ETV Bharat / bharat

ড্রোনের সাহায্যে ভারতে জঙ্গিদের কাছে অস্ত্র পাঠিয়েছিল পাকিস্তান - Terrorist arrested

পঞ্জাবের তারন তারন জেলা থেকে খালিস্তান জ়িন্দাবাদ ফোর্সের চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ড্রোনের মাধ্যমে সেই জঙ্গিদের কাছে পাকিস্তান থেকে অস্ত্র আসত বলে জানতে পেরেছে পুলিশ ।

ড্রোনের সাহায্যে ভারতে জঙ্গিদের কাছে অস্ত্র পাঠিয়েছিল পাকিস্তান
author img

By

Published : Sep 23, 2019, 7:09 PM IST

অমৃতসর, 23 সেপ্টেম্বর : ড্রোনের সাহায্যে পাকিস্তান এদেশের জঙ্গিদের অস্ত্র সরবরাহ করছে । গতকাল নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠনের একটি ঘাঁটিতে হানা দেয় পুলিশ । গোয়েন্দা সূত্রে খবর, পঞ্জাব ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বড় মাপের হামলার চক্রান্ত করেছিল জঙ্গিরা । তাই ড্রোনের মাধ্যমে জঙ্গিদের কাছে পাকিস্তান থেকে অস্ত্র আসত বলে জানতে পেরেছে পুলিশ । পঞ্জাবের তারন তারন জেলা থেকে খালিস্তান জ়িন্দাবাদ ফোর্সের চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ । চলতি মাসের প্রথম দিকে তারন তারনে এক বিস্ফোরণের সঙ্গে তারা জড়িত বলে পুলিশের অনুমান । ধৃতদের একজন জার্মানির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ।

ধৃতদের কাছ থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে । যার মধ্যে আছে পাঁচটি AK-47 রাইফেল, পিস্তল, স্যাটেলাইট ফোন এবং হ্যান্ড গ্রেনেড । এছাড়া পাওয়া গিয়েছে 500 রাউন্ড গুলি ও 10 লাখ ভারতীয় টাকার জাল নোট । ISI ও পাকিস্তানের মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের সাহায্যে ড্রোনের মাধ্যমে এদেশে অস্ত্রগুলি পাচার করা হয়েছে বলে মনে করছে পঞ্জাব পুলিশের DG দিনকর গুপ্তা ।

এই ঘটনার তদন্তভার NIA-এর হাতে তুলে দেওয়া হয়েছে । এছাড়া পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাড়াতে ভারতীয় বায়ুসেনা ও BSF-এর কাছে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । এদিকে দেশে বেআইনি ভাবে ড্রোন আনার কয়েকটি চেষ্টা সম্প্রতি বিফল হয়েছে । অনেক ক্ষেত্রেই দেখা গেছে বিদেশ থেকে অনেকে ড্রোন কিনে এদেশে আনার চেষ্টা করেছে । বিমানবন্দরে নামার পর সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ড্রোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে । সমস্ত বাজেয়াপ্ত ড্রোন স্বররাষ্ট্রমন্ত্রক ও প্রতিরক্ষামন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র ।

কয়েকদিন আগেই সৌদি আরবের বৃহত্তম দুটি তেল শোধনাগারে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল । হামলার জেরে তেলের উৎপাদন অর্ধেকে নেমে আসে সেই দেশে । যার প্রভাব পড়ে বিশ্ববাজারে । এরপর থেকেই ড্রোন ব্যবহার করে হামলার বিষয়ে সতর্ক হয়েছে গোটা বিশ্ব । সেই সতর্কতার জেরেই বাজেয়াপ্ত করা ড্রোনগুলিকে কেন্দ্র পরীক্ষার জন্য চেয়ে পাঠিয়েছে বলে খবর ।

এর আগে 12 সেপ্টেম্বর জম্মুর কাঠুয়ায় অস্ত্র ভরতি ট্রাক আটক করে জম্মু ও কাশ্মীর পুলিশ । সেখান থেকে 6টি AK-47 রাইফেল উদ্ধারের পাশাপাশি তিন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । পঞ্জাবের বম্যাল এলাকা থেকে ট্রাকটি কাশ্মীর যাচ্ছিল । পঞ্জাব ও জম্মুর সীমান্তবর্তী লখনপুর এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চলার সময় আটক করা হয় ট্রাকটি ।

অমৃতসর, 23 সেপ্টেম্বর : ড্রোনের সাহায্যে পাকিস্তান এদেশের জঙ্গিদের অস্ত্র সরবরাহ করছে । গতকাল নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠনের একটি ঘাঁটিতে হানা দেয় পুলিশ । গোয়েন্দা সূত্রে খবর, পঞ্জাব ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বড় মাপের হামলার চক্রান্ত করেছিল জঙ্গিরা । তাই ড্রোনের মাধ্যমে জঙ্গিদের কাছে পাকিস্তান থেকে অস্ত্র আসত বলে জানতে পেরেছে পুলিশ । পঞ্জাবের তারন তারন জেলা থেকে খালিস্তান জ়িন্দাবাদ ফোর্সের চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ । চলতি মাসের প্রথম দিকে তারন তারনে এক বিস্ফোরণের সঙ্গে তারা জড়িত বলে পুলিশের অনুমান । ধৃতদের একজন জার্মানির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ।

ধৃতদের কাছ থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে । যার মধ্যে আছে পাঁচটি AK-47 রাইফেল, পিস্তল, স্যাটেলাইট ফোন এবং হ্যান্ড গ্রেনেড । এছাড়া পাওয়া গিয়েছে 500 রাউন্ড গুলি ও 10 লাখ ভারতীয় টাকার জাল নোট । ISI ও পাকিস্তানের মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের সাহায্যে ড্রোনের মাধ্যমে এদেশে অস্ত্রগুলি পাচার করা হয়েছে বলে মনে করছে পঞ্জাব পুলিশের DG দিনকর গুপ্তা ।

এই ঘটনার তদন্তভার NIA-এর হাতে তুলে দেওয়া হয়েছে । এছাড়া পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাড়াতে ভারতীয় বায়ুসেনা ও BSF-এর কাছে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । এদিকে দেশে বেআইনি ভাবে ড্রোন আনার কয়েকটি চেষ্টা সম্প্রতি বিফল হয়েছে । অনেক ক্ষেত্রেই দেখা গেছে বিদেশ থেকে অনেকে ড্রোন কিনে এদেশে আনার চেষ্টা করেছে । বিমানবন্দরে নামার পর সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ড্রোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে । সমস্ত বাজেয়াপ্ত ড্রোন স্বররাষ্ট্রমন্ত্রক ও প্রতিরক্ষামন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র ।

কয়েকদিন আগেই সৌদি আরবের বৃহত্তম দুটি তেল শোধনাগারে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল । হামলার জেরে তেলের উৎপাদন অর্ধেকে নেমে আসে সেই দেশে । যার প্রভাব পড়ে বিশ্ববাজারে । এরপর থেকেই ড্রোন ব্যবহার করে হামলার বিষয়ে সতর্ক হয়েছে গোটা বিশ্ব । সেই সতর্কতার জেরেই বাজেয়াপ্ত করা ড্রোনগুলিকে কেন্দ্র পরীক্ষার জন্য চেয়ে পাঠিয়েছে বলে খবর ।

এর আগে 12 সেপ্টেম্বর জম্মুর কাঠুয়ায় অস্ত্র ভরতি ট্রাক আটক করে জম্মু ও কাশ্মীর পুলিশ । সেখান থেকে 6টি AK-47 রাইফেল উদ্ধারের পাশাপাশি তিন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । পঞ্জাবের বম্যাল এলাকা থেকে ট্রাকটি কাশ্মীর যাচ্ছিল । পঞ্জাব ও জম্মুর সীমান্তবর্তী লখনপুর এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চলার সময় আটক করা হয় ট্রাকটি ।

Lucknow (UP), Sep 23 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on September 23 said that from 1947 to 2016, there were 12 government medical colleges in the state. "Our government has taken up construction of 15 new medical colleges and 2 AIIMS between 2016-19," he said.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.