ETV Bharat / bharat

কাশ্মীরে ফের গুলি পাকিস্তানের, শহিদ এক ভারতীয় জওয়ান - পাকিস্তান

সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণ রেখায় গুলি পাকিস্তানের । শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান । তাঁর নাম ল্যান্স নায়েক সন্দীপ থাপা ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 17, 2019, 1:28 PM IST

Updated : Aug 17, 2019, 7:05 PM IST

শ্রীনগর, 17 অগাস্ট : সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণ রেখায় গুলি পাকিস্তানের । শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান । নাম সন্দীপ থাপা । আজ সকাল থেকে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও । এখনও চলছে গুলি বিনিময় ।

ভারতীয় সেনার মুখপাত্র জানিয়েছেন, ল্যান্স নায়েক সন্দীপ থাপা দেরাদুনের বাসিন্দা । পাকিস্তানের ছোঁড়া গুলি লেগে তিনি গুরুতর আহত হন । পরে তাঁর মৃত্যু হয় ।

Ceasefire
রাজৌরির নৌসেরা সেক্টরে চলছে গোলাগুলি (ছবি সৌজন্যে : ANI)

তিনি আরও জানান, সকাল সাড়ে ছটা থেকে পাকিস্তানের সেনারা গুলিবর্ষণ শুরু করে ।

শ্রীনগর, 17 অগাস্ট : সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণ রেখায় গুলি পাকিস্তানের । শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান । নাম সন্দীপ থাপা । আজ সকাল থেকে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও । এখনও চলছে গুলি বিনিময় ।

ভারতীয় সেনার মুখপাত্র জানিয়েছেন, ল্যান্স নায়েক সন্দীপ থাপা দেরাদুনের বাসিন্দা । পাকিস্তানের ছোঁড়া গুলি লেগে তিনি গুরুতর আহত হন । পরে তাঁর মৃত্যু হয় ।

Ceasefire
রাজৌরির নৌসেরা সেক্টরে চলছে গোলাগুলি (ছবি সৌজন্যে : ANI)

তিনি আরও জানান, সকাল সাড়ে ছটা থেকে পাকিস্তানের সেনারা গুলিবর্ষণ শুরু করে ।

Mandi (HP), Aug 17 (ANI): A landslide occurred in Gohar village of Chachyot Tehsil in Mandi district on August 16. Heavy debris from mountain came to the road. The traffic movement was stopped at the right time and hence, no one was injured in the landslide.
Last Updated : Aug 17, 2019, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.