিযুক্ত হন । এর আগে 2019 সালের অগাস্ট মাসে বায়ুসেনার উইং কম্যান্ডার এস ঢামি দেশের প্রথম মহিলা অফিসার হিসেবে একটি ফ্লাইং ইউনিটের ফ্লাইট কম্যান্ডার নিযুক্ত হন ।

New Delhi, Dec 02 (ANI): Bharti Airtel on Sunday hiked tariff rate in the range of 50 paise per day to Rs 2.85 per day, effective from December 3. The company announced new plans, which will affect the Airtel pre-paid customers who avail the plans provided by the company under its "unlimited" category, among others. "Our new mobile plans offer tremendous value to our customers and are backed by a superior network experience on Airtel's nationwide 4G network. Airtel will continue to make large investments in emerging technologies and digital platforms to deliver world-class experiences to our customers," said Shashwat Sharma, Chief Marketing Officer, Bharti Airtel according to a release. According to the release, Airtel's new plans will offer "exclusive benefits as part of the Airtel Thanks platform" to its customers.
Last Updated : Dec 2, 2019, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.