দিল্লি, 10 জুলাই : বন্য প্রাণীদের উপর নির্মম অত্যাচার অনৈতিক ও অসাংবিধানিক । এই মর্মে দাখিল হওয়া একটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কেরালাসহ 13 টি রাজ্যের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট । প্রধান বিচারপতি এস এ বোবদে এবং অন্য দুই বিচারপতি বিচারপতি আর সুভাষ রেড্ডি ও এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশিকা জারি করেন ।
আইনজীবী শুভম আবস্তির দায়ের করা আবেদনে বন্যপ্রাণীদের উপর অত্যাচারকে সংবিধানের 14 ও 21 নম্বর ধারার পরিপন্থী বলে উল্লেখ করা হয় । পাশাপাশি এই ধরনের অত্যাচার রুখতে দেশজুড়ে বনরক্ষা বাহিনীতে শূন্যপদ পূরণের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বা SOP গঠনের নির্দেশিকা জারি করারও অনুরোধ করা হয় । যার প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যগুলির কাছে তাদের অবস্থান জানতে চাইলো দেশের সর্বোচ্চ আদালত ।
গতমাসের শুরুতেই কেরালার মালপ্পুরম জেলায় গর্ভবতী হাতিকে খাবারের সঙ্গে বারুদ মিশিয়ে হত্যার খবর প্রকাশ্যে আসে । এরপরই বন্য প্রাণীদের রক্ষায় আরও কড়া পদক্ষেপ চেয়ে আন্দোলন শুরু করে পশুপ্রেমী সংগঠনগুলি । দায়ের হয় জনস্বার্থ মামলা ।
আইনজীবী শুভম আবস্তির দায়ের করা মামলায় কেরালার পাশাপাশি আরও 12 টি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে । অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্নাটক, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ ।
বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজনে 1960 সালের প্রিভেনশন অফ ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিমেল আইনে সংশোধনীরও আবেদন জানানো হয় ।