ETV Bharat / bharat

40 বছরে 13টি শিখর জয়, বিশ্বরেকর্ডের স্বপ্ন কেরালার মণীশের - Kerala man on mission to set world record in mountaineering

40 বছর বয়সে এসে বিশ্বরেকর্ডের স্বপ্ন ৷ গত 16 বছরে পাড়ি দিয়েছেন 13 টি শৃঙ্গ ৷

Kerala man on a mission to set mountaineering world record
চেরুকুন্নিল মনীষ
author img

By

Published : Aug 10, 2020, 10:52 PM IST

কান্নুর, 10 অগাস্ট : মালয়ালম ভাষায় একটি প্রবাদ আছে ৷ 'কুন্নোনোলাম অগ্রহিচল কুন্নিকুরুভোলাম কিট্টু ' অর্থাৎ, যদি আপনার পাহাড়ে চড়ার ইচ্ছে হয় , তাহলে সর্বদা বড় কিছুর স্বপ্ন দেখুন ৷ যদি সবথেকে বড় স্বপ্ন দেখেন , তাহলে তাতে সাফল্য না পেলেও পরবর্তী সবথেকে ভালো জিনিসটি আপনি পাবেন ৷

কেরালার চেরুকুন্নিল মণীশ ৷ তিনিও বড় স্বপ্ন দেখেন ৷ সবথেকে বেশি সংখ্যক পাহাড় চড়ে তৈরি করবেন বিশ্ব রেকর্ড ৷ মণীশের বয়স 40 ৷ উৎসাহ ও মনের জোরে গত 16 বছর ধরে 13 টি শিখর অতিক্রান্ত করেছেন তিনি ৷ তৈরি হচ্ছিলেন মাউন্ট এভারেস্ট পাড়ি দেওয়ার ৷ তবে, কোরোনা প্যানডেমিক আটকে দেয় তাঁর পরিকল্পনা ৷ মণীশ ইতিহাসে স্নাতক ৷ আর সেই থেকেই তাঁর পাহাড়ের প্রতি আকর্ষণ বাড়ে ৷ কারণ ইতিহাসের বইতেই পড়েছিলেন মাউন্ট এভারেস্ট ও অ্যালপসের কথা ৷

Kerala man on a mission to set mountaineering world record
চেরুকুন্নিল মণীশ

2004 সালে তাঁর মাউন্টেনিয়ারিংয়ের স্বপ্নের কথা ভেবে দিল্লিতে আসেন মণীশ ৷ দৈনিক শ্রমিকের কাজ করে যে কটা টাকা জমিয়েছিলেন , তাই দিয়েই পর্বতারোহনের প্রস্তুতি শুরু করেন ৷ মানালির অটলবিহারী মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে মাউন্টেনিয়ারিংয়ের প্রাথমিক কোর্স করেন তিনি ৷ এরপর মাত্র 20 দিনে মানালির 17 , 346 উঁচু মাউন্ট ফ্রেন্ডশিপ জয় করেন তিনি ৷ সেই 35 জনের মাউন্টেনিয়ারিংয়ের দলে তিনি একাই ছিলেন একজন দক্ষিণ ভারতীয় ৷ এরপর থেমে থাকেননি তিনি ৷ উচ্চতায় শ্বাসবন্ধ হয়ে যাওয়া, পানীয় জল না পেয়ে বরফ খাওয়া, শুধুমাত্র স্ন্যাকস খেয়ে থাকা ৷ এসবই জয় করেছেন তিনি ৷

মণীশের কাছে স্বপ্ন জয় করতে যে পরিশ্রম ও কষ্ট, তার থেকে স্বপ্ন পূরণ হওয়াটা আরও বেশি আনন্দের ৷ বিশ্ব জয়ের চিন্তায় বেরিয়ে পড়েছেন তিনি ৷ সব প্রতিবন্ধকতা কাটিয়ে বর্তমানে এই মাউন্টেনিয়ারিংই তাঁর একমাত্র ঝোঁক ৷ স্বপ্ন পূরণের পথে প্রতিদিন এগিয়ে চলেছেন তিনি ৷ ইচ্ছে, একদিন বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখাবেন তিনি ৷

কান্নুর, 10 অগাস্ট : মালয়ালম ভাষায় একটি প্রবাদ আছে ৷ 'কুন্নোনোলাম অগ্রহিচল কুন্নিকুরুভোলাম কিট্টু ' অর্থাৎ, যদি আপনার পাহাড়ে চড়ার ইচ্ছে হয় , তাহলে সর্বদা বড় কিছুর স্বপ্ন দেখুন ৷ যদি সবথেকে বড় স্বপ্ন দেখেন , তাহলে তাতে সাফল্য না পেলেও পরবর্তী সবথেকে ভালো জিনিসটি আপনি পাবেন ৷

কেরালার চেরুকুন্নিল মণীশ ৷ তিনিও বড় স্বপ্ন দেখেন ৷ সবথেকে বেশি সংখ্যক পাহাড় চড়ে তৈরি করবেন বিশ্ব রেকর্ড ৷ মণীশের বয়স 40 ৷ উৎসাহ ও মনের জোরে গত 16 বছর ধরে 13 টি শিখর অতিক্রান্ত করেছেন তিনি ৷ তৈরি হচ্ছিলেন মাউন্ট এভারেস্ট পাড়ি দেওয়ার ৷ তবে, কোরোনা প্যানডেমিক আটকে দেয় তাঁর পরিকল্পনা ৷ মণীশ ইতিহাসে স্নাতক ৷ আর সেই থেকেই তাঁর পাহাড়ের প্রতি আকর্ষণ বাড়ে ৷ কারণ ইতিহাসের বইতেই পড়েছিলেন মাউন্ট এভারেস্ট ও অ্যালপসের কথা ৷

Kerala man on a mission to set mountaineering world record
চেরুকুন্নিল মণীশ

2004 সালে তাঁর মাউন্টেনিয়ারিংয়ের স্বপ্নের কথা ভেবে দিল্লিতে আসেন মণীশ ৷ দৈনিক শ্রমিকের কাজ করে যে কটা টাকা জমিয়েছিলেন , তাই দিয়েই পর্বতারোহনের প্রস্তুতি শুরু করেন ৷ মানালির অটলবিহারী মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে মাউন্টেনিয়ারিংয়ের প্রাথমিক কোর্স করেন তিনি ৷ এরপর মাত্র 20 দিনে মানালির 17 , 346 উঁচু মাউন্ট ফ্রেন্ডশিপ জয় করেন তিনি ৷ সেই 35 জনের মাউন্টেনিয়ারিংয়ের দলে তিনি একাই ছিলেন একজন দক্ষিণ ভারতীয় ৷ এরপর থেমে থাকেননি তিনি ৷ উচ্চতায় শ্বাসবন্ধ হয়ে যাওয়া, পানীয় জল না পেয়ে বরফ খাওয়া, শুধুমাত্র স্ন্যাকস খেয়ে থাকা ৷ এসবই জয় করেছেন তিনি ৷

মণীশের কাছে স্বপ্ন জয় করতে যে পরিশ্রম ও কষ্ট, তার থেকে স্বপ্ন পূরণ হওয়াটা আরও বেশি আনন্দের ৷ বিশ্ব জয়ের চিন্তায় বেরিয়ে পড়েছেন তিনি ৷ সব প্রতিবন্ধকতা কাটিয়ে বর্তমানে এই মাউন্টেনিয়ারিংই তাঁর একমাত্র ঝোঁক ৷ স্বপ্ন পূরণের পথে প্রতিদিন এগিয়ে চলেছেন তিনি ৷ ইচ্ছে, একদিন বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখাবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.