ETV Bharat / bharat

স্বচ্ছ ভারত গড়তে মহাত্মার ভাবাদর্শই হাতিয়ার মোদির

রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র ঘুরে দেখার পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 36 টি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি । আজকের দিনে দাঁড়িয়ে পড়ুয়ারা যে স্বচ্ছতার নিয়ে চিন্তা করছে, তাতে আবেগতাড়িত প্রধানমন্ত্রী ।

Narendra Modi
রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধনে প্রধানমন্ত্রী
author img

By

Published : Aug 8, 2020, 9:08 PM IST

দিল্লি, 8 অগাস্ট : 1942 সালে আজকের দিনেই ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন মহাত্মা গান্ধি । আজ কোরোনা মোকাবিলায় আরও একবার মহাত্মা গান্ধির ভাবাদর্শকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুধুমাত্র কোরোনা মোকাবিলাতেই নয়, দেশের রাজনীতির আঙিনাতেও মহাত্মা গান্ধিকে হাতিয়ার করে নিজের মাটি আরও বেশি করে মজবুত করলেন প্রধানমন্ত্রী ।

দিল্লির রাজঘাটে আজ রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন প্রথম NDA সরকারের সময়ে স্বচ্ছ ভারত মিশনের আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রে । অনুষ্ঠানে একটি ভিডিয়োও দেখানো হয় । যেখানে বলা হচ্ছে, জাতীয় নীতিগুলির মধ্যে স্বচ্ছতাকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র ঘুরে দেখার পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 36 টি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি । আজকের দিনে দাঁড়িয়ে পড়ুয়ারা যে স্বচ্ছতার নিয়ে চিন্তা করছে, তাতে আবেগতাড়িত প্রধানমন্ত্রী । বলেন, "আমাদের প্রত্যেককে নিজেদের কাজ করে যেতে হবে , একইসঙ্গে কোরোনার থেকেও বাঁচতে হবে । এর জন্য আমাদের মাস্ক পরতে হবে । 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে । খোলা জায়গায় থুতু ফেলা বন্ধ করতে হবে ।"

কোরোনা মোকাবিলাতেও যে স্বচ্ছ ভারত মিশন সাহায্য করেছে, তাও আজ প্রকাশ করেন প্রধানমন্ত্রী । বলেন,"ভাবুন, 2014 সালের আগে যদি কোরোনার সংক্রমণ শুরু হত, তবে কী হত । দেশের 60 শতাংশ মানুষ যখন খোলা যায়গায় মলত্যাগ করতে বাধ্য হয়, সেই পরিস্থিতিতে কি লকডাউন কার্যকর করা সম্ভব হত? স্বচ্ছাগ্রহ আমাদের কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি দিয়েছে ।"

আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলেনের সূচনা করেছিলেন মহাত্মা গান্ধি । সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, "আজ আমরা সবাই একটি প্রকল্পের সঙ্গে যুক্ত । আবর্জনা, ভারত ছাড়ো ।"

দেশের কোরোনা সংক্রমণের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে । প্রতিদিন 50 হাজারেরও বেশি করে মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছেন । এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় মহাত্মা গান্ধির ভাবাদর্শকে হাতিয়ার করে গোটা ভারতকে একজোট করার চেষ্টায় প্রধানমন্ত্রী ।

দিল্লি, 8 অগাস্ট : 1942 সালে আজকের দিনেই ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন মহাত্মা গান্ধি । আজ কোরোনা মোকাবিলায় আরও একবার মহাত্মা গান্ধির ভাবাদর্শকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুধুমাত্র কোরোনা মোকাবিলাতেই নয়, দেশের রাজনীতির আঙিনাতেও মহাত্মা গান্ধিকে হাতিয়ার করে নিজের মাটি আরও বেশি করে মজবুত করলেন প্রধানমন্ত্রী ।

দিল্লির রাজঘাটে আজ রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন প্রথম NDA সরকারের সময়ে স্বচ্ছ ভারত মিশনের আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রে । অনুষ্ঠানে একটি ভিডিয়োও দেখানো হয় । যেখানে বলা হচ্ছে, জাতীয় নীতিগুলির মধ্যে স্বচ্ছতাকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র ঘুরে দেখার পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 36 টি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি । আজকের দিনে দাঁড়িয়ে পড়ুয়ারা যে স্বচ্ছতার নিয়ে চিন্তা করছে, তাতে আবেগতাড়িত প্রধানমন্ত্রী । বলেন, "আমাদের প্রত্যেককে নিজেদের কাজ করে যেতে হবে , একইসঙ্গে কোরোনার থেকেও বাঁচতে হবে । এর জন্য আমাদের মাস্ক পরতে হবে । 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে । খোলা জায়গায় থুতু ফেলা বন্ধ করতে হবে ।"

কোরোনা মোকাবিলাতেও যে স্বচ্ছ ভারত মিশন সাহায্য করেছে, তাও আজ প্রকাশ করেন প্রধানমন্ত্রী । বলেন,"ভাবুন, 2014 সালের আগে যদি কোরোনার সংক্রমণ শুরু হত, তবে কী হত । দেশের 60 শতাংশ মানুষ যখন খোলা যায়গায় মলত্যাগ করতে বাধ্য হয়, সেই পরিস্থিতিতে কি লকডাউন কার্যকর করা সম্ভব হত? স্বচ্ছাগ্রহ আমাদের কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি দিয়েছে ।"

আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলেনের সূচনা করেছিলেন মহাত্মা গান্ধি । সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, "আজ আমরা সবাই একটি প্রকল্পের সঙ্গে যুক্ত । আবর্জনা, ভারত ছাড়ো ।"

দেশের কোরোনা সংক্রমণের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে । প্রতিদিন 50 হাজারেরও বেশি করে মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছেন । এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় মহাত্মা গান্ধির ভাবাদর্শকে হাতিয়ার করে গোটা ভারতকে একজোট করার চেষ্টায় প্রধানমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.