ETV Bharat / bharat

অজ্ঞাতপরিচয় মৃতদেহের শেষকৃত্য করেন, পদ্মশ্রী পাচ্ছেন অযোধ্যার চাচা শরিফ - 80-years old Mohammed Sharif will be conferred with Padma Shri

30 বছর ধরে 3000 হিন্দু ও 2500 মুসলিম মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন বছর 80-এর চাচা শরিফ ওরফে মহম্মদ শরিফ ৷ তাঁর এই কাজের জন্যই এবারে তিনি পাচ্ছেন পদ্মশ্রী সম্মান৷ এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

uttar pradesh padma awardee
চাচা শরিফ
author img

By

Published : Jan 26, 2020, 3:28 PM IST

Updated : Jan 26, 2020, 6:53 PM IST

অযোধ্যা, 26 জানুয়ারি : তিনি কোনও ধর্ম দেখেন না ৷ অজ্ঞাতপরিচয় মৃতদেহের শেষকৃত্য করেন নিয়ম মেনে ৷ তার এই সেবার জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ফৈজ়াবাদের বছর আশির চাচা শারিফ ওরফে মহম্মদ শরিফ ৷

প্রায় 30 বছর ধরে পরিচয়হীন হিন্দু মুসলিম মৃতদেহের শেষকৃত্য করে আসছেন তিনি৷ নাম মহম্মদ শরিফ হলেও লোকের মুখে মুখে চাচা শরিফ হিসেবে পরিচয় পেয়ে আসছেন ৷ পদ্মশ্রী সম্মান প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণার পর ETV ভারতের মুখোমুখি হয়ে তিনি বলেন, শেষকৃত্যের সময় দেখেন না মৃতদেহ হিন্দু না মুসলিমের ৷ তাঁর মতে, আমরা প্রত্যেকেই মানুষ৷ আর সেই ধর্মকে মেনেই তিনি এই কাজ করে চলেছেন৷ এখনও পর্যন্ত 3000 হিন্দু ও 2500 মুসলিম মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন তিনি ৷ এমনকী যতদিন পারবেন এই কাজ করে যাবেন বলেও জানান চাচা শরিফ৷

সমাজসেবামূলক কাজ অনেকেই করে থাকেন৷ একেক জনের কাজ একেক ধরনের হয়৷ তবে, হঠাৎ কেন এই কাজ করার পথ বেছে নিলেন চাচা শরিফ৷ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রায় 25 বছর আগে কাজের সূত্রে তাঁর ছেলে সুলতানপুরে যায়৷ সেখানে মেডিকেলের কাজ করত ৷ একদিন নিখোঁজ হয়ে যায় ৷ পরে তার মৃতদেহ পাওয়া যায় ৷ এরপর থেকেই এই কাজ শুরু করেন চাচা শরিফ ৷ মৃত ছেলের স্মরণেই এই কাজ করে আসছেন বলে জানান তিনি৷

পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন অযোধ্যার চাচা শরিফ


পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর পৌঁছাতেই চাচা শরিফের বাড়িতে পৌঁছে যান বহু মানুষ ৷ খুশিতে চোখের জল ধরে রাখতে পারলেন না মহম্মদ শরিফ৷ ETV ভারতের মুখোমুখি হয়ে তিনি জানালেন তাঁর অভিজ্ঞতার কথা৷ পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর তাঁর কাছে সবার আগে পৌঁছে দেন ETV ভারতের প্রতিনিধিই৷ তাই ETV ভারতকে বিশেষ ধন্যবাদও জানালেন চাচা শরিফ৷

অযোধ্যা, 26 জানুয়ারি : তিনি কোনও ধর্ম দেখেন না ৷ অজ্ঞাতপরিচয় মৃতদেহের শেষকৃত্য করেন নিয়ম মেনে ৷ তার এই সেবার জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ফৈজ়াবাদের বছর আশির চাচা শারিফ ওরফে মহম্মদ শরিফ ৷

প্রায় 30 বছর ধরে পরিচয়হীন হিন্দু মুসলিম মৃতদেহের শেষকৃত্য করে আসছেন তিনি৷ নাম মহম্মদ শরিফ হলেও লোকের মুখে মুখে চাচা শরিফ হিসেবে পরিচয় পেয়ে আসছেন ৷ পদ্মশ্রী সম্মান প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণার পর ETV ভারতের মুখোমুখি হয়ে তিনি বলেন, শেষকৃত্যের সময় দেখেন না মৃতদেহ হিন্দু না মুসলিমের ৷ তাঁর মতে, আমরা প্রত্যেকেই মানুষ৷ আর সেই ধর্মকে মেনেই তিনি এই কাজ করে চলেছেন৷ এখনও পর্যন্ত 3000 হিন্দু ও 2500 মুসলিম মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন তিনি ৷ এমনকী যতদিন পারবেন এই কাজ করে যাবেন বলেও জানান চাচা শরিফ৷

সমাজসেবামূলক কাজ অনেকেই করে থাকেন৷ একেক জনের কাজ একেক ধরনের হয়৷ তবে, হঠাৎ কেন এই কাজ করার পথ বেছে নিলেন চাচা শরিফ৷ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রায় 25 বছর আগে কাজের সূত্রে তাঁর ছেলে সুলতানপুরে যায়৷ সেখানে মেডিকেলের কাজ করত ৷ একদিন নিখোঁজ হয়ে যায় ৷ পরে তার মৃতদেহ পাওয়া যায় ৷ এরপর থেকেই এই কাজ শুরু করেন চাচা শরিফ ৷ মৃত ছেলের স্মরণেই এই কাজ করে আসছেন বলে জানান তিনি৷

পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন অযোধ্যার চাচা শরিফ


পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর পৌঁছাতেই চাচা শরিফের বাড়িতে পৌঁছে যান বহু মানুষ ৷ খুশিতে চোখের জল ধরে রাখতে পারলেন না মহম্মদ শরিফ৷ ETV ভারতের মুখোমুখি হয়ে তিনি জানালেন তাঁর অভিজ্ঞতার কথা৷ পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর তাঁর কাছে সবার আগে পৌঁছে দেন ETV ভারতের প্রতিনিধিই৷ তাই ETV ভারতকে বিশেষ ধন্যবাদও জানালেন চাচা শরিফ৷

Guwahati (Assam), Jan 26 (ANI): Assam's Chief Minister Sarbananda Sonowal assured people of Assam that strict action will be taken against the perpetrator of bomb blasts. "I condemn the blasts. It is an act of cowardice. I have directed police to take stern action against those involved. Peace loving people of Assam deserve special thanks as due to people's participation we were able to celebrate Republic Day in 33 districts. I have directed the police official to take strict action against those involve in the bomb blast," said Sarbananda Sonowal after at least 4 explosions took place in Dibrugarh, Charaideo districts as the country celebrated Republic Day.
Last Updated : Jan 26, 2020, 6:53 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.