ETV Bharat / bharat

রাজনীতিতে ভুল করে এসেছিলাম, নিজেকে সরিয়ে নিতে চাই : কুমারস্বামী - jds

গতমাসে কর্নাটকে কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস-জনতা দল সেকুলার জোট সরকারের পতন হয়েছে । এরপরই আজ রাজনীতির প্রতি নিজের অনীহা প্রকাশ করেন কুমারস্বামী ।

রাজনীতিতে ভুল করে এসেছিলাম, নিজেকে সরিয়ে নিতে চাই : কুমারস্বামী
author img

By

Published : Aug 3, 2019, 9:45 PM IST

বেঙ্গালুরু, 3 অগাস্ট : "রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চাই ৷ রাজনীতিতে ভুল করে চলে এসেছিলাম ।" বক্তা সদ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ খোয়ানো এইচ ডি কুমারস্বামী । গতমাসে কর্নাটকে কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস-জনতা দল সেকুলার জোট সরকারের পতন হয়েছে । BJP-র জন্য মুখ্যমন্ত্রীর গদি হারিয়েছেন কুমারস্বামী । রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সেকারণেই রাজনীতিতে থাকার ইচ্ছে হারিয়েছেন কুমারস্বামী ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামী বলেন, "আমি ভাবছি রাজনীতি থেকে দূরে থাকব । আমি অপ্রত্যাশিত ভাবে মুখ্যমন্ত্রী হই । আমাকে ঈশ্বর দু'বার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছিলেন । আমি আমার পদে কাউকে তুষ্ট করার জন্য ছিলাম না । আমি রাজ্যের মানুষের হিতে কাজ করার চেষ্টা করেছি । আমি নিজের কাজে সন্তুষ্ট ।"

ঘোড়া কেনাবেচা, দুর্নীতি, অসহযোগিতাসহ একাধিক অভিযোগ তুলে কুমারস্বামীর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিলেন জোট সরকারের 15 জন বিধায়ক । পরে সেই দলে যোগ দেন আরও দুই নির্দল বিধায়ক । কর্নাটক ছেড়ে মুম্বইয়ে গিয়ে থাকতে শুরু করেন বিক্ষুব্ধ বিধায়করা । এর পরই শুরু হয় আস্থাভোট নিয়ে জল্পনা । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । অবশেষে আস্থা ভোটে পরাজিত হয় কুমারস্বামীর জোট সরকার । ম্যাজিক ফিগার 103 হলেও জোট সরকারের দখলে পড়ে মাত্র 99টি ভোট ।

এর আগে গতবছর কর্নাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ 224 আসনের মধ্যে দুটি আসনে ভোট স্থগিত ছিল ৷ BJP জিতেছিল 104টি আসনে । 78টি আসন ছিল কংগ্রেসের দখলে ৷ জনতা দল (সেকুলার) জিতেছিল 37টি আসনে ৷ একটি আসন পেয়েছিল মায়াবতীর BSP ৷ দুটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ তৃতীয় দল হিসেবে উঠে এসেও মুখ্যমন্ত্রিত্ব পায় JD(S)-এর কুমারস্বামী । তবে সেই মেয়াদ ছিল কয়েক মাসের । এরপরই আজ রাজনীতির প্রতি নিজের অনীহা প্রকাশ করেন তিনি ।

বেঙ্গালুরু, 3 অগাস্ট : "রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চাই ৷ রাজনীতিতে ভুল করে চলে এসেছিলাম ।" বক্তা সদ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ খোয়ানো এইচ ডি কুমারস্বামী । গতমাসে কর্নাটকে কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস-জনতা দল সেকুলার জোট সরকারের পতন হয়েছে । BJP-র জন্য মুখ্যমন্ত্রীর গদি হারিয়েছেন কুমারস্বামী । রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সেকারণেই রাজনীতিতে থাকার ইচ্ছে হারিয়েছেন কুমারস্বামী ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামী বলেন, "আমি ভাবছি রাজনীতি থেকে দূরে থাকব । আমি অপ্রত্যাশিত ভাবে মুখ্যমন্ত্রী হই । আমাকে ঈশ্বর দু'বার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছিলেন । আমি আমার পদে কাউকে তুষ্ট করার জন্য ছিলাম না । আমি রাজ্যের মানুষের হিতে কাজ করার চেষ্টা করেছি । আমি নিজের কাজে সন্তুষ্ট ।"

ঘোড়া কেনাবেচা, দুর্নীতি, অসহযোগিতাসহ একাধিক অভিযোগ তুলে কুমারস্বামীর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিলেন জোট সরকারের 15 জন বিধায়ক । পরে সেই দলে যোগ দেন আরও দুই নির্দল বিধায়ক । কর্নাটক ছেড়ে মুম্বইয়ে গিয়ে থাকতে শুরু করেন বিক্ষুব্ধ বিধায়করা । এর পরই শুরু হয় আস্থাভোট নিয়ে জল্পনা । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । অবশেষে আস্থা ভোটে পরাজিত হয় কুমারস্বামীর জোট সরকার । ম্যাজিক ফিগার 103 হলেও জোট সরকারের দখলে পড়ে মাত্র 99টি ভোট ।

এর আগে গতবছর কর্নাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ 224 আসনের মধ্যে দুটি আসনে ভোট স্থগিত ছিল ৷ BJP জিতেছিল 104টি আসনে । 78টি আসন ছিল কংগ্রেসের দখলে ৷ জনতা দল (সেকুলার) জিতেছিল 37টি আসনে ৷ একটি আসন পেয়েছিল মায়াবতীর BSP ৷ দুটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ তৃতীয় দল হিসেবে উঠে এসেও মুখ্যমন্ত্রিত্ব পায় JD(S)-এর কুমারস্বামী । তবে সেই মেয়াদ ছিল কয়েক মাসের । এরপরই আজ রাজনীতির প্রতি নিজের অনীহা প্রকাশ করেন তিনি ।

Nagpur (Maharashtra), Aug 03 (ANI): Maharashtra Chief Minister Devendra Fadnavis on Saturday toured Nagpur as part of his ongoing 'Maha Janadesh Yatra'. While addressing the gathering from the roof of the vehicle he said, "We have been very progressive in Vidarbha. We have done work to supply electricity to all the farmers. We have started 90 irrigation projects. We have worked for all fields, from roads to industry." The yatra was flagged off on August 01. The second leg of the campaign will begin from August 17 and will end on August 31. The yatra will cover 152 Assembly constituencies spread across 30 of 36 districts of the state.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.