ETV Bharat / bharat

আর্থিক প্রতারণায় অভিযুক্ত সানি লিওনি, বয়ান রেকর্ড ক্রাইম ব্রাঞ্চের - Sunny Leone's statement in financial fraud case

সানি লিওনির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ৷ টাকা নিয়ে অনুষ্ঠানে যোগ না দেওয়ার অভিযোগ করেছেন কেরলের এক ব্যক্তি৷ সেই ঘটনায় তাঁর বয়ান রেকর্ড করল ওই রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ৷

সানি লিওনি
সানি লিওনি
author img

By

Published : Feb 6, 2021, 8:58 PM IST

কোচি, 5 ফেব্রুয়ারি : আর্থিক প্রতারণায় অভিযুক্ত অভিনেত্রী সানি লিওনি৷ শুক্রবার রাতে তাঁর বয়ান রেকর্ড করল কেরল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে অনুষ্ঠান না করার অভিযোগ রয়েছে৷

কেরলের পেরুমবাভোর এলাকার বাসিন্দা আর সিয়াস৷ তাঁর অভিযোগ, তাঁর উদ্যোগে আয়োজিত দু’টি অনুষ্ঠান হাজির থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই অভিনেত্রী৷ তাই তাঁকে 29 লক্ষ টাকা দেওয়াও হয়৷ কিন্তু প্রতিশ্রুতি মতো তিনি ওই অনুষ্ঠানে হাজির হননি বলে অভিযোগ৷

এই নিয়ে আর সিয়াস কেরল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ কেরল পুলিশের তরফে ওই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয় ক্রাইম ব্রাঞ্চের কাছে৷ তারা তদন্ত শুরু করে৷

আরও পড়ুন : 20 টাকা নিয়ে বচসা, ইডলি বিক্রেতাকে খুনে অভিযুক্ত 3 ক্রেতা

অভিনেত্রী সানি লিওনি এখন কেরলেই রয়েছেন৷ সেখানকার তিরুঅনন্তপুরম জেলার পুভারে তিনি শুটিং করছেন৷ সেখানেই শুক্রবার রাতে হাজির হন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা৷ সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়৷

কোচি, 5 ফেব্রুয়ারি : আর্থিক প্রতারণায় অভিযুক্ত অভিনেত্রী সানি লিওনি৷ শুক্রবার রাতে তাঁর বয়ান রেকর্ড করল কেরল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে অনুষ্ঠান না করার অভিযোগ রয়েছে৷

কেরলের পেরুমবাভোর এলাকার বাসিন্দা আর সিয়াস৷ তাঁর অভিযোগ, তাঁর উদ্যোগে আয়োজিত দু’টি অনুষ্ঠান হাজির থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই অভিনেত্রী৷ তাই তাঁকে 29 লক্ষ টাকা দেওয়াও হয়৷ কিন্তু প্রতিশ্রুতি মতো তিনি ওই অনুষ্ঠানে হাজির হননি বলে অভিযোগ৷

এই নিয়ে আর সিয়াস কেরল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ কেরল পুলিশের তরফে ওই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয় ক্রাইম ব্রাঞ্চের কাছে৷ তারা তদন্ত শুরু করে৷

আরও পড়ুন : 20 টাকা নিয়ে বচসা, ইডলি বিক্রেতাকে খুনে অভিযুক্ত 3 ক্রেতা

অভিনেত্রী সানি লিওনি এখন কেরলেই রয়েছেন৷ সেখানকার তিরুঅনন্তপুরম জেলার পুভারে তিনি শুটিং করছেন৷ সেখানেই শুক্রবার রাতে হাজির হন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা৷ সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.