ETV Bharat / bharat

ফাঁসি রোখার শেষ চেষ্টা ব্যর্থ, মৃত্যুদণ্ড বহাল রইল নির্ভয়ার অপরাধীদের - নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত চার আসামির ফাঁসি

এর আগে তিনবার নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি পিছিয়ে গিয়েছিল ৷ দিন দুয়েক আগে চার দোষীর মধ্যে তিনজন ট্রায়াল কোর্টে ফাঁসি স্থগিত রাখার আবেদন জানায় ৷ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ হয়ে যায় ৷

nirvaya
নির্ভয়া
author img

By

Published : Mar 20, 2020, 2:06 AM IST

Updated : Mar 20, 2020, 4:47 AM IST

দিল্লি, 20 মার্চ: শেষবার ফাঁসি রোখার মরিয়া চেষ্টা ৷ যদিও সেই প্রয়াস জলে গিয়েছে ৷ বৃহস্পতিবার বিকেলে দিল্লি হাইকোর্টে সাজা স্থগিত রাখার আবেদন করে নির্ভয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত চার ফাঁসির আসামীর মধ্যে তিনজন ৷ তবে সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে ৷ অর্থাৎ, রাত পোহালেই ফাঁসি হচ্ছে নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চারজনের ৷

বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টে নির্ভয়াকাণ্ডে তিন সাজাপ্রাপ্ত দোষীর হয়ে আবেদন করেন আইনজীবী এপি সিং ৷ রাতেই শুরু হয় শুনানি ৷ যদিও সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এমনকী গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মনমোহন ৷ ক্ষুব্ধ বিচারক দোষীদের আইনজীবী এপি সিংকে প্রশ্ন করেন, "এই আবেদন দাখিল করার আগে আপনি অনুমতি নিয়েছিলেন? অ্যানেক্সচার নেই, পার্টির মেমো নেই, এফিডেভিট নেই ৷ এমন আবেদনের কোনও মানে হয় না ৷" প্রশ্নের জবাবে আইনজীবী এপি সিং বলেন, কোরোনাভাইরাসের জন্য নথির ফেটোকপি করা সম্ভব হয়নি ৷ পালটা জবাবে হাইকোর্টের বিচারপতি মনমোহন বলেন, "কোর্ট তাহলে কীভাবে খোলা রয়েছে ৷ আপনি আজ তিনটি কোর্টে ছিলেন ৷ ফোটোকপি করার সুযোগ ছিল না তা বলতে পারেন না ৷ এই রাত দশটার সময় আপনার বক্তব্য শোনার জন্যই আমরা উপস্থিত হয়েছি ৷" এরপর আবেদন খারিজ করে তিনি বলেন, "সুপ্রিম কোর্ট আপনাদের আবেদন খারিজ করেছে ৷ আমরা কি সুপ্রিম কোর্টের রায় নাকচ করতে পারি?" এরপর ফাঁসি বহাল রাখার নির্দেশ দেন তিনি ৷

এর আগে তিন তিনবার নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি পিছিয়ে গিয়েছিল ৷ দিন দুয়েক আগে চার দোষীর মধ্যে তিনজন ট্রায়াল কোর্টে ফাঁসি স্থগিত রাখার আবেদন জানায় ৷ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এদিন ফাঁসি রোখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হল অপরাধীরা ৷

দিল্লি, 20 মার্চ: শেষবার ফাঁসি রোখার মরিয়া চেষ্টা ৷ যদিও সেই প্রয়াস জলে গিয়েছে ৷ বৃহস্পতিবার বিকেলে দিল্লি হাইকোর্টে সাজা স্থগিত রাখার আবেদন করে নির্ভয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত চার ফাঁসির আসামীর মধ্যে তিনজন ৷ তবে সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে ৷ অর্থাৎ, রাত পোহালেই ফাঁসি হচ্ছে নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চারজনের ৷

বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টে নির্ভয়াকাণ্ডে তিন সাজাপ্রাপ্ত দোষীর হয়ে আবেদন করেন আইনজীবী এপি সিং ৷ রাতেই শুরু হয় শুনানি ৷ যদিও সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এমনকী গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মনমোহন ৷ ক্ষুব্ধ বিচারক দোষীদের আইনজীবী এপি সিংকে প্রশ্ন করেন, "এই আবেদন দাখিল করার আগে আপনি অনুমতি নিয়েছিলেন? অ্যানেক্সচার নেই, পার্টির মেমো নেই, এফিডেভিট নেই ৷ এমন আবেদনের কোনও মানে হয় না ৷" প্রশ্নের জবাবে আইনজীবী এপি সিং বলেন, কোরোনাভাইরাসের জন্য নথির ফেটোকপি করা সম্ভব হয়নি ৷ পালটা জবাবে হাইকোর্টের বিচারপতি মনমোহন বলেন, "কোর্ট তাহলে কীভাবে খোলা রয়েছে ৷ আপনি আজ তিনটি কোর্টে ছিলেন ৷ ফোটোকপি করার সুযোগ ছিল না তা বলতে পারেন না ৷ এই রাত দশটার সময় আপনার বক্তব্য শোনার জন্যই আমরা উপস্থিত হয়েছি ৷" এরপর আবেদন খারিজ করে তিনি বলেন, "সুপ্রিম কোর্ট আপনাদের আবেদন খারিজ করেছে ৷ আমরা কি সুপ্রিম কোর্টের রায় নাকচ করতে পারি?" এরপর ফাঁসি বহাল রাখার নির্দেশ দেন তিনি ৷

এর আগে তিন তিনবার নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি পিছিয়ে গিয়েছিল ৷ দিন দুয়েক আগে চার দোষীর মধ্যে তিনজন ট্রায়াল কোর্টে ফাঁসি স্থগিত রাখার আবেদন জানায় ৷ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এদিন ফাঁসি রোখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হল অপরাধীরা ৷

Last Updated : Mar 20, 2020, 4:47 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.