ETV Bharat / bharat

শ্রীনগরে গোপন ঘাঁটি থেকে ধৃত লস্কর জঙ্গি

2019 সালের নভেম্বরে কুল্লান গান্দেরবালে এনকাউন্টারের সময় পালিয়ে গিয়েছিল নিসার ৷ নিরাপত্তারক্ষী বাহিনীর উপর হামলার ছক কষেছিল সে ৷ নিসারকে বহুদিন ধরেই খুঁজছিল ভারতীয় সেনা ৷

image
গ্রেপ্তার জঙ্গি
author img

By

Published : Jan 4, 2020, 12:07 PM IST

Updated : Jan 4, 2020, 12:13 PM IST

শ্রীনগর, 4 জানুয়ারি : নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে পাকড়াও লস্কর-ই-তইবা জঙ্গি ৷ শ্রীনগরে গোপন ঘাঁটিতে অভিযানের চালানোর গ্রেপ্তার করা হয় নিসার আহমেদ দার নামে এই জঙ্গিকে ৷ উত্তর কাশ্মীরের বান্দিপোরায় হাজিনের বাসিন্দা নিসারকে বহুদিন ধরেই খুঁজছিল যৌথ বাহিনী ৷

জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালায় ৷ 2019 সালের নভেম্বরে কুল্লান গান্দেরবালে এনকাউন্টারের সময় পালিয়ে গিয়েছিল নিসার ৷ নিরাপত্তারক্ষী বাহিনীর উপর হামলার ছক কষেছিল সে, জানা গেছে এমনই ৷

শুক্রবার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় নিরাপত্তারক্ষী বাহিনী ৷ এরপরই পাকড়াও করা হয় তাকে ৷ তার ঘাঁটি থেকে মিলেছে প্রচুর পরিমাণ অস্ত্র ৷ আটটি অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে ৷ কাশ্মীরের অন্যতম লস্কর নেতা সালিম পারের সাগরেদ নিসার ৷ নিসারকে গ্রেপ্তার করার ফলে বেশ কিছু নয়া তথ্য হাতে আসবে বলেই মনে করছে পুলিশ ৷

শ্রীনগর, 4 জানুয়ারি : নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে পাকড়াও লস্কর-ই-তইবা জঙ্গি ৷ শ্রীনগরে গোপন ঘাঁটিতে অভিযানের চালানোর গ্রেপ্তার করা হয় নিসার আহমেদ দার নামে এই জঙ্গিকে ৷ উত্তর কাশ্মীরের বান্দিপোরায় হাজিনের বাসিন্দা নিসারকে বহুদিন ধরেই খুঁজছিল যৌথ বাহিনী ৷

জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালায় ৷ 2019 সালের নভেম্বরে কুল্লান গান্দেরবালে এনকাউন্টারের সময় পালিয়ে গিয়েছিল নিসার ৷ নিরাপত্তারক্ষী বাহিনীর উপর হামলার ছক কষেছিল সে, জানা গেছে এমনই ৷

শুক্রবার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় নিরাপত্তারক্ষী বাহিনী ৷ এরপরই পাকড়াও করা হয় তাকে ৷ তার ঘাঁটি থেকে মিলেছে প্রচুর পরিমাণ অস্ত্র ৷ আটটি অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে ৷ কাশ্মীরের অন্যতম লস্কর নেতা সালিম পারের সাগরেদ নিসার ৷ নিসারকে গ্রেপ্তার করার ফলে বেশ কিছু নয়া তথ্য হাতে আসবে বলেই মনে করছে পুলিশ ৷

Mumbai, Jan 04 (ANI): Cast and makers of upcoming film 'Chhapaak' were spotted in Mumbai for film's screening. Actor Deepika Padukone and Vikrant Massey arrived for the screening in casual clothing. Director Meghna Gulzar chose for black silk kurta. Lyricist Gulzar also arrived for the film screening. The film is set to release on January 10.
Last Updated : Jan 4, 2020, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.