ETV Bharat / bharat

প্লাস্টিক থেকে নতুন জিনিস বানাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রেডার মেশিন

author img

By

Published : Jan 19, 2020, 8:00 AM IST

প্লাস্টিকমুক্ত পরিবেশ তৈরি করতে ফের নয়া উদ্যোগ নিল KSCA । চিন্নাস্বামী স্টেডিয়ামে বসানো হল বোতল শ্রেডার মেশিন ।

Chinnaswamy
চিন্নাস্বামী স্টেডিয়াম

বেঙ্গালুরু (কর্নাটক) : সোলার পাওয়ার, সাব-এয়ার সিস্টেম এবং বায়ো-গ্যাসের মতো পরিবেশবান্ধব অনেক পদক্ষেপই এর আগে নিয়েছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) । পরিবেশ সচেতনতায় বৃহস্পতিবার আরও একটি উদ্যোগ নিল তারা । চিন্নাস্বামী স্টেডিয়ামে বসানো হল প্লাস্টিক বোতল শ্রেডার মেশিন ।

KSCA সভাপতি ও প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রজার বিনি শ্রেডিং মেশিনটির উদ্বোধন করেন । তিনি বলেন, "আমরা পরিবেশ সচেতনতায় আরও একটি উদ্যোগ নিয়েছি । আমরা ভবিষ্যতে প্লাস্টিক বোতলের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছি । কিন্তু যতদিন না তা হচ্ছে তার জন্য এই বোতল শ্রেডার মেশিনটি আনা হয়েছে । এই মেশিনের মাধ্যমে 85 শতাংশ প্লাস্টিক বর্জ্যের ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব ।"

চিন্নাস্বামী স্টেডিয়ামে বসানো হল শ্রেডার মেশিন

এই শ্রেডার মেশিনটি স্পনসর করেছে রিলায়েন্স সংস্থা । মেশিন স্টেডিয়ামে বসাতে KSCA -কে সাহায্য করেছে বায়োক্রাক্স ইন্ডিয়া । এই মেশিনটি প্রত্যেক বছর চার লাখ প্লাস্টিকের বোতল নষ্ট করতে সক্ষম । প্লাস্টিকের বোতলগুলি নষ্ট হওয়ার পর মেশিন থেকে যে অংশটি পাওয়া যাবে তার পুনর্ব্যবহার করে টুপি, সোয়েট শার্টস ও স্পোর্টস শু-এর মতো পণ্য তৈরি করা যাবে ।

ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ রাজ্যের কাছে উদাহরণ হয়ে উঠবে বলে মনে করছেন রজার বিনি । তিনি বলেন, "আমরা পরিবেশ স্বচ্ছ রাখার জন্য এই কাজগুলো করছি । আমরা প্রমাণ করতে চাই যে, ছোটো ছোটো এই উদ্যোগের মাধ্যমেই রাজ্যকেপরিষ্কার রাখা সম্ভব । এই উদ্যোগ শিশুদের মধ্যেও সচেতনতা তৈরি করবে ।" তাদের এই উদ্যোগ পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে বলে আশা করছে KSCA ।

বেঙ্গালুরু (কর্নাটক) : সোলার পাওয়ার, সাব-এয়ার সিস্টেম এবং বায়ো-গ্যাসের মতো পরিবেশবান্ধব অনেক পদক্ষেপই এর আগে নিয়েছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) । পরিবেশ সচেতনতায় বৃহস্পতিবার আরও একটি উদ্যোগ নিল তারা । চিন্নাস্বামী স্টেডিয়ামে বসানো হল প্লাস্টিক বোতল শ্রেডার মেশিন ।

KSCA সভাপতি ও প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রজার বিনি শ্রেডিং মেশিনটির উদ্বোধন করেন । তিনি বলেন, "আমরা পরিবেশ সচেতনতায় আরও একটি উদ্যোগ নিয়েছি । আমরা ভবিষ্যতে প্লাস্টিক বোতলের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছি । কিন্তু যতদিন না তা হচ্ছে তার জন্য এই বোতল শ্রেডার মেশিনটি আনা হয়েছে । এই মেশিনের মাধ্যমে 85 শতাংশ প্লাস্টিক বর্জ্যের ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব ।"

চিন্নাস্বামী স্টেডিয়ামে বসানো হল শ্রেডার মেশিন

এই শ্রেডার মেশিনটি স্পনসর করেছে রিলায়েন্স সংস্থা । মেশিন স্টেডিয়ামে বসাতে KSCA -কে সাহায্য করেছে বায়োক্রাক্স ইন্ডিয়া । এই মেশিনটি প্রত্যেক বছর চার লাখ প্লাস্টিকের বোতল নষ্ট করতে সক্ষম । প্লাস্টিকের বোতলগুলি নষ্ট হওয়ার পর মেশিন থেকে যে অংশটি পাওয়া যাবে তার পুনর্ব্যবহার করে টুপি, সোয়েট শার্টস ও স্পোর্টস শু-এর মতো পণ্য তৈরি করা যাবে ।

ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ রাজ্যের কাছে উদাহরণ হয়ে উঠবে বলে মনে করছেন রজার বিনি । তিনি বলেন, "আমরা পরিবেশ স্বচ্ছ রাখার জন্য এই কাজগুলো করছি । আমরা প্রমাণ করতে চাই যে, ছোটো ছোটো এই উদ্যোগের মাধ্যমেই রাজ্যকেপরিষ্কার রাখা সম্ভব । এই উদ্যোগ শিশুদের মধ্যেও সচেতনতা তৈরি করবে ।" তাদের এই উদ্যোগ পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে বলে আশা করছে KSCA ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.