মুম্বই, 31 জুলাই : কোরোনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হল 'গোপনাঙ্গের সোয়াব' ! জানানো হল, সঠিক রিপোর্টের জন্য না কি এই সোয়াব সংগ্রহ আবশ্যক । সরকারি হাসপাতালের ল্যাব-টেকনিশিয়ান বুঝিয়েছিল যুবতিকে । পরবর্তীতে 23 বছর বয়সি ওই যুবতি ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।
ওই যুবতি একটি শপিং মলে কর্মরত । তাঁর এক সহকর্মী সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন । এরপর তাঁর সঙ্গে আরও 20 জন কোরোনা পরীক্ষার উদ্যোগ নেন । মুম্বইয়ের একটি সরকারি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার টেস্টিং ল্যাবে কোরোনা পরীক্ষার জন্য যান ।
এত পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, বিপত্তি ঘটে এরপরই । যুবতির কাছে আসে দ্বিতীয় ফোন । আলপেশ এ দেশমুখ নামে ওই যুবক ফোন করে । যুবতিকে ফোন করে জানানো হয়, তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে । একদম সঠিক রিপোর্টের জন্য এইবার তাঁর গোপনাঙ্গের সোয়াব পরীক্ষা করতে হবে । যুবতি প্রশ্ন করেন, অন্য কোনও মহিলাকেও কি একই পরীক্ষা করতে হবে ? টেকনিশিয়ন জানায়, না ।
দ্বিতীয়বার পরীক্ষার জন্য যান যুবতি । অভিযুক্ত ওই যুবক তাঁর গোপনাঙ্গের সোয়াব সংগ্রহ করে । এবং জানায়, তাঁর রিপোর্ট নেগেটিভ । বিষয়টি ঠিক লাগেনি ওই যুবতির । সন্দেহ তৈরি হয় । তাঁর ভাইকে সম্পূর্ণ বিষয়টি জানান । চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন ওই যুবতির ভাই । চিকিৎসক জানান, COVID-19 পরীক্ষার জন্য ভ্যাজাইনাল সোয়াব পরীক্ষা করা হয় না । পুলিশে সম্পূর্ণ বিষয়টি জানান যুবতি । অভিযোগ দায়ের করেন । ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।