ETV Bharat / bharat

গান স্যালুট আর চোখের জলে বিদায় শহিদ রাকেশ ডোভালকে

author img

By

Published : Nov 16, 2020, 11:04 PM IST

চারিদিকে শুধু কান্না আর ক্রোধ । স্লোগান উঠল পাকিস্তান মুর্দাবাদ । কফিনবন্দী দেহকে ঘিরে স্লোগান স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক ।

Jawan Rakesh Doval
ছবি

ঋষিকেশ, 16 নভেম্বর : সম্প্রতি জম্মু কাশ্মীরের বারামুলায় পাকিস্তানের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছিলেন জওয়ান রাকেশ ডোভাল । আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী অরবিন্দ পান্ডে, বিধানসভার অধ্যক্ষ প্রেমচন্দ আগরওয়াল । শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ । পাকিস্তান বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আমজনতা ।

জওয়ানের দেহ তাঁর বাড়ি থেকে পূর্ণনন্দ ঘাটে নিয়ে যাওয়া হয় । হাজার হাজার মানুষের ভিড় ছিল সেখানে । চারিদিকে শুধু কান্না আর ক্রোধ । স্লোগান উঠল পাকিস্তান মুর্দাবাদ । কফিনবন্দী দেহকে ঘিরে স্লোগান স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক । শ্রদ্ধা জানাতে এলাকার সমস্ত দোকানও বন্ধ রেখেছিলেন দোকানিরা ।

Jawan Rakesh Doval
শহিদ রাকেশ ডোভালকে গান স্যালুট

গান স্যালুটে বিদায় জানানো হয় শহিদ রাকেশ ডোভালকে । সীমান্তরক্ষী বাহিনীর আট জওয়ান শূণ্যে 24 রাউন্ড গুলি চালিয়ে শ্রদ্ধা জানান শহিদকে । এরপর ঋষিকেশের পূর্ণনন্দ ঘাটে বিলীন হয় রাকেশ ডোভালের পার্থিব দেহ ।

শহিদ জওয়ানের কন্যা নিতি দোভালও তার বাবার মতো সাহসী । জানান, তিনি অবশ্যই শত্রুদের বিরুদ্ধে লড়াই করবেন । রাকেশ ডোভাল তাঁর মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য দায়িত্ব পালন করে গেছেন।গুলিবিদ্ধ হওয়ার পরও শেষ পর্যন্ত লড়ে গেছিলেন তিনি ।

ঋষিকেশ, 16 নভেম্বর : সম্প্রতি জম্মু কাশ্মীরের বারামুলায় পাকিস্তানের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছিলেন জওয়ান রাকেশ ডোভাল । আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী অরবিন্দ পান্ডে, বিধানসভার অধ্যক্ষ প্রেমচন্দ আগরওয়াল । শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ । পাকিস্তান বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আমজনতা ।

জওয়ানের দেহ তাঁর বাড়ি থেকে পূর্ণনন্দ ঘাটে নিয়ে যাওয়া হয় । হাজার হাজার মানুষের ভিড় ছিল সেখানে । চারিদিকে শুধু কান্না আর ক্রোধ । স্লোগান উঠল পাকিস্তান মুর্দাবাদ । কফিনবন্দী দেহকে ঘিরে স্লোগান স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক । শ্রদ্ধা জানাতে এলাকার সমস্ত দোকানও বন্ধ রেখেছিলেন দোকানিরা ।

Jawan Rakesh Doval
শহিদ রাকেশ ডোভালকে গান স্যালুট

গান স্যালুটে বিদায় জানানো হয় শহিদ রাকেশ ডোভালকে । সীমান্তরক্ষী বাহিনীর আট জওয়ান শূণ্যে 24 রাউন্ড গুলি চালিয়ে শ্রদ্ধা জানান শহিদকে । এরপর ঋষিকেশের পূর্ণনন্দ ঘাটে বিলীন হয় রাকেশ ডোভালের পার্থিব দেহ ।

শহিদ জওয়ানের কন্যা নিতি দোভালও তার বাবার মতো সাহসী । জানান, তিনি অবশ্যই শত্রুদের বিরুদ্ধে লড়াই করবেন । রাকেশ ডোভাল তাঁর মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য দায়িত্ব পালন করে গেছেন।গুলিবিদ্ধ হওয়ার পরও শেষ পর্যন্ত লড়ে গেছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.