ETV Bharat / bharat

কেরালা : আবু ধাবি থেকে ফেরা 181 জনের 5 জন আইসোলেশনে - lockdown update

আবু ধাবি থেকে ফেরা 181জনের মধ্যে পাঁচজনকে আইসোলেশ ওয়ার্ডে পাঠানো হয় । 49জন অন্তঃসত্ত্বা ছিলেন । চারজন নবজাতকও ফিরেছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ । তাঁদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

Kerala
Kerala
author img

By

Published : May 8, 2020, 1:38 PM IST

কোচি(কেরালা), 8 মে : আবু ধাবি থেকে ফেরা 181জনের মধ্যে পাঁচজনকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হল । থার্মাল স্ক্রিনিং-র সময়ে তাঁদের মধ্যে কোরোনা উপসর্গ দেখা যায় ।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান IX 452 181জনকে নিয়ে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় । রাত 10টা 9 মিনিটে তাঁরা পৌঁছেছেন । এদের মধ্যে 49জন অন্তঃসত্ত্বা ছিলেন । চারজন নবজাতকও ফিরেছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ । তাঁদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

বাকিদের নির্দিষ্ট জেলার নির্দিষ্ট কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । যাবতীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন ।

লকডাউনে বিদেশে আটকে রয়েছেন প্রচুর ভারতীয় । তাঁদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই প্রচুর ভারতীয়কে দেশে ফিরিয়েছে কেন্দ্র । তবে যাঁরা ফিরছেন তাঁদের 14দিনের কোয়ারানটিন বাধ্যতামূলক করেছে কেন্দ্র । নয়তো হাসপাতালে বা নির্দিষ্ট কোয়ারানটিন সেন্টারে তাঁদের 14দিন থাকতেই হবে ।

14দিন পরে COVID-19 পরীক্ষা করা হবে । তার রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে ।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, 7মে থেকে 13মে-র মধ্যে 64টি এয়ার ইন্ডিয়া বিমানে 15,000 ভারতীয়কে বিদেশ থেকে ফেরানো হবে ।

কোচি(কেরালা), 8 মে : আবু ধাবি থেকে ফেরা 181জনের মধ্যে পাঁচজনকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হল । থার্মাল স্ক্রিনিং-র সময়ে তাঁদের মধ্যে কোরোনা উপসর্গ দেখা যায় ।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান IX 452 181জনকে নিয়ে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় । রাত 10টা 9 মিনিটে তাঁরা পৌঁছেছেন । এদের মধ্যে 49জন অন্তঃসত্ত্বা ছিলেন । চারজন নবজাতকও ফিরেছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ । তাঁদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

বাকিদের নির্দিষ্ট জেলার নির্দিষ্ট কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । যাবতীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন ।

লকডাউনে বিদেশে আটকে রয়েছেন প্রচুর ভারতীয় । তাঁদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই প্রচুর ভারতীয়কে দেশে ফিরিয়েছে কেন্দ্র । তবে যাঁরা ফিরছেন তাঁদের 14দিনের কোয়ারানটিন বাধ্যতামূলক করেছে কেন্দ্র । নয়তো হাসপাতালে বা নির্দিষ্ট কোয়ারানটিন সেন্টারে তাঁদের 14দিন থাকতেই হবে ।

14দিন পরে COVID-19 পরীক্ষা করা হবে । তার রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে ।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, 7মে থেকে 13মে-র মধ্যে 64টি এয়ার ইন্ডিয়া বিমানে 15,000 ভারতীয়কে বিদেশ থেকে ফেরানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.