শ্রীনগর, 4 জানুয়ারি : নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে পাকড়াও লস্কর-ই-তইবা জঙ্গি ৷ শ্রীনগরে গোপন ঘাঁটিতে অভিযানের চালানোর গ্রেপ্তার করা হয় নিসার আহমেদ দার নামে এই জঙ্গিকে ৷ উত্তর কাশ্মীরের বান্দিপোরায় হাজিনের বাসিন্দা নিসারকে বহুদিন ধরেই খুঁজছিল যৌথ বাহিনী ৷
জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালায় ৷ 2019 সালের নভেম্বরে কুল্লান গান্দেরবালে এনকাউন্টারের সময় পালিয়ে গিয়েছিল নিসার ৷ নিরাপত্তারক্ষী বাহিনীর উপর হামলার ছক কষেছিল সে, জানা গেছে এমনই ৷
শুক্রবার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় নিরাপত্তারক্ষী বাহিনী ৷ এরপরই পাকড়াও করা হয় তাকে ৷ তার ঘাঁটি থেকে মিলেছে প্রচুর পরিমাণ অস্ত্র ৷ আটটি অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে ৷ কাশ্মীরের অন্যতম লস্কর নেতা সালিম পারের সাগরেদ নিসার ৷ নিসারকে গ্রেপ্তার করার ফলে বেশ কিছু নয়া তথ্য হাতে আসবে বলেই মনে করছে পুলিশ ৷