ETV Bharat / bharat

"যাত্রীদের নেগেটিভ রিপোর্ট ছিল", চিনকে জবাব এয়ার ইন্ডিয়ার

author img

By

Published : Nov 3, 2020, 7:22 AM IST

"বন্দে ভারত মিশন"-এ ভারত থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে উহান পৌঁছান যাত্রীরা । শুক্রবার সেখানে তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে বলে দাবি করে চিন ।

Air India
Air India

দিল্লি, 3 নভেম্বর : সম্প্রতি উহানে আসা 19 ভারতীয় যাত্রী কোরোনা পজ়িটিভ বলে জানিয়েছিল চিন । তাদের সেই রিপোর্টেই প্রতিক্রিয়া জানাল এয়ার ইন্ডিয়া । AI জানায়, বিমানে চড়ার আগে প্রত্যেক যাত্রীর রিপোর্ট নেগেটিভ ছিল । এয়ার ইন্ডিয়া সমস্ত কোরোনা বিধি মেনে চলে ।

"বন্দে ভারত মিশন"-এ ভারত থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে উহান পৌঁছান যাত্রীরা । শুক্রবার সেখানে তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে বলে দাবি করে চিন ।

এরপরই এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে জানানো হয়, "যে যাত্রীরা ওই বিমানে ছিলেন তাঁদের নির্দিষ্ট ল্যাবের কোরোনা নেগেটিভ রিপোর্ট ছিল । এয়ার ইন্ডিয়া কঠোরভাবে সমস্ত কোরোনা বিধি মেনে চলে । সেক্ষেত্রে সঠিক কোরোনা রিপোর্ট ছাড়া বিমানে ওঠার প্রশ্নই ওঠে না । "

নিয়ম অনুযায়ী, বিমানে ওঠার আগে যাত্রীদের দু'বার কোরোনা পরীক্ষার প্রয়োজন আছে । রিপোর্ট অনুযায়ী, 58 জন যাত্রীকেই কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে । কারণ চিনা প্রশাসন মনে করছে, বাকি 39জন যাত্রী উপসর্গহীন । তাঁরাও অসুস্থ হতে পারেন ।

লকডাউনের জন্য মার্চ থেকে বন্ধ হয় অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা । মে মাসে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক বিমানে লাগু রয়েছে কিছু নিষেধাজ্ঞা । তবে লকডাউনের মধ্যেই বন্দে ভারত মিশন শুরু করে কেন্দ্র । বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়া হয় । বন্দে ভারত মিশনে ভারত থেকে চিনেও বিমান পরিষেবা চালু হয়েছে । শুক্রবারের উড়ানটি চিনের ষষ্ঠ বিমান ছিল । উহানে প্রথম ভারতের বিমান ।

দিল্লি, 3 নভেম্বর : সম্প্রতি উহানে আসা 19 ভারতীয় যাত্রী কোরোনা পজ়িটিভ বলে জানিয়েছিল চিন । তাদের সেই রিপোর্টেই প্রতিক্রিয়া জানাল এয়ার ইন্ডিয়া । AI জানায়, বিমানে চড়ার আগে প্রত্যেক যাত্রীর রিপোর্ট নেগেটিভ ছিল । এয়ার ইন্ডিয়া সমস্ত কোরোনা বিধি মেনে চলে ।

"বন্দে ভারত মিশন"-এ ভারত থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে উহান পৌঁছান যাত্রীরা । শুক্রবার সেখানে তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে বলে দাবি করে চিন ।

এরপরই এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে জানানো হয়, "যে যাত্রীরা ওই বিমানে ছিলেন তাঁদের নির্দিষ্ট ল্যাবের কোরোনা নেগেটিভ রিপোর্ট ছিল । এয়ার ইন্ডিয়া কঠোরভাবে সমস্ত কোরোনা বিধি মেনে চলে । সেক্ষেত্রে সঠিক কোরোনা রিপোর্ট ছাড়া বিমানে ওঠার প্রশ্নই ওঠে না । "

নিয়ম অনুযায়ী, বিমানে ওঠার আগে যাত্রীদের দু'বার কোরোনা পরীক্ষার প্রয়োজন আছে । রিপোর্ট অনুযায়ী, 58 জন যাত্রীকেই কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে । কারণ চিনা প্রশাসন মনে করছে, বাকি 39জন যাত্রী উপসর্গহীন । তাঁরাও অসুস্থ হতে পারেন ।

লকডাউনের জন্য মার্চ থেকে বন্ধ হয় অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা । মে মাসে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক বিমানে লাগু রয়েছে কিছু নিষেধাজ্ঞা । তবে লকডাউনের মধ্যেই বন্দে ভারত মিশন শুরু করে কেন্দ্র । বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়া হয় । বন্দে ভারত মিশনে ভারত থেকে চিনেও বিমান পরিষেবা চালু হয়েছে । শুক্রবারের উড়ানটি চিনের ষষ্ঠ বিমান ছিল । উহানে প্রথম ভারতের বিমান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.