শ্রীহরিকোটা, 4 সেপ্টেম্বর : সফলভাবে দ্বিতীয় ডি-অর্বিটিং সম্পন্ন করল চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হওয়া ল্যান্ডার । ভারতীয় সময়ে আজ ভোর 3.42 মিনিটে এই ডি-অর্বিটিং সম্পন্ন হয় । পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে 9 সেকেন্ড । এই ডি-অর্বিটিং সম্পন্ন হওয়ার ফলে চাঁদের আরও কাছে পৌঁছে গেল চন্দ্রযান-2 ।
সোমবার দুপুর 1টা 15 মিনিটে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-2 থেকে সফল ভাবে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম । ISRO-র তরফ থেকে টুইট করে এই তথ্য জানানো হয় ।
22 জুলাই শ্রীহরিকোটায় ISRO-র সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-2 । তার 40 দিনের মাথায় সোমবার চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম । আর আজ ডি-অর্বিটিং সম্পন্ন হওয়ার পর চাঁদের আরও কাছে পৌঁছে গেল ল্যান্ডার বিক্রম ।