তিরুবনন্তপুরম, 6 মে: দেশে ফিরছে কোরোনায় বিভিন্ন দেশে আটকে পড়া 2700 ভারতীয় নাগরিক । বৃহস্পতিবার থেকেই সেই প্রক্রিয়া শুরু হয় যাবে । চলবে পাঁচদিন পর্যন্ত । কোচি, কোঝিকোড় ও তিরুবনন্তপুরম- কেরালার তিনটি বিমানবন্দর প্রবাসী ভারতীয়দের ফেরাতে সবরকমভাবে প্রস্তুত ।
জলপথেও আটকে পড়া ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করা হয়েছে । ইতিমধ্যেই নৌ সেনার তিনটি জাহাজ মালদ্বীপ এবং সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা দিয়েছে । বৃহস্পতিবার সকাল 9.45 নাগাদ আবু ধাবি থেকে 200 জন যাত্রী নিয়ে তিনটি বিমান কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে পা দেবে । তবে বৃহস্পতিবার দোহা থেকে প্রবাসী ভারতীয়দের নিয়ে যে বিমান কোচি আসার কথা ছিল সেটি শনিবার পুনরায় নির্ধারিত হয়েছে । বৃহস্পতিবার দুবাই এবং রিয়াধ থেকে 200 যাত্রী নিয়ে আরও দুটি উড়ান কোঝিকোড় বিমানবন্দরে নামবে । জানা গেছে, 9 ও 10 মে দোহা থেকে সমসংখ্যক ভারতীয়দের নিয়ে তিরুবনন্তপুরম বিমানবন্দরে দুটি বিমানের আসার কথা রয়েছে ।
প্রবাসীদের ফেরাতে কেরালার ওই তিনটি বিমানবন্দরে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে । বিদেশ ফেরতেদের জন্য তিরুবনন্তপুরমে ছয়টি কোয়ারানটিন সেন্টার তৈরি করা হয়েছে । ওই ছয়টি সেন্টারে 11,200 জনের মতো থাকার ব্যবস্থা রয়েছে । সরকার তাদের সমস্ত খরচ বহন করবে । পাশাপাশি বাকি 6,400 জনের জন্য হোটেল রুমের ব্যবস্থা করা হয়েছে । তবে হোটেলে যাঁরা থাকবেন, নিজেদের খরচ বহন করতে হবে । সরকারের COVID-19 প্রোটোকল অনুযায়ী প্রত্যেককে সম্পূর্ণ অবজারভেশনে রাখা হবে ।
7-13 মে পর্যন্ত বিভিন্ন দেশ থেকে 64টি ফ্লাইট আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনবে । তার মধ্যে রয়েছে উপসাগরীয় দেশ, সিঙ্গাপুর, অ্যামেরিকা, ইংল্যান্ড সহ আরও অনেক দেশ । এই বিষয়ে কেরালা সরকার জানিয়েছে, বিদেশ ফেরতদের সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গাগুলিতে 7 দিনের কোয়ারানটিনে কাটাতে হবে । একসপ্তাহ পরে তাঁদের টেস্ট হবে । কারও কোরোনা উপসর্গ ধরা পড়লে তাদের হাসপাতালে পাঠানো হবে । বাকিদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে । যদিও কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী তাঁদের 14 দিনের হোম কোয়ারানটিনে থাকতে হবে ।
দেশে ফেরার জন্য 4.27 নন রেসিডেন্ট কেরালাইট (NRK) আবেদন জানিয়েছে । তার মধ্যে কাজ হারানো মানুষ, অন্তঃসত্ত্বা, পড়ুয়া, জেল থেকে ছাড়া পাওয়া আসামীও রয়েছেন । 9,900 জন অন্তঃসত্ত্বা এবং 61,000 কাজ হারানো মানুষ দেশে ফেরার অপেক্ষা করছেন ।