হেগ, 17 জুলাই : 2016 সালের মার্চে RAW -র এজেন্ট সন্দেহে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তান । তারপর কেটে গেছে তিন বছর । এরই মধ্যে কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় পাকিস্তানের একটি সামরিক আদালত । কিন্তু, ভারত সেই রায়কে চ্যালেঞ্জ করে যায় আন্তর্জাতিক ন্যায় আদালতে(ICJ) । আজ সেই সেই মামলার রায় ঘোষণা করতে পারে আদালত । কিন্তু, তার আগে জেনে নেওয়া যাক কুলভূষণ মামলার প্রেক্ষাপট ।
একনজরে কুলভূষণ মামলা
- 25 মার্চ, 2016 : RAW-এর এজেন্ট সন্দেহে বালুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেপ্তার করে পাকিস্তান । তাদের বক্তব্য, তিনি ইরান থেকে না কি পাকিস্তানে ঢুকেছিলেন গুপ্তচরবৃত্তির জন্য । ভারত এই অভিযোগ অস্বীকার করে । ভারতের তরফে জানানো হয়, কুলভূষণ ব্যবসার প্রয়োজনে ইরানে গেছিলেন
- 11 এপ্রিল, 2017 : সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেয় ।
- 8 মে, 2017 : কুলভূষণের মুক্তির দাবিতে আন্তর্জাতিক ন্যায় আদালতে দ্বারস্থ হয় ভারত
- 15 মে, 2017 : আন্তর্জাতিক ন্যায় আদালতে শুরু হয় কুলভূষণ মামলার প্রথম শুনানি
- 18 মে, 2017 : পাকিস্তানের সামরিক আদালতের সাজার উপর স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত
- 25 ডিসেম্বর, 2017 : পাকিস্তানের জেলে গিয়ে কুলভূষণের সঙ্গে দেখা করেন তাঁর মা ও স্ত্রী
- 28 ডিসেম্বর, 2017 : কুলভূষণের সঙ্গে তাঁর স্ত্রী ও মায়ের সাক্ষাতের বিষয়টি সংসদে জানান তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
- 19 ফেব্রুয়ারি, 2019 : আন্তর্জাতিক ন্যায় আদালতে ফের শুরু হল কুলভূষণ মামলার শুনানি
- 17 জুলাই, 2019 : কুলভূষণ মামলায় রায় দিতে পারে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)
এই সংক্রান্ত খবর : কুলভূষণ মামলা: পাকিস্তানের ৫টি আবেদন খারিজ ICJ-র