ETV Bharat / bharat

মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত 10, আটকে অনেকে

মুম্বইয়ের ডোংরিতে ভেঙে পড়ল বহুতল । কমপক্ষে ৪০ জনের আটকে থাকার আশঙ্কা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 16, 2019, 12:56 PM IST

Updated : Jul 16, 2019, 9:02 PM IST

মুম্বই, 16 জুলাই : মুম্বইয়ের ডোংরিতে ভেঙে পড়ল বহুতল । মৃত 10 । কমপক্ষে 40 জনের আটকে থাকার আশঙ্কা । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । অতি ভারী বৃষ্টির জেরে বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে ।

বেশ কিছুদিন ধরেই মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে । বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন । এর আগে বৃষ্টিতে মুম্বইতে দেওয়াল ভেঙে একাধিক ব্যক্তির মৃত্যু হয় ।

আজ সকালে ডোংরির তান্দেল স্ট্রিটে কেশরবাই নামে ওই বহুতলটি ভেঙে পড়ে । ঘটনাস্থানে গেছে পুলিশ ও দমকল । এছাড়া ঘটনাস্থানে রয়েছে NDRF । উদ্ধারকাজ শুরু হয়েছে ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "প্রায় 100 বছরের পুরোনো ছিল বাড়িটি । 50-55 টি পরিবার ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা রয়েছে । আমাদের এখন একমাত্র লক্ষ্য দ্রুত সকলকে উদ্ধার করা । " ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • PM Narendra Modi: Collapse of a building in Mumbai’s Dongri is anguishing. My condolences to the families of those who lost their lives. I hope the injured recover soon. Maharashtra Government, NDRF and local authorities are working on rescue operations & assisting those in need. pic.twitter.com/DGd77ulof8

    — ANI (@ANI) July 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ বিষয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভি খে পাটিল বলেন, "যেখানে বাড়িটি ভেঙে পড়েছে সেখানে এলাকায় ঘিঞ্জি হওয়ায় উদ্ধারকাজে সময় লাগছে । 12 থেকে 13 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে । আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে । আর সরকার সবসময়ই এই ধরনের ঘটনায় সাহায্য করে থাকে । এক্ষেত্রেও বিষয়টি পর্যালোচনা করে অবশ্যই সকলের পাশে দাঁড়াবে সরকার । "

মুম্বই, 16 জুলাই : মুম্বইয়ের ডোংরিতে ভেঙে পড়ল বহুতল । মৃত 10 । কমপক্ষে 40 জনের আটকে থাকার আশঙ্কা । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । অতি ভারী বৃষ্টির জেরে বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে ।

বেশ কিছুদিন ধরেই মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে । বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন । এর আগে বৃষ্টিতে মুম্বইতে দেওয়াল ভেঙে একাধিক ব্যক্তির মৃত্যু হয় ।

আজ সকালে ডোংরির তান্দেল স্ট্রিটে কেশরবাই নামে ওই বহুতলটি ভেঙে পড়ে । ঘটনাস্থানে গেছে পুলিশ ও দমকল । এছাড়া ঘটনাস্থানে রয়েছে NDRF । উদ্ধারকাজ শুরু হয়েছে ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "প্রায় 100 বছরের পুরোনো ছিল বাড়িটি । 50-55 টি পরিবার ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা রয়েছে । আমাদের এখন একমাত্র লক্ষ্য দ্রুত সকলকে উদ্ধার করা । " ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • PM Narendra Modi: Collapse of a building in Mumbai’s Dongri is anguishing. My condolences to the families of those who lost their lives. I hope the injured recover soon. Maharashtra Government, NDRF and local authorities are working on rescue operations & assisting those in need. pic.twitter.com/DGd77ulof8

    — ANI (@ANI) July 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ বিষয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভি খে পাটিল বলেন, "যেখানে বাড়িটি ভেঙে পড়েছে সেখানে এলাকায় ঘিঞ্জি হওয়ায় উদ্ধারকাজে সময় লাগছে । 12 থেকে 13 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে । আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে । আর সরকার সবসময়ই এই ধরনের ঘটনায় সাহায্য করে থাকে । এক্ষেত্রেও বিষয়টি পর্যালোচনা করে অবশ্যই সকলের পাশে দাঁড়াবে সরকার । "

Srikakulam (Andhra Pradesh), July 16 (ANI): A woman died during a clash with another woman over filling up water from a public tap in Andhra Pradesh's Srikakulam on Monday. This incident took place in Sompeta town of Srikakulam district. The deceased, identified as Tatipudi Padma (38) was a resident of Palli Veedhi area in Sompeta. Narrating the incident, Sompeta Sub Inspector (SI), K Venkatesh said that Padma had an argument with another woman named Teppala Sundaramma over standing in queue for fetching water from a public tap installed at a nearby school. After a few minutes, the brawl turned intense and both women started manhandling each other with the vessels they were carrying to fetch water. During the clash, Padma met with severe injuries on chest and head. Later, she slipped and fell down on the road and died on the spot. A case against Sundaramma has been filed and probe in the matter is underway. While speaking to media, K Venkatesh said, "She got into a clash with another woman in the queue at the public tap. She suffered head and chest injuries, slipped and died on spot. Case is filed and investigation in this matter is on."

Last Updated : Jul 16, 2019, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.