ETV Bharat / bharat

কেরালায় দুই মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি - Crimes against child

কেরালায় দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ।

kerala-man-held-for-sexually-assaulting-minor-daughters
kerala-man-held-for-sexually-assaulting-minor-daughters
author img

By

Published : Jul 26, 2020, 2:20 PM IST

কোললাম, 26 জুলাই : নিজের দুই নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে । কেরালার কোট্টারাক্কারার ঘটনা । ওই ব্যক্তি তার 8 ও 12 বছরের দুই নাবালিকা মেয়ের উপর যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ ।

এরপর তাদের মধ্যে একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার শারীরিক পরীক্ষা হলে চিকিৎসকের কাছে সব কথা খুলে বলে সে। এরপর সেই চিকিৎসক কোললাম চাইল্ড লাইনে ঘটনাটি জানায় ।

কোললাম চাইল্ড লাইন থেকে থানায় জানানো হয় । এরপর কুন্নিকোর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে । এরপর ওই দুই নাবালিকার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । গত শুক্রবার একজন মহিলা পুলিশ ওই দুই নাবালিকার বয়ান রেকর্ড করেন । এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । 10 বছরের ওই নাবালিকা পুলিশকে জানায়, দু'মাস আগে বোনের চিকিৎসার জন্য তাদের মা কয়েকদিনের জন্য তিরুবনন্তপুরম যায় । সেই সময়ই যৌন নির্যাতন চালায় তাদের বাবা ।

8 বছরের নাবালিকাও নির্যাতনের অভিযোগ করেছে । যদিও তার এখনও শারীরিক পরীক্ষা করা হয়নি ।

এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । পুনালুর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অনিল দাস বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে POCSO আইনে মামলা দায়ের করা হয়েছে ।

কোললাম, 26 জুলাই : নিজের দুই নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে । কেরালার কোট্টারাক্কারার ঘটনা । ওই ব্যক্তি তার 8 ও 12 বছরের দুই নাবালিকা মেয়ের উপর যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ ।

এরপর তাদের মধ্যে একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার শারীরিক পরীক্ষা হলে চিকিৎসকের কাছে সব কথা খুলে বলে সে। এরপর সেই চিকিৎসক কোললাম চাইল্ড লাইনে ঘটনাটি জানায় ।

কোললাম চাইল্ড লাইন থেকে থানায় জানানো হয় । এরপর কুন্নিকোর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে । এরপর ওই দুই নাবালিকার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । গত শুক্রবার একজন মহিলা পুলিশ ওই দুই নাবালিকার বয়ান রেকর্ড করেন । এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । 10 বছরের ওই নাবালিকা পুলিশকে জানায়, দু'মাস আগে বোনের চিকিৎসার জন্য তাদের মা কয়েকদিনের জন্য তিরুবনন্তপুরম যায় । সেই সময়ই যৌন নির্যাতন চালায় তাদের বাবা ।

8 বছরের নাবালিকাও নির্যাতনের অভিযোগ করেছে । যদিও তার এখনও শারীরিক পরীক্ষা করা হয়নি ।

এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । পুনালুর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অনিল দাস বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে POCSO আইনে মামলা দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.