অমৃতসর, 23 সেপ্টেম্বর : ড্রোনের সাহায্যে পাকিস্তান এদেশের জঙ্গিদের অস্ত্র সরবরাহ করছে । গতকাল নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠনের একটি ঘাঁটিতে হানা দেয় পুলিশ । গোয়েন্দা সূত্রে খবর, পঞ্জাব ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বড় মাপের হামলার চক্রান্ত করেছিল জঙ্গিরা । তাই ড্রোনের মাধ্যমে জঙ্গিদের কাছে পাকিস্তান থেকে অস্ত্র আসত বলে জানতে পেরেছে পুলিশ । পঞ্জাবের তারন তারন জেলা থেকে খালিস্তান জ়িন্দাবাদ ফোর্সের চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ । চলতি মাসের প্রথম দিকে তারন তারনে এক বিস্ফোরণের সঙ্গে তারা জড়িত বলে পুলিশের অনুমান । ধৃতদের একজন জার্মানির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ।
ধৃতদের কাছ থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে । যার মধ্যে আছে পাঁচটি AK-47 রাইফেল, পিস্তল, স্যাটেলাইট ফোন এবং হ্যান্ড গ্রেনেড । এছাড়া পাওয়া গিয়েছে 500 রাউন্ড গুলি ও 10 লাখ ভারতীয় টাকার জাল নোট । ISI ও পাকিস্তানের মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের সাহায্যে ড্রোনের মাধ্যমে এদেশে অস্ত্রগুলি পাচার করা হয়েছে বলে মনে করছে পঞ্জাব পুলিশের DG দিনকর গুপ্তা ।
এই ঘটনার তদন্তভার NIA-এর হাতে তুলে দেওয়া হয়েছে । এছাড়া পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাড়াতে ভারতীয় বায়ুসেনা ও BSF-এর কাছে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । এদিকে দেশে বেআইনি ভাবে ড্রোন আনার কয়েকটি চেষ্টা সম্প্রতি বিফল হয়েছে । অনেক ক্ষেত্রেই দেখা গেছে বিদেশ থেকে অনেকে ড্রোন কিনে এদেশে আনার চেষ্টা করেছে । বিমানবন্দরে নামার পর সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ড্রোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে । সমস্ত বাজেয়াপ্ত ড্রোন স্বররাষ্ট্রমন্ত্রক ও প্রতিরক্ষামন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র ।
কয়েকদিন আগেই সৌদি আরবের বৃহত্তম দুটি তেল শোধনাগারে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল । হামলার জেরে তেলের উৎপাদন অর্ধেকে নেমে আসে সেই দেশে । যার প্রভাব পড়ে বিশ্ববাজারে । এরপর থেকেই ড্রোন ব্যবহার করে হামলার বিষয়ে সতর্ক হয়েছে গোটা বিশ্ব । সেই সতর্কতার জেরেই বাজেয়াপ্ত করা ড্রোনগুলিকে কেন্দ্র পরীক্ষার জন্য চেয়ে পাঠিয়েছে বলে খবর ।
এর আগে 12 সেপ্টেম্বর জম্মুর কাঠুয়ায় অস্ত্র ভরতি ট্রাক আটক করে জম্মু ও কাশ্মীর পুলিশ । সেখান থেকে 6টি AK-47 রাইফেল উদ্ধারের পাশাপাশি তিন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । পঞ্জাবের বম্যাল এলাকা থেকে ট্রাকটি কাশ্মীর যাচ্ছিল । পঞ্জাব ও জম্মুর সীমান্তবর্তী লখনপুর এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চলার সময় আটক করা হয় ট্রাকটি ।