ETV Bharat / bharat

কেরালা সোনা পাচার মামলায় সাসপেন্ড আমলা - প্রাক্তন তথ্যপ্রযুক্তি সচিব এম শিবশঙ্কর

কেরালার মুখ্যমন্ত্রী আমলা এম শিবশংকরকে সাসপেন্ডের ঘোষণা করেছেন । তদন্ত জারি থাকবে ।

Kerala Gold Smuggling case: Former IT secy Sivasankar suspended
Kerala Gold Smuggling case: Former IT secy Sivasankar suspended
author img

By

Published : Jul 17, 2020, 3:53 AM IST

ত্রিবান্দাম, 16 জুলাই : কেরালা সোনা পাচার মামলায় অভিযুক্ত একজনের সঙ্গে যোগাযোগ রয়েছে৷ যার জেরে IAS-এর সার্ভিস রুল লঙ্ঘন হয়েছে৷ সেই কারণে আমলা এম শিবশংকরকে সাসপেনশনের কথা ঘোষণা করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

গত সপ্তাহে তাঁকে রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি মুখ্যসচিবের পদ থেকেও৷ কারণ, সোনা পাচার মামলায় NIA স্বপ্না সুরেশ নামে একজনকে অভিযুক্ত করে৷ যার ঘনিষ্ঠ এম শিবশংকর ছিল বলে অভিযোগ উঠেছে ৷ চিফ সেক্রেটারির নেতৃত্বাধীন দুই সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এম শিবশংকরকে IAS-এর নিয়মবিধি লঙ্ঘনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওযা হয়৷ এর পাশাপাশি স্পেস পার্ক প্রোজেক্টের কাজের জন্য স্বপ্না সুরেশের বিরুদ্ধে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ উঠেছে৷ যার তদন্ত করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷

অভিযোগ উঠছে, এই স্বপ্নার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শিবশংকরের৷ স্বপ্না সোনা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সরিথ কুমারের অধীনে অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করত৷ এই সরিথ কুমারের সঙ্গে এম শিবশংকরের ফোনে দীর্ঘক্ষণ কথোপকথনের রেকর্ড সামনে এসেছে৷ এছাড়া তিরুবনন্তপুরমে শিবশংকরের অ্যাপার্টমেন্টে স্বপ্না সুরেশ ও সরিথ কুমার দেখা করেছিল৷ একাধিকবার৷ তবে সুরেশকে থার্ড পার্টি হায়ার করেছিল বলে জানা যাচ্ছে৷ এবং কোনও তথ্য যাচাই না করেই শিবশংকর তাকে হায়ার করেছিল বলে অভিযোগ৷ যা নিয়ে শুরু হয়েছে তদন্ত৷

প্রসঙ্গত, আরব থেকে কেরালায় সোনা পাচারের ঘটনায় অভিযুক্ত স্বপ্না সুরেশকে গ্রেপ্তার করেছে NIA। রবিবার স্বপ্নার সঙ্গেই বেঙ্গালুরু থেকে ধরা হয়েছে এই মামলার আরেক অভিযুক্ত সন্দীপ নায়ারকে।

ত্রিবান্দাম, 16 জুলাই : কেরালা সোনা পাচার মামলায় অভিযুক্ত একজনের সঙ্গে যোগাযোগ রয়েছে৷ যার জেরে IAS-এর সার্ভিস রুল লঙ্ঘন হয়েছে৷ সেই কারণে আমলা এম শিবশংকরকে সাসপেনশনের কথা ঘোষণা করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

গত সপ্তাহে তাঁকে রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি মুখ্যসচিবের পদ থেকেও৷ কারণ, সোনা পাচার মামলায় NIA স্বপ্না সুরেশ নামে একজনকে অভিযুক্ত করে৷ যার ঘনিষ্ঠ এম শিবশংকর ছিল বলে অভিযোগ উঠেছে ৷ চিফ সেক্রেটারির নেতৃত্বাধীন দুই সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এম শিবশংকরকে IAS-এর নিয়মবিধি লঙ্ঘনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওযা হয়৷ এর পাশাপাশি স্পেস পার্ক প্রোজেক্টের কাজের জন্য স্বপ্না সুরেশের বিরুদ্ধে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ উঠেছে৷ যার তদন্ত করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷

অভিযোগ উঠছে, এই স্বপ্নার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শিবশংকরের৷ স্বপ্না সোনা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সরিথ কুমারের অধীনে অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করত৷ এই সরিথ কুমারের সঙ্গে এম শিবশংকরের ফোনে দীর্ঘক্ষণ কথোপকথনের রেকর্ড সামনে এসেছে৷ এছাড়া তিরুবনন্তপুরমে শিবশংকরের অ্যাপার্টমেন্টে স্বপ্না সুরেশ ও সরিথ কুমার দেখা করেছিল৷ একাধিকবার৷ তবে সুরেশকে থার্ড পার্টি হায়ার করেছিল বলে জানা যাচ্ছে৷ এবং কোনও তথ্য যাচাই না করেই শিবশংকর তাকে হায়ার করেছিল বলে অভিযোগ৷ যা নিয়ে শুরু হয়েছে তদন্ত৷

প্রসঙ্গত, আরব থেকে কেরালায় সোনা পাচারের ঘটনায় অভিযুক্ত স্বপ্না সুরেশকে গ্রেপ্তার করেছে NIA। রবিবার স্বপ্নার সঙ্গেই বেঙ্গালুরু থেকে ধরা হয়েছে এই মামলার আরেক অভিযুক্ত সন্দীপ নায়ারকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.