ETV Bharat / bharat

এই রায়ে আমার ও BJP-র বিশ্বাস প্রতিষ্ঠিত : আদবানি - Lal Krishna Advani reactions on Babri Masjid case

দীর্ঘ 28 বছরের অবসানের পর আজ লখনউয়ের CBI বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণা করে বিচারক সুরেন্দ্রকুমার যাদব । লালকৃষ্ণ আদবানি , উমা ভারতী-সহ 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয় ।

Lal Krishna Advani
লালকৃষ্ণ আদবানি
author img

By

Published : Sep 30, 2020, 1:45 PM IST

Updated : Sep 30, 2020, 2:13 PM IST

লখনউ , 30 সেপ্টেম্বর : বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায়কে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই । এই রায়ে আমার ব্যক্তিগত ও BJP-র বিশ্বাস এবং রাম জন্মভূমি আন্দোলনের অঙ্গীকার প্রতিষ্ঠিত । আজ লখনউয়ে CBI-এর বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণার পর এই মন্তব্য করলেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি ।

দীর্ঘ 28 বছর পর আজ লখনউয়ে CBI-এর বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণা করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব । এই রায়ে লালকৃষ্ণ আদবানি , উমা ভারতী-সহ 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয় । রায়কে স্বাগত জানিয়ে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে BJP-র তরফ থেকে । রাজনাথ সিং টুইটারে লেখেন , "32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে । এর থেকে এটাই প্রমাণ হয় যে , যতই দেরি হোক না কেন ন্যায় বিচার হয়েছে । "

অন্যতম অভিযুক্ত মুরলী মনোহর যোশীও মামলার রায়ে খুশি । তিনি বলেন , " এটা আদালতের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত । ডিসেম্বরের ঘটনায় যে কোনও ষড়যন্ত্র করা হয়নি , এই বিচারই তার প্রমাণ । আমাদের কর্মসূচি এবং সমাবেশগুলি কোনও ষড়যন্ত্রের অংশ ছিল না । আমরা খুশি । সকলের এখন রামমন্দিরের নির্মাণ সম্পর্কে উচ্ছ্বসিত হওয়া উচিত । "

এই মামলা নিয়ে প্রতিক্রিয়া দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও । কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন , "এটি প্রমাণ করে যে , তৎকালীন কংগ্রেস সরকার সাধু , BJP নেতা, VHP কর্মকর্তাদের ভুয়ো মামলায় ফাঁসিয়েছে । শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য । এই ষড়যন্ত্রে দায়ীদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত । "

টুইট করেন BJP নেতা সুশীল কুমার মোদিও । তিনি লেখেন , "আমি ডিসেম্বরের পুরো ঘটনার সাক্ষ্মী ছিলাম । এটি ছিল স্বতঃস্ফূর্ত । কোনও ষড়যন্ত্র নয় । আমি মঞ্চ থেকে সভাটি পরিচালনা করছিলাম । তখন আমি অবাক হয়ে করসেবকদের বাবরিতে উঠতে দেখেছিলাম । আদবানিজিও অসন্তুষ্ট ছিলেন । "

1992 সালের 6 ডিসেম্বর করসেবকরা বাবরি মসজিদ কাঠামোটি ভেঙে ফেলেন । তাঁদের দাবি, এই জায়গাটিতে রাম জন্মভূমি ছিল । প্রাচীন মন্দির ধ্বংস করার পর সেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে দাবি করেন তাঁরা । অভিযোগ, এর নেতৃত্ব দিয়েছিলেন লালকৃষ্ণ আদবানি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, BJP নেতা এম এম যোশী, উমা ভারতী এবং বিনয় কাটিয়ার । শুরু হয় মামলা । দীর্ঘদিন মামলা চলতে থাকে । 2017 সালের 19 এপ্রিল সুপ্রিম কোর্ট বিশেষ বিচারককে নির্দেশ দেন, আগামী দু'বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার । এবছরের মে মাসের 8 তারিখ শীর্ষ আদালতের তরফে নতুন নির্দেশ দেওয়া হয় যাতে অগাস্ট মাসের 31 তারিখের মধ্যে মামলাটির রায় বের করে দেওয়া হয় । অবশেষে , আজ তার রায় ঘোষণা করল CBI-এর বিশেষ আদালত । আদালতের পর্যবেক্ষণ, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না ।

লখনউ , 30 সেপ্টেম্বর : বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায়কে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই । এই রায়ে আমার ব্যক্তিগত ও BJP-র বিশ্বাস এবং রাম জন্মভূমি আন্দোলনের অঙ্গীকার প্রতিষ্ঠিত । আজ লখনউয়ে CBI-এর বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণার পর এই মন্তব্য করলেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি ।

দীর্ঘ 28 বছর পর আজ লখনউয়ে CBI-এর বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণা করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব । এই রায়ে লালকৃষ্ণ আদবানি , উমা ভারতী-সহ 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয় । রায়কে স্বাগত জানিয়ে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে BJP-র তরফ থেকে । রাজনাথ সিং টুইটারে লেখেন , "32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে । এর থেকে এটাই প্রমাণ হয় যে , যতই দেরি হোক না কেন ন্যায় বিচার হয়েছে । "

অন্যতম অভিযুক্ত মুরলী মনোহর যোশীও মামলার রায়ে খুশি । তিনি বলেন , " এটা আদালতের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত । ডিসেম্বরের ঘটনায় যে কোনও ষড়যন্ত্র করা হয়নি , এই বিচারই তার প্রমাণ । আমাদের কর্মসূচি এবং সমাবেশগুলি কোনও ষড়যন্ত্রের অংশ ছিল না । আমরা খুশি । সকলের এখন রামমন্দিরের নির্মাণ সম্পর্কে উচ্ছ্বসিত হওয়া উচিত । "

এই মামলা নিয়ে প্রতিক্রিয়া দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও । কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন , "এটি প্রমাণ করে যে , তৎকালীন কংগ্রেস সরকার সাধু , BJP নেতা, VHP কর্মকর্তাদের ভুয়ো মামলায় ফাঁসিয়েছে । শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য । এই ষড়যন্ত্রে দায়ীদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত । "

টুইট করেন BJP নেতা সুশীল কুমার মোদিও । তিনি লেখেন , "আমি ডিসেম্বরের পুরো ঘটনার সাক্ষ্মী ছিলাম । এটি ছিল স্বতঃস্ফূর্ত । কোনও ষড়যন্ত্র নয় । আমি মঞ্চ থেকে সভাটি পরিচালনা করছিলাম । তখন আমি অবাক হয়ে করসেবকদের বাবরিতে উঠতে দেখেছিলাম । আদবানিজিও অসন্তুষ্ট ছিলেন । "

1992 সালের 6 ডিসেম্বর করসেবকরা বাবরি মসজিদ কাঠামোটি ভেঙে ফেলেন । তাঁদের দাবি, এই জায়গাটিতে রাম জন্মভূমি ছিল । প্রাচীন মন্দির ধ্বংস করার পর সেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে দাবি করেন তাঁরা । অভিযোগ, এর নেতৃত্ব দিয়েছিলেন লালকৃষ্ণ আদবানি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, BJP নেতা এম এম যোশী, উমা ভারতী এবং বিনয় কাটিয়ার । শুরু হয় মামলা । দীর্ঘদিন মামলা চলতে থাকে । 2017 সালের 19 এপ্রিল সুপ্রিম কোর্ট বিশেষ বিচারককে নির্দেশ দেন, আগামী দু'বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার । এবছরের মে মাসের 8 তারিখ শীর্ষ আদালতের তরফে নতুন নির্দেশ দেওয়া হয় যাতে অগাস্ট মাসের 31 তারিখের মধ্যে মামলাটির রায় বের করে দেওয়া হয় । অবশেষে , আজ তার রায় ঘোষণা করল CBI-এর বিশেষ আদালত । আদালতের পর্যবেক্ষণ, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না ।

Last Updated : Sep 30, 2020, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.