ETV Bharat / bharat

কোরোনা রুখতে 1 বছরের জন্য সুরক্ষাবিধি জারি কেরালায় - কোরোনা রুখতে কেরল সরকারের সুরক্ষাবিধি

আগামী 1 বছরের জন্য সুরক্ষাবিধি জারি করল কেরালা ৷ তার মধ্যে অন্যতম হল মাস্ক পড়া ও সামাজিক দূরত্বের মতো বিশেষ কিছু নিয়ম ৷

Kerala Makes Coronavirus Safety Rules A Must For One Year
কোরোনা রুখতে আগামী 1 বছরের জন্য সুরক্ষাবিধি জারি করল কেরল
author img

By

Published : Jul 5, 2020, 9:56 PM IST

তিরুবনন্তপুরম ,5 জুলাই : দিন দিন বাড়ছে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ কোরোনাসংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে বিশ্বব্যাপী জারি হয়েছে কিছু সুরক্ষাবিধি ৷ যেমন -মাস্ক পড়া, সামাজিক দূরত্ব মেনে চলা ৷ দেশের প্রতিটি রাজ্যেই মাস্ক পড়াকেবাধ্যতামূলক করা হয়েছে ৷ এবার থেকে আগামী এক বছরের জন্য মানতে হবে কিছু নির্দিষ্টসুরক্ষাবিধি ৷ আজ এমনই নির্দেশিকা জারি করল কেরালা সরকার ৷ সুরক্ষাবিধির মধ্যেমানতে হবে প্রধানত মাস্ক পড়া ও সামাজিক দূরত্বের মত বিশেষ নিয়ম ৷

সুরক্ষাবিধিগুলি হল -

· কাজের জায়গায় বাধ্যতামূলকভাবে মাস্কপরতে হবে ৷

· প্রতিটি জায়গায় কমপক্ষে 6 ফুটের সামাজিক দূরত্ব বজায় রাখতে ৷

· বিয়েবাড়ির অনুষ্ঠানে অংশ নিতে পারবেনমোট 50 জন ৷ অন্যদিকে,শেষকৃত্যে অংশ নিতে পারবেন মোট 20 জন ৷

· প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া করাযাবে না কোনও জমায়েত, মিছিল , ধরনা কিংবা বিক্ষোভ কর্মসূচি ৷

· প্রতিটি দোকানে কমপক্ষে 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে ৷ জায়গাবুঝে কোনও দোকানে একই সময়ে 20জনের বেশি ভিড় করা যাবে না ৷

· রাস্তার ধারে কিংবা লোকালয়ে থুতু ফেলানিষিদ্ধ করা হবে ৷

· অন্তর্বতী রাজ্যে যাতায়াতের জন্য পাসনা লাগলেও জগরাথা ই - প্ল্যাটফর্মে নাম রেজিস্টার করাতে হবে ৷

কোরোনা রুখতে 1 বছরের জন্য সুরক্ষাবিধি জারি কেরালায়

তিরুবনন্তপুরম ,5 জুলাই : দিন দিন বাড়ছে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ কোরোনাসংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে বিশ্বব্যাপী জারি হয়েছে কিছু সুরক্ষাবিধি ৷ যেমন -মাস্ক পড়া, সামাজিক দূরত্ব মেনে চলা ৷ দেশের প্রতিটি রাজ্যেই মাস্ক পড়াকেবাধ্যতামূলক করা হয়েছে ৷ এবার থেকে আগামী এক বছরের জন্য মানতে হবে কিছু নির্দিষ্টসুরক্ষাবিধি ৷ আজ এমনই নির্দেশিকা জারি করল কেরালা সরকার ৷ সুরক্ষাবিধির মধ্যেমানতে হবে প্রধানত মাস্ক পড়া ও সামাজিক দূরত্বের মত বিশেষ নিয়ম ৷

সুরক্ষাবিধিগুলি হল -

· কাজের জায়গায় বাধ্যতামূলকভাবে মাস্কপরতে হবে ৷

· প্রতিটি জায়গায় কমপক্ষে 6 ফুটের সামাজিক দূরত্ব বজায় রাখতে ৷

· বিয়েবাড়ির অনুষ্ঠানে অংশ নিতে পারবেনমোট 50 জন ৷ অন্যদিকে,শেষকৃত্যে অংশ নিতে পারবেন মোট 20 জন ৷

· প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া করাযাবে না কোনও জমায়েত, মিছিল , ধরনা কিংবা বিক্ষোভ কর্মসূচি ৷

· প্রতিটি দোকানে কমপক্ষে 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে ৷ জায়গাবুঝে কোনও দোকানে একই সময়ে 20জনের বেশি ভিড় করা যাবে না ৷

· রাস্তার ধারে কিংবা লোকালয়ে থুতু ফেলানিষিদ্ধ করা হবে ৷

· অন্তর্বতী রাজ্যে যাতায়াতের জন্য পাসনা লাগলেও জগরাথা ই - প্ল্যাটফর্মে নাম রেজিস্টার করাতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.