ETV Bharat / bharat

মাঞ্জেরিতে তৈরি হল কেরালার প্রথম প্লাজ়মা ব্যাঙ্ক - মাঞ্জেরি

কেরেলার মাঞ্জেরির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হল প্লাজ়মা ব্যাঙ্ক । প্লাজ়মা থেরাপির পর ইতিমধ্যেই দু'জন সুস্থ হয়েছে ।

Kerala
Kerala
author img

By

Published : Jul 13, 2020, 9:54 PM IST

মালাপ্পুরম, 13 জুলাই: কেরালায় প্রথম প্লাজ়মা ব্যাঙ্ক তৈরি হল মাঞ্জেরির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে । ইতিমধ্যে সেখান থেকে দুজন গুরুতর অসুস্থ কোরোনা রোগী প্লাজ়মা থেরাপির পর সুস্থ হয়েছেন। আরও দু'জনকে শিগগিরই ছেড়ে দেওয়া হবে।

নীলামপুরের বাসিন্দা দিল্লি পুলিশের আধিকারিক অজিত কুমারের প্লাজ়মা থেরাপি করা হয়েছিল । নিউমোনিয়া এবং সেপটিসেমিয়ায় পর সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন তিনি । গত শনিবার তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন । প্লাজ়মা দানকারী শাহুল হামেদ এবং আবদুল লতিফকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা । এছাড়াও আরও একজন প্লাজ়মা থেরাপির পর সুস্থ হয়েছেন ।

কেরালার প্রথম প্লাজমা ব্যাঙ্কে দাতাদের বিষয়ে বলতে গিয়ে মালাপ্পুরমের COVID-19 জেলা সমন্বয়কারী ডাঃ শিনাজ বাবু বলেন, “ব্যাঙ্কে স্বেচ্ছাসেবকদের দান করা 25টি প্লাজ়মা রয়েছে । এছাড়াও 200 জন তালিকায় রয়েছে যারা প্রয়োজনে অনুদান দেবে। ” প্লাজ়মা সংগ্রহের নিয়ম নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,"18 থেকে 50 বছর বয়সিদের কাছ থেকে প্রায় 200 মিলি প্লাজ়মা সংগ্রহ করা যায় । বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে প্লাজ়মাটি এক বছরের জন্য ব্যবহার করা যেতে পারে। "

মালাপ্পুরম, 13 জুলাই: কেরালায় প্রথম প্লাজ়মা ব্যাঙ্ক তৈরি হল মাঞ্জেরির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে । ইতিমধ্যে সেখান থেকে দুজন গুরুতর অসুস্থ কোরোনা রোগী প্লাজ়মা থেরাপির পর সুস্থ হয়েছেন। আরও দু'জনকে শিগগিরই ছেড়ে দেওয়া হবে।

নীলামপুরের বাসিন্দা দিল্লি পুলিশের আধিকারিক অজিত কুমারের প্লাজ়মা থেরাপি করা হয়েছিল । নিউমোনিয়া এবং সেপটিসেমিয়ায় পর সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন তিনি । গত শনিবার তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন । প্লাজ়মা দানকারী শাহুল হামেদ এবং আবদুল লতিফকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা । এছাড়াও আরও একজন প্লাজ়মা থেরাপির পর সুস্থ হয়েছেন ।

কেরালার প্রথম প্লাজমা ব্যাঙ্কে দাতাদের বিষয়ে বলতে গিয়ে মালাপ্পুরমের COVID-19 জেলা সমন্বয়কারী ডাঃ শিনাজ বাবু বলেন, “ব্যাঙ্কে স্বেচ্ছাসেবকদের দান করা 25টি প্লাজ়মা রয়েছে । এছাড়াও 200 জন তালিকায় রয়েছে যারা প্রয়োজনে অনুদান দেবে। ” প্লাজ়মা সংগ্রহের নিয়ম নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,"18 থেকে 50 বছর বয়সিদের কাছ থেকে প্রায় 200 মিলি প্লাজ়মা সংগ্রহ করা যায় । বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে প্লাজ়মাটি এক বছরের জন্য ব্যবহার করা যেতে পারে। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.