ETV Bharat / bharat

তৃতীয় লিঙ্গের শাখা উদ্বোধন কেরালা কংগ্রেসের - তৃতীয় লিঙ্গ শাখা

তৃতীয় লিঙ্গের মানুষদের মূল স্রোতের অংশ বানাতে গতকাল তিরুবনন্তপুরমে তৃতীয় লিঙ্গ শাখার উদ্বোধন করল কেরালা কংগ্রেস। মোট 34 জন দলের সদস্য পদ গ্রহণ করেন।

Kerala congress
Kerala congress
author img

By

Published : Jun 11, 2020, 5:24 PM IST

তিরুবনন্তপুরম, 11জুন : কেরালা কংগ্রেস বুধবার তিরুবনন্তপুরমে উদ্বোধন করল তৃতীয় লিঙ্গ শাখার।

তৃতীয় লিঙ্গকে সামাজিক স্বীকৃতি দিতেই কেরালায় কংগ্রেস দলের তরফ থেকে করা হল এই পদক্ষেপ।

দলের প্রধান নেতৃত্বদের উপস্থিতিতে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যদের দলে স্বাগত জানানো হয় এবং দলে সদস্য পদ দেওয়া হয়।

কেরালা কংগ্রেসের তরফ থেকে টুইট বার্তায় লেখা হয়, " আজ তিরুবনন্তপুরমের KPCC হলে কেরালা প্রদেশ ট্রান্সজেন্ডার্স কংগ্রেসের উদ্বোধন করা হল। দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যদের দলের সদস্য পদ ও প্রধান ঘোষণা করা হল। "

দলের তরফ থেকে 34 জনকে সদস্যপদ দেওয়া হয়। রাজ্য কমিটিতে মোট সদস্য সংখ্যা 50।

তৃতীয় লিঙ্গের কংগ্রেসের এক সদস্য জানান, " 34 জন কংগ্রেস দলের সদস্যপদ গ্রহন করেছে। রাজ্য কমিটিতে আমাদের মোট সদস্য সংখ্যা 50। "

তিরুবনন্তপুরম, 11জুন : কেরালা কংগ্রেস বুধবার তিরুবনন্তপুরমে উদ্বোধন করল তৃতীয় লিঙ্গ শাখার।

তৃতীয় লিঙ্গকে সামাজিক স্বীকৃতি দিতেই কেরালায় কংগ্রেস দলের তরফ থেকে করা হল এই পদক্ষেপ।

দলের প্রধান নেতৃত্বদের উপস্থিতিতে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যদের দলে স্বাগত জানানো হয় এবং দলে সদস্য পদ দেওয়া হয়।

কেরালা কংগ্রেসের তরফ থেকে টুইট বার্তায় লেখা হয়, " আজ তিরুবনন্তপুরমের KPCC হলে কেরালা প্রদেশ ট্রান্সজেন্ডার্স কংগ্রেসের উদ্বোধন করা হল। দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যদের দলের সদস্য পদ ও প্রধান ঘোষণা করা হল। "

দলের তরফ থেকে 34 জনকে সদস্যপদ দেওয়া হয়। রাজ্য কমিটিতে মোট সদস্য সংখ্যা 50।

তৃতীয় লিঙ্গের কংগ্রেসের এক সদস্য জানান, " 34 জন কংগ্রেস দলের সদস্যপদ গ্রহন করেছে। রাজ্য কমিটিতে আমাদের মোট সদস্য সংখ্যা 50। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.