দিল্লি, 20 সেপ্টেম্বর : বিগত তিন সপ্তাহে ভারতীয় সেনা পূর্ব লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ছয়টি গুরুত্বপূর্ণ উচ্চ পার্বত্য এলাকা নিজেদের দখলে নিয়েছে । সেনা আধিকারিক সূ্ত্রে খবর, “29 অগাস্ট থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ছয়টি উঁচু এলাকা নিজেদের দখলে নিয়েছে ভারতীয় সেনা । এগুলির মধ্যে রয়েছে মগর হিল, গুরুং হিল, রেকেন লা, রেজ়াং লা, মোখপরি এবং ফিঙ্গার 4-এর নিকটবর্তী একটি উঁচু পাহাড়ি এলাকা ।”
এই উঁচু এলাকাগুলি চিনের সেনার আগেই নিজেদের দখলে নিয়ে নেয় ভারতীয় সেনা । সেনা সূত্রে খবর, এখন এই এলাকগুলি নিজেদের দখলে থাকার কারণে ভারত চিনের থেকে অনেকটাই সুবিধাজনক অবস্থায় থাকবে ।
চিনা সেনাও ওই এলাকাগুলি দখল করার চেষ্টায় ছিল । কিন্তু ভারতীয় জওয়ানরা চিনের সেই চেষ্টা ব্যর্থ করে । ওই এলাকার দখল নেওয়ার চেষ্টায় কমপক্ষে তিনবার শূন্যে গুলি চালানো হয় । যে ছয়টি এলাকা ভারতীয় জওয়ানরা নিজেদের দখলে করেছে, সেগুলি প্রকৃত নিয়ন্ত্রণরেখার ভারতীয় সীমান্তের ভিতরেই । এদিকে ভারতীয় জওয়ানরা ওই এলাকা নিজেদের দখলে নেওয়ার পর চিনা সেনা রেজ়াং লা ও রাচেন লা-র কাছে আরও হাজার তিনেক বাড়তি জওয়ান মোতায়েন করেছে বলে সূ্ত্রের খবর ।
চিনের আগ্রাসী মনোভাবের জন্য ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আরও বেশি সজাগ হয়েছে । জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানের তত্ত্বাবধানে অভিযান চালাচ্ছে সেনা ।
আরও পড়ুন : অগাস্টের শেষেও লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই লাদাখে!
প্রসঙ্গত, অগাস্টের 29 থেকে 31 তারিখের মধ্যে ভারতীয় বাহিনী ও চিনা সেনার মধ্যে গুলি বিনিময় হয়েছিল বলে জানা গেছে । সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে । সূত্রের খবর, লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ দিকে সংঘর্ষ হয়েছিল ।
লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ দিকে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছিল ভারতীয় সেনা । এরপরেই উত্তর দিকে লাল ফৌজের গতিবিধি নজরে আসে । সেপ্টেম্বরের 8 তারিখ ভারতীয় সীমানার কাছাকাছি চলে এসেছিল লাল ফৌজ । সূত্রের খবর, এরপরই সীমান্তে ভারতীয় সেনার নজরদারি বাড়াতে থাকে ।