ETV Bharat / bharat

এরনাকুলামে বৃদ্ধাকে গণধর্ষণ , গ্রেপ্তার 3 - Kerala: Elderly woman gangraped at Kolenchery, all three held

গত রবিবার কেরলের কোলেনচেরিতে এক 75 বছরের বৃদ্ধাকে গণধর্ষণ করে তিন মত্ত পরিযায়ী শ্রমিক ৷

Kerala: Elderly woman gangraped at Kolenchery
এরনাকুলামে বৃদ্ধাকে গণধর্ষণ , গ্রেপ্তার 3
author img

By

Published : Aug 4, 2020, 8:18 PM IST

এরনাকুলাম , 4 অগাস্ট : এক 75 বছরের বৃদ্ধার গণধর্ষণের অভিযোগ উঠল তিন পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে ৷ গত রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের কোলেনচেরির ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে ওই তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুথেনক্রুজ় পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, গত রবিবার ওই বৃদ্ধা যখন নিজের বাড়িতে একা ছিলেন ৷ সেই সময়ই ঘটনাটি ঘটে ৷ ওই তিন ব্যক্তি প্রথমে বাড়িতে জোর করে ঢুকে পড়ে ৷ সে সময় তারা মত্ত অবস্থায় ছিল ৷ এরপর ওই বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালায় ৷ ধারাল অস্ত্র দিয়েও তাঁকে আঘাত করা হয় ৷ এরপর তাঁকে ফেলে পালিয়ে যায় ওই তিনজন ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

ঘটনার পর বৃদ্ধাকে উদ্ধার করে MOSC হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷ তাঁর অন্ত্রে গভীর ক্ষত থাকায় অস্ত্রপচার হয়েছে ৷

এরনাকুলাম , 4 অগাস্ট : এক 75 বছরের বৃদ্ধার গণধর্ষণের অভিযোগ উঠল তিন পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে ৷ গত রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের কোলেনচেরির ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে ওই তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুথেনক্রুজ় পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, গত রবিবার ওই বৃদ্ধা যখন নিজের বাড়িতে একা ছিলেন ৷ সেই সময়ই ঘটনাটি ঘটে ৷ ওই তিন ব্যক্তি প্রথমে বাড়িতে জোর করে ঢুকে পড়ে ৷ সে সময় তারা মত্ত অবস্থায় ছিল ৷ এরপর ওই বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালায় ৷ ধারাল অস্ত্র দিয়েও তাঁকে আঘাত করা হয় ৷ এরপর তাঁকে ফেলে পালিয়ে যায় ওই তিনজন ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

ঘটনার পর বৃদ্ধাকে উদ্ধার করে MOSC হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷ তাঁর অন্ত্রে গভীর ক্ষত থাকায় অস্ত্রপচার হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.