মুম্বই, 16 জুলাই : মুম্বইয়ের ডোংরিতে ভেঙে পড়ল বহুতল । মৃত 10 । কমপক্ষে 40 জনের আটকে থাকার আশঙ্কা । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । অতি ভারী বৃষ্টির জেরে বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে ।
বেশ কিছুদিন ধরেই মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে । বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন । এর আগে বৃষ্টিতে মুম্বইতে দেওয়াল ভেঙে একাধিক ব্যক্তির মৃত্যু হয় ।
আজ সকালে ডোংরির তান্দেল স্ট্রিটে কেশরবাই নামে ওই বহুতলটি ভেঙে পড়ে । ঘটনাস্থানে গেছে পুলিশ ও দমকল । এছাড়া ঘটনাস্থানে রয়েছে NDRF । উদ্ধারকাজ শুরু হয়েছে ।
এবিষয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "প্রায় 100 বছরের পুরোনো ছিল বাড়িটি । 50-55 টি পরিবার ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা রয়েছে । আমাদের এখন একমাত্র লক্ষ্য দ্রুত সকলকে উদ্ধার করা । " ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
-
PM Narendra Modi: Collapse of a building in Mumbai’s Dongri is anguishing. My condolences to the families of those who lost their lives. I hope the injured recover soon. Maharashtra Government, NDRF and local authorities are working on rescue operations & assisting those in need. pic.twitter.com/DGd77ulof8
— ANI (@ANI) July 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM Narendra Modi: Collapse of a building in Mumbai’s Dongri is anguishing. My condolences to the families of those who lost their lives. I hope the injured recover soon. Maharashtra Government, NDRF and local authorities are working on rescue operations & assisting those in need. pic.twitter.com/DGd77ulof8
— ANI (@ANI) July 16, 2019PM Narendra Modi: Collapse of a building in Mumbai’s Dongri is anguishing. My condolences to the families of those who lost their lives. I hope the injured recover soon. Maharashtra Government, NDRF and local authorities are working on rescue operations & assisting those in need. pic.twitter.com/DGd77ulof8
— ANI (@ANI) July 16, 2019
এ বিষয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভি খে পাটিল বলেন, "যেখানে বাড়িটি ভেঙে পড়েছে সেখানে এলাকায় ঘিঞ্জি হওয়ায় উদ্ধারকাজে সময় লাগছে । 12 থেকে 13 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে । আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে । আর সরকার সবসময়ই এই ধরনের ঘটনায় সাহায্য করে থাকে । এক্ষেত্রেও বিষয়টি পর্যালোচনা করে অবশ্যই সকলের পাশে দাঁড়াবে সরকার । "