ETV Bharat / bharat

দেশের প্রধান বিচারপতি হাত থেকে স্বর্ণপদক নিতে অস্বীকার ছাত্রীর - delhi law student

দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী সুরভি কারওয়া । স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়েও প্রতিবাদ জানাতেই সমাবর্তনে গিয়ে রঞ্জন গগৈ-এর হাত থেকে স্বর্ণপদক নেননি তিনি ।

দেশের প্রধান বিচারপতি হাত থেকে স্বর্ণপদক নিতে অস্বীকার ছাত্রীর
author img

By

Published : Aug 19, 2019, 6:42 PM IST

দিল্লি, 19 অগাস্ট : ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর হাত থেকে স্বর্ণপদক নিতে অস্বীকার করলেন আইনের স্নাতকোত্তরের ছাত্রী । দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী সুরভি কারওয়া । স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়েও প্রতিবাদ জানাতেই সমাবর্তনে গিয়ে স্বর্ণপদক নেননি তিনি । ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ যে তদন্ত প্রক্রিয়া চালিয়েছিল, তা নিয়ে তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সুরভি ৷ তাই প্রতিবাদ হিসেবে তিনি সমাবর্তনে যাননি ৷

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক মহিলা । সুপ্রিম কোর্টের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি কর্মরত ছিলেন ৷ ওই মহিলা তাঁর অভিযোগ নিয়ে 22 জন বিচারপতির কাছে হলফনামা জমা দিয়েছিলেন ।

কিন্তু অভিযোগ অস্বীকার করেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তিনি বলেছিলেন, "আমি এত নিচুতে নেমে এই অভিযোগগুলির জবাব দিতে চাই না । বিচারব্যবস্থা আজ বিপদগ্রস্ত ।" পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "20 বছর সসম্মানের সঙ্গে কাজ করার পর দেশের প্রধান বিচারপতির কি এটাই প্রাপ্য?"

সলিসিটর জেনেরাল তুষার মেহতা ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করার পরেই বিষয়টি নিয়ে তদন্ত করতে সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ গঠন হয় । সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিরা এই মামলা খতিয়ে দেখবেন বলে জানিয়েছিলেন রঞ্জন গগৈ । কিন্তু তদন্তে ওই মহিলার অভিযোগের সারবত্তা পায়নি বিশেষ বেঞ্চ ৷

দিল্লি, 19 অগাস্ট : ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর হাত থেকে স্বর্ণপদক নিতে অস্বীকার করলেন আইনের স্নাতকোত্তরের ছাত্রী । দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী সুরভি কারওয়া । স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়েও প্রতিবাদ জানাতেই সমাবর্তনে গিয়ে স্বর্ণপদক নেননি তিনি । ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ যে তদন্ত প্রক্রিয়া চালিয়েছিল, তা নিয়ে তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সুরভি ৷ তাই প্রতিবাদ হিসেবে তিনি সমাবর্তনে যাননি ৷

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক মহিলা । সুপ্রিম কোর্টের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি কর্মরত ছিলেন ৷ ওই মহিলা তাঁর অভিযোগ নিয়ে 22 জন বিচারপতির কাছে হলফনামা জমা দিয়েছিলেন ।

কিন্তু অভিযোগ অস্বীকার করেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তিনি বলেছিলেন, "আমি এত নিচুতে নেমে এই অভিযোগগুলির জবাব দিতে চাই না । বিচারব্যবস্থা আজ বিপদগ্রস্ত ।" পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "20 বছর সসম্মানের সঙ্গে কাজ করার পর দেশের প্রধান বিচারপতির কি এটাই প্রাপ্য?"

সলিসিটর জেনেরাল তুষার মেহতা ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করার পরেই বিষয়টি নিয়ে তদন্ত করতে সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ গঠন হয় । সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিরা এই মামলা খতিয়ে দেখবেন বলে জানিয়েছিলেন রঞ্জন গগৈ । কিন্তু তদন্তে ওই মহিলার অভিযোগের সারবত্তা পায়নি বিশেষ বেঞ্চ ৷

Rajouri (Jammu and Kashmir), Aug 19 (ANI): Schools re-opened in Jammu and Kashmir's Rajouri on August 19. The decision was taken to not let children suffer. Over 190 schools were closed in the wake of abrogation of Article 370 in parts of Kashmir. Central government scrapped off Article 370 on August 05 that took away the special status of Jammu and Kashmir as a state.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.