ETV Bharat / bharat

কোন পথে কুলভূষণ মামলা - India

আজ কুলভূষণ মামলার রায় ঘোষণা করতে পারে আন্তর্জাতিক ন্যায় আদালত । জেনে নেওয়া যাক কুলভূষণ মামলার প্রেক্ষাপট ।

কুলভূষণ
author img

By

Published : Jul 17, 2019, 10:31 AM IST

Updated : Jul 17, 2019, 11:28 AM IST

হেগ, 17 জুলাই : 2016 সালের মার্চে RAW -র এজেন্ট সন্দেহে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তান । তারপর কেটে গেছে তিন বছর । এরই মধ্যে কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় পাকিস্তানের একটি সামরিক আদালত । কিন্তু, ভারত সেই রায়কে চ্যালেঞ্জ করে যায় আন্তর্জাতিক ন্যায় আদালতে(ICJ) । আজ সেই সেই মামলার রায় ঘোষণা করতে পারে আদালত । কিন্তু, তার আগে জেনে নেওয়া যাক কুলভূষণ মামলার প্রেক্ষাপট ।


একনজরে কুলভূষণ মামলা

  • 25 মার্চ, 2016 : RAW-এর এজেন্ট সন্দেহে বালুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেপ্তার করে পাকিস্তান । তাদের বক্তব্য, তিনি ইরান থেকে না কি পাকিস্তানে ঢুকেছিলেন গুপ্তচরবৃত্তির জন্য । ভারত এই অভিযোগ অস্বীকার করে । ভারতের তরফে জানানো হয়, কুলভূষণ ব্যবসার প্রয়োজনে ইরানে গেছিলেন
  • 11 এপ্রিল, 2017 : সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেয় ।
  • 8 মে, 2017 : কুলভূষণের মুক্তির দাবিতে আন্তর্জাতিক ন্যায় আদালতে দ্বারস্থ হয় ভারত
  • 15 মে, 2017 : আন্তর্জাতিক ন্যায় আদালতে শুরু হয় কুলভূষণ মামলার প্রথম শুনানি
  • 18 মে, 2017 : পাকিস্তানের সামরিক আদালতের সাজার উপর স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত
  • 25 ডিসেম্বর, 2017 : পাকিস্তানের জেলে গিয়ে কুলভূষণের সঙ্গে দেখা করেন তাঁর মা ও স্ত্রী
  • 28 ডিসেম্বর, 2017 : কুলভূষণের সঙ্গে তাঁর স্ত্রী ও মায়ের সাক্ষাতের বিষয়টি সংসদে জানান তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
  • 19 ফেব্রুয়ারি, 2019 : আন্তর্জাতিক ন্যায় আদালতে ফের শুরু হল কুলভূষণ মামলার শুনানি
  • 17 জুলাই, 2019 : কুলভূষণ মামলায় রায় দিতে পারে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)

এই সংক্রান্ত খবর : কুলভূষণ মামলা: পাকিস্তানের ৫টি আবেদন খারিজ ICJ-র

হেগ, 17 জুলাই : 2016 সালের মার্চে RAW -র এজেন্ট সন্দেহে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তান । তারপর কেটে গেছে তিন বছর । এরই মধ্যে কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় পাকিস্তানের একটি সামরিক আদালত । কিন্তু, ভারত সেই রায়কে চ্যালেঞ্জ করে যায় আন্তর্জাতিক ন্যায় আদালতে(ICJ) । আজ সেই সেই মামলার রায় ঘোষণা করতে পারে আদালত । কিন্তু, তার আগে জেনে নেওয়া যাক কুলভূষণ মামলার প্রেক্ষাপট ।


একনজরে কুলভূষণ মামলা

  • 25 মার্চ, 2016 : RAW-এর এজেন্ট সন্দেহে বালুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেপ্তার করে পাকিস্তান । তাদের বক্তব্য, তিনি ইরান থেকে না কি পাকিস্তানে ঢুকেছিলেন গুপ্তচরবৃত্তির জন্য । ভারত এই অভিযোগ অস্বীকার করে । ভারতের তরফে জানানো হয়, কুলভূষণ ব্যবসার প্রয়োজনে ইরানে গেছিলেন
  • 11 এপ্রিল, 2017 : সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেয় ।
  • 8 মে, 2017 : কুলভূষণের মুক্তির দাবিতে আন্তর্জাতিক ন্যায় আদালতে দ্বারস্থ হয় ভারত
  • 15 মে, 2017 : আন্তর্জাতিক ন্যায় আদালতে শুরু হয় কুলভূষণ মামলার প্রথম শুনানি
  • 18 মে, 2017 : পাকিস্তানের সামরিক আদালতের সাজার উপর স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত
  • 25 ডিসেম্বর, 2017 : পাকিস্তানের জেলে গিয়ে কুলভূষণের সঙ্গে দেখা করেন তাঁর মা ও স্ত্রী
  • 28 ডিসেম্বর, 2017 : কুলভূষণের সঙ্গে তাঁর স্ত্রী ও মায়ের সাক্ষাতের বিষয়টি সংসদে জানান তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
  • 19 ফেব্রুয়ারি, 2019 : আন্তর্জাতিক ন্যায় আদালতে ফের শুরু হল কুলভূষণ মামলার শুনানি
  • 17 জুলাই, 2019 : কুলভূষণ মামলায় রায় দিতে পারে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)

এই সংক্রান্ত খবর : কুলভূষণ মামলা: পাকিস্তানের ৫টি আবেদন খারিজ ICJ-র

Thiruvananthapuram (Kerala), Jul 17 (ANI): Members of Kerala Student Union sat on hunger strike in front of Secretariat on Tuesday. They demanded judicial probe on the malpractices in University exams. Seizure of answer sheets of the state civil services examinations from the house of a Student Federation of India (SFI) leader has led to a series of controversy. The same person is also accused of stabbing another SFI activist in a college in Thiruvananthapuram.
Last Updated : Jul 17, 2019, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.