ETV Bharat / bharat

বন্যপ্রাণ রক্ষায় কেন্দ্র-সহ 13 রাজ্যেের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট - Supreme Court

কেরালায় গর্ভবতী হাতির হত্যাকে কেন্দ্র করে বন্যপ্রাণ রক্ষায় আরও কড়া আইনের আবেদন করে মামলা। কেন্দ্রের পাশাপাশি 13 রাজ্যের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।

Supreme court, plea against cruelty against animals
Supreme court, plea against cruelty against animals
author img

By

Published : Jul 11, 2020, 3:23 AM IST

দিল্লি, 10 জুলাই : বন্য প্রাণীদের উপর নির্মম অত্যাচার অনৈতিক ও অসাংবিধানিক । এই মর্মে দাখিল হওয়া একটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কেরালাসহ 13 টি রাজ্যের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট । প্রধান বিচারপতি এস এ বোবদে এবং অন্য দুই বিচারপতি বিচারপতি আর সুভাষ রেড্ডি ও এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশিকা জারি করেন ।

আইনজীবী শুভম আবস্তির দায়ের করা আবেদনে বন্যপ্রাণীদের উপর অত্যাচারকে সংবিধানের 14 ও 21 নম্বর ধারার পরিপন্থী বলে উল্লেখ করা হয় । পাশাপাশি এই ধরনের অত্যাচার রুখতে দেশজুড়ে বনরক্ষা বাহিনীতে শূন্যপদ পূরণের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বা SOP গঠনের নির্দেশিকা জারি করারও অনুরোধ করা হয় । যার প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যগুলির কাছে তাদের অবস্থান জানতে চাইলো দেশের সর্বোচ্চ আদালত ।

গতমাসের শুরুতেই কেরালার মালপ্পুরম জেলায় গর্ভবতী হাতিকে খাবারের সঙ্গে বারুদ মিশিয়ে হত্যার খবর প্রকাশ্যে আসে । এরপরই বন্য প্রাণীদের রক্ষায় আরও কড়া পদক্ষেপ চেয়ে আন্দোলন শুরু করে পশুপ্রেমী সংগঠনগুলি । দায়ের হয় জনস্বার্থ মামলা ।

আইনজীবী শুভম আবস্তির দায়ের করা মামলায় কেরালার পাশাপাশি আরও 12 টি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে । অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্নাটক, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ ।

বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজনে 1960 সালের প্রিভেনশন অফ ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিমেল আইনে সংশোধনীরও আবেদন জানানো হয় ।

দিল্লি, 10 জুলাই : বন্য প্রাণীদের উপর নির্মম অত্যাচার অনৈতিক ও অসাংবিধানিক । এই মর্মে দাখিল হওয়া একটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কেরালাসহ 13 টি রাজ্যের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট । প্রধান বিচারপতি এস এ বোবদে এবং অন্য দুই বিচারপতি বিচারপতি আর সুভাষ রেড্ডি ও এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশিকা জারি করেন ।

আইনজীবী শুভম আবস্তির দায়ের করা আবেদনে বন্যপ্রাণীদের উপর অত্যাচারকে সংবিধানের 14 ও 21 নম্বর ধারার পরিপন্থী বলে উল্লেখ করা হয় । পাশাপাশি এই ধরনের অত্যাচার রুখতে দেশজুড়ে বনরক্ষা বাহিনীতে শূন্যপদ পূরণের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বা SOP গঠনের নির্দেশিকা জারি করারও অনুরোধ করা হয় । যার প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যগুলির কাছে তাদের অবস্থান জানতে চাইলো দেশের সর্বোচ্চ আদালত ।

গতমাসের শুরুতেই কেরালার মালপ্পুরম জেলায় গর্ভবতী হাতিকে খাবারের সঙ্গে বারুদ মিশিয়ে হত্যার খবর প্রকাশ্যে আসে । এরপরই বন্য প্রাণীদের রক্ষায় আরও কড়া পদক্ষেপ চেয়ে আন্দোলন শুরু করে পশুপ্রেমী সংগঠনগুলি । দায়ের হয় জনস্বার্থ মামলা ।

আইনজীবী শুভম আবস্তির দায়ের করা মামলায় কেরালার পাশাপাশি আরও 12 টি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে । অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্নাটক, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ ।

বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজনে 1960 সালের প্রিভেনশন অফ ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিমেল আইনে সংশোধনীরও আবেদন জানানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.