দিল্লি, 9 ফেব্রুয়ারি : দিল্লির বিধানসভা নির্বাচনের ফলঘোষণা 11 ফেব্রুয়ারি ৷ প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষাই ইঙ্গিত দিচ্ছে ক্ষমতায় ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এবার ব-কলমে আম আদমি পার্টির পাশে দাঁড়ালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, এবারের নির্বাচনে BJP ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করেছিল ৷ আর কেজরিওয়ালের হাতিয়ার ছিল উন্নয়ন ৷ কেজরিওয়াল জিতলে তা উন্নয়ন কর্মসূচির পক্ষে জয় হবে ৷
বুথফেরত সমীক্ষাগুলি বলছে, 2015-র মতো এবারেও রাজধানীতে ভরাডুবি হবে কংগ্রেসের । এই পরিস্থিতিতে আজ অধীররঞ্জন চৌধুরি বলেন, "আমরা সর্ব শক্তি দিয়েই ভোটযুদ্ধে নেমেছিলাম । এবারের ভোটে BJP তাদের সমস্ত সাম্প্রদায়িক ইশুগুলিকে হাতিয়ার করেছিল ৷ কেজরিওয়ালজি ভোটে লড়েছেন উন্নয়নের ইশু নিয়ে ৷ কেজরিওয়াল যদি ভোটে জয়ী হন, তবে তা উন্নয়ন কর্মসূচির পক্ষে জয় হবে ৷"
আরও পড়ুন : ফের ক্ষমতায় কেজরিওয়াল, ইঙ্গিত বুথ-ফেরত সমীক্ষায়
বুথফেরত সমীক্ষাগুলির হিসেব বলছে, 11 ফেব্রুয়ারির ভোটগণনায় 47 থেকে 68 টির মাঝামাঝি কিছু একটা আসন পেতে চলেছে আম আদমি পার্টি ৷ 2015-র তুলনায় এবারে BJP-র আসন সংখ্যাও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে বেশিরভাগ বুথফেরত সমীক্ষা ৷ সেখানে দাঁড়িয়ে 70 আসনের দিল্লির বিধানসভায় কংগ্রেসের ঠাঁই হচ্ছে তৃতীয় স্থানে ৷
বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স নিয়ে আজ পর্যালোচনায় বসেছিলেন অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "আমরা কোনওদিনই বলিনি দিল্লির নির্বাচনে আমরা আশাতীত ভালো ফল করব ৷ আমরা আমাদের সর্ব শক্তি দিয়েই ভোটযুদ্ধে নেমেছিলাম ৷ আশা করছি নির্বাচনের ফলাফলে আমরা সকলেই খুশি হব ৷"