ETV Bharat / bharat

কেরালায় নিখোঁজ থাকার পর গাছ থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার - Kottayam Medical College for postmortem

নিখোঁজ থাকার পর বাড়ির সামনের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক নাবালিকার দেহ । একই সঙ্গে 21 বছরের এক যুবতি বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে । ঘটনাটি কেরালার ইদুক্কি জেলার ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 15, 2020, 9:41 AM IST

ইদুক্কি (কেরালা ), 15 জুন : বাড়ির সামনের গাছ থেকে উদ্ধার হল নাবালিকার দেহ । অন্যদিকে, 21 বছর বয়সী তাঁর আত্মীয় এক যুবতিও বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে । তবে তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাটি কেরালার ইদুক্কি জেলার ভালারাতে কুলামানকুঝির ।

আদিমালি পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে ওই 2টি মেয়ে নিখোঁজ ছিল । তাঁরা দু'জনই তাঁদের মায়ের ফোন ব্যবহার করত । সেই ফোনের মাধ্যমে নিখোঁজ হওয়ার কিছু তথ্য পাওয়া যায় । পুলিশ তাদের নামে একটি নিখোঁজ ডায়েরি করে । কিন্তু শনিবার সকালে ওই দু'জনই বাড়ি ফিরে আসে । তদন্তের জন্য পরিবারের সদস্যরা তাদের দু'জনকেই পুলিশের সামনে আনার পরিকল্পনা করেন । কিন্তু এরপরই বাড়ির সামনের গাছ থেকে 17 বছরের ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কোট্টায়াম মেডিকেল কলেজে রাখা পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই নাবালিকার মৃত্যুর খবর পাওয়ার পরই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে 21 বছরের ওই যুবতি । তাকে এর্ণাকুলাম জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । তার অবস্থা এখনও গুরুতর। তবে পুলিশ ওই নাবালিকার ব্যবহৃত ফোনটি শনাক্ত করতে পারেনি ।

ইদুক্কি (কেরালা ), 15 জুন : বাড়ির সামনের গাছ থেকে উদ্ধার হল নাবালিকার দেহ । অন্যদিকে, 21 বছর বয়সী তাঁর আত্মীয় এক যুবতিও বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে । তবে তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাটি কেরালার ইদুক্কি জেলার ভালারাতে কুলামানকুঝির ।

আদিমালি পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে ওই 2টি মেয়ে নিখোঁজ ছিল । তাঁরা দু'জনই তাঁদের মায়ের ফোন ব্যবহার করত । সেই ফোনের মাধ্যমে নিখোঁজ হওয়ার কিছু তথ্য পাওয়া যায় । পুলিশ তাদের নামে একটি নিখোঁজ ডায়েরি করে । কিন্তু শনিবার সকালে ওই দু'জনই বাড়ি ফিরে আসে । তদন্তের জন্য পরিবারের সদস্যরা তাদের দু'জনকেই পুলিশের সামনে আনার পরিকল্পনা করেন । কিন্তু এরপরই বাড়ির সামনের গাছ থেকে 17 বছরের ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কোট্টায়াম মেডিকেল কলেজে রাখা পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই নাবালিকার মৃত্যুর খবর পাওয়ার পরই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে 21 বছরের ওই যুবতি । তাকে এর্ণাকুলাম জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । তার অবস্থা এখনও গুরুতর। তবে পুলিশ ওই নাবালিকার ব্যবহৃত ফোনটি শনাক্ত করতে পারেনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.