ETV Bharat / bharat

কেরালায় বন্যার সময় উদ্ধারকাজে ব্যবহৃত বিমানের জন্য ১০২ কোটির বিল ধরাল কেন্দ্র - Defence Ministry

বায়ুসেনার বিমান ও হেলিকপ্টারের জন্য ১০২ কোটি টাকার বিল কেরালা সরকারকে

ফাইল ফোটো
author img

By

Published : Feb 5, 2019, 7:58 AM IST

দিল্লি, ৫ ফেব্রুয়ারি : কেরালায় বন্যার সময় দুর্গতদের উদ্ধার করতে ব্যবহার করা হয়েছিল বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার। সেজন্য কেরালা সরকারকে ১০২ কোটি টাকার বিল ধরাল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় এই তথ্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে।

তিনি বলেন, কেরালায় বন্যার সময় ভারতীয় বায়ুসেনার বিমান ৫১৭টি ট্রিপ করেছিল। ৩ হাজার ৫৮৭ জনকে এয়ারলিফ্ট করা হয়েছিল ও ১ হাজার ৩৫০ টন পণ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে, বায়ুসেনার হেলিকপ্টার ৬৩৪টি ট্রিপ করেছিল। ২৪৭ টন পণ্যসামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি ৫৮৪ জনকে উদ্ধার করা হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, "কেরালায় বন্যাত্রাণে ভারতীয় বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রায় ১০২.৬ কোটি টাকার বিল ধার্য করা হয়েছে। বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার যদি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোনও সার্ভিস দেয়, তার টাকা সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে নেওয়া হয়।" পাশাপাশি তিনি জানান, বন্যাত্রাণের জন্য যে খরচ হয়েছিল তার বিস্তারিত তথ্য তৈরি করছে বায়ুসেনা ও নৌবাহিনী।

তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী যদি কোনও অসামরিক প্রশাসনকে সাহায্য করে তা "ইনস্ট্রাকশন অন এড টু সিভিল অথরিটি বাই দা আর্মড ফোর্স, ১৯৭০" রেগুলেশনের আওতায় পরিচালিত হয়।

undefined

দিল্লি, ৫ ফেব্রুয়ারি : কেরালায় বন্যার সময় দুর্গতদের উদ্ধার করতে ব্যবহার করা হয়েছিল বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার। সেজন্য কেরালা সরকারকে ১০২ কোটি টাকার বিল ধরাল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় এই তথ্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে।

তিনি বলেন, কেরালায় বন্যার সময় ভারতীয় বায়ুসেনার বিমান ৫১৭টি ট্রিপ করেছিল। ৩ হাজার ৫৮৭ জনকে এয়ারলিফ্ট করা হয়েছিল ও ১ হাজার ৩৫০ টন পণ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে, বায়ুসেনার হেলিকপ্টার ৬৩৪টি ট্রিপ করেছিল। ২৪৭ টন পণ্যসামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি ৫৮৪ জনকে উদ্ধার করা হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, "কেরালায় বন্যাত্রাণে ভারতীয় বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রায় ১০২.৬ কোটি টাকার বিল ধার্য করা হয়েছে। বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার যদি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোনও সার্ভিস দেয়, তার টাকা সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে নেওয়া হয়।" পাশাপাশি তিনি জানান, বন্যাত্রাণের জন্য যে খরচ হয়েছিল তার বিস্তারিত তথ্য তৈরি করছে বায়ুসেনা ও নৌবাহিনী।

তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী যদি কোনও অসামরিক প্রশাসনকে সাহায্য করে তা "ইনস্ট্রাকশন অন এড টু সিভিল অথরিটি বাই দা আর্মড ফোর্স, ১৯৭০" রেগুলেশনের আওতায় পরিচালিত হয়।

undefined
RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com. Must credit ESPN
SHOTLIST: Miami, Florida, USA. 4th February, 2019
1. 00:00 Brian Flores poses with family
2. 00:08 poses with owner Stephen Ross and general manager Chris Grier
3. 00:17 SOUNDBITE (English) Stephen Ross, Dolphins owner
4. 00:48 SOUNDBITE (English) Brian Flores
(Asked about leaving New England)
5. SOUNDBITE (English) Brian Flores
(Asked about celebrating Super Bowl victory)
6 . 01:23 SOUNDBITE (English) Brian Flores
(Asked about transitioning to Miami)
SOURCE: ESPN
DURATION: 01:56
STORYLINE:
Hours after his team won the Super Bowl, New England Patriots linebackers coach Brian Flores was named the Miami Dolphins' head coach.
On Monday afternoon the Dolphins introduced their new hire - the man who helped the Patriots shut down the high-scoring Los Angeles Rams with a 13-3 victory in the title game.
Flores becomes Miami's 10th head coach since 2004, including three interim coaches. He's leaving a team that won its sixth Super Bowl since 2002 to join a franchise that hasn't won a playoff game since 2000 and plans to rebuild after another dismal season.
The Dolphins went 7-9 in 2018 to miss the playoffs for the 15th time in 17 years. They allowed 6,257 yards, the most in franchise history, and the offense was also among the league's worst, finishing ranked 31st.
The 37-year-old Flores, the son of Honduran immigrants, grew up in Brooklyn and has spent his entire coaching career with the Patriots. He joined them in 2004 and became their de facto defensive coordinator a year ago after Matt Patricia left to join the Lions as their head coach.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.