ETV Bharat / bharat

কেজরিওয়াল জিতলে উন্নয়ন কর্মসূচির জয় হবে : অধীর - BJP

ভরাডুবি যে হবে সেই ইঙ্গিত পাওয়া গেছে বুথফেরত সমীক্ষাতেই ৷ তাই এবার নির্বাচনে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে কেজরিওয়ালকে সমর্থন অধীর চৌধুরির ৷ বললেন, "কেজরিওয়াল জিতলে উন্নয়ন কর্মসূচির জয় হবে ৷"

অধীররঞ্জন চৌধুরি
ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Feb 9, 2020, 8:26 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : দিল্লির বিধানসভা নির্বাচনের ফলঘোষণা 11 ফেব্রুয়ারি ৷ প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষাই ইঙ্গিত দিচ্ছে ক্ষমতায় ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এবার ব-কলমে আম আদমি পার্টির পাশে দাঁড়ালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, এবারের নির্বাচনে BJP ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করেছিল ৷ আর কেজরিওয়ালের হাতিয়ার ছিল উন্নয়ন ৷ কেজরিওয়াল জিতলে তা উন্নয়ন কর্মসূচির পক্ষে জয় হবে ৷

বুথফেরত সমীক্ষাগুলি বলছে, 2015-র মতো এবারেও রাজধানীতে ভরাডুবি হবে কংগ্রেসের । এই পরিস্থিতিতে আজ অধীররঞ্জন চৌধুরি বলেন, "আমরা সর্ব শক্তি দিয়েই ভোটযুদ্ধে নেমেছিলাম । এবারের ভোটে BJP তাদের সমস্ত সাম্প্রদায়িক ইশুগুলিকে হাতিয়ার করেছিল ৷ কেজরিওয়ালজি ভোটে লড়েছেন উন্নয়নের ইশু নিয়ে ৷ কেজরিওয়াল যদি ভোটে জয়ী হন, তবে তা উন্নয়ন কর্মসূচির পক্ষে জয় হবে ৷"

আরও পড়ুন : ফের ক্ষমতায় কেজরিওয়াল, ইঙ্গিত বুথ-ফেরত সমীক্ষায়

বুথফেরত সমীক্ষাগুলির হিসেব বলছে, 11 ফেব্রুয়ারির ভোটগণনায় 47 থেকে 68 টির মাঝামাঝি কিছু একটা আসন পেতে চলেছে আম আদমি পার্টি ৷ 2015-র তুলনায় এবারে BJP-র আসন সংখ্যাও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে বেশিরভাগ বুথফেরত সমীক্ষা ৷ সেখানে দাঁড়িয়ে 70 আসনের দিল্লির বিধানসভায় কংগ্রেসের ঠাঁই হচ্ছে তৃতীয় স্থানে ৷

বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স নিয়ে আজ পর্যালোচনায় বসেছিলেন অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "আমরা কোনওদিনই বলিনি দিল্লির নির্বাচনে আমরা আশাতীত ভালো ফল করব ৷ আমরা আমাদের সর্ব শক্তি দিয়েই ভোটযুদ্ধে নেমেছিলাম ৷ আশা করছি নির্বাচনের ফলাফলে আমরা সকলেই খুশি হব ৷"

দিল্লি, 9 ফেব্রুয়ারি : দিল্লির বিধানসভা নির্বাচনের ফলঘোষণা 11 ফেব্রুয়ারি ৷ প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষাই ইঙ্গিত দিচ্ছে ক্ষমতায় ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এবার ব-কলমে আম আদমি পার্টির পাশে দাঁড়ালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, এবারের নির্বাচনে BJP ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করেছিল ৷ আর কেজরিওয়ালের হাতিয়ার ছিল উন্নয়ন ৷ কেজরিওয়াল জিতলে তা উন্নয়ন কর্মসূচির পক্ষে জয় হবে ৷

বুথফেরত সমীক্ষাগুলি বলছে, 2015-র মতো এবারেও রাজধানীতে ভরাডুবি হবে কংগ্রেসের । এই পরিস্থিতিতে আজ অধীররঞ্জন চৌধুরি বলেন, "আমরা সর্ব শক্তি দিয়েই ভোটযুদ্ধে নেমেছিলাম । এবারের ভোটে BJP তাদের সমস্ত সাম্প্রদায়িক ইশুগুলিকে হাতিয়ার করেছিল ৷ কেজরিওয়ালজি ভোটে লড়েছেন উন্নয়নের ইশু নিয়ে ৷ কেজরিওয়াল যদি ভোটে জয়ী হন, তবে তা উন্নয়ন কর্মসূচির পক্ষে জয় হবে ৷"

আরও পড়ুন : ফের ক্ষমতায় কেজরিওয়াল, ইঙ্গিত বুথ-ফেরত সমীক্ষায়

বুথফেরত সমীক্ষাগুলির হিসেব বলছে, 11 ফেব্রুয়ারির ভোটগণনায় 47 থেকে 68 টির মাঝামাঝি কিছু একটা আসন পেতে চলেছে আম আদমি পার্টি ৷ 2015-র তুলনায় এবারে BJP-র আসন সংখ্যাও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে বেশিরভাগ বুথফেরত সমীক্ষা ৷ সেখানে দাঁড়িয়ে 70 আসনের দিল্লির বিধানসভায় কংগ্রেসের ঠাঁই হচ্ছে তৃতীয় স্থানে ৷

বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স নিয়ে আজ পর্যালোচনায় বসেছিলেন অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "আমরা কোনওদিনই বলিনি দিল্লির নির্বাচনে আমরা আশাতীত ভালো ফল করব ৷ আমরা আমাদের সর্ব শক্তি দিয়েই ভোটযুদ্ধে নেমেছিলাম ৷ আশা করছি নির্বাচনের ফলাফলে আমরা সকলেই খুশি হব ৷"

New Delhi, Feb 09 (ANI): Congress leader Adhir Ranjan Chowdhury said that if Kejriwal wins Delhi assembly elections, then it will be a victory of the developmental agendas."We fought this election with all our strength. In this election, BJP put forth all the communal agendas and Arvind Kejriwal put forth developmental agendas. If Kejriwal wins, then it will be a victory of the developmental agendas," said Adhir Ranjan Chowdhury.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.