ETV Bharat / bharat

দিল্লির দিল জিতে ম্যান অব দ্য ম্যাচ মাফলারম্যানই - অরবিন্দ কেজরিওয়াল

দিল্লিতে তৃতীয়বারের জন্য জয়ী হলেন কেজরিওয়াল ৷ আর আজকের নির্বাচনী বাজারে নেট দুনিয়ায় ভাইরাল হল এক ছবি ৷ চোখে চশমা, নাকের নীচে গোঁফ, মাফলার, সোয়েটার, মাথায় AAP-এর টুপি পরে এক খুদে ৷ ঠিক যেন 'ছোটা কেজরিওয়াল' ৷

Delhi Assembly Election 2020
ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Feb 11, 2020, 11:12 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি : আম আদমি পার্টির টুইটারে আজ শেয়ার করা হয় একটি ছবি ৷ চশমা, নাকের নীচে গোঁফ, মাফলার, সোয়েটার, মাথায় দলীয় টুপি ৷ সবই রয়েছে খুদে ওই কেজরিওয়ালের ৷ ভোটযুদ্ধের দিনে AAP-এর টুইটারে শেয়ার করা ওই ছবিটি নিমেষে নজর কাড়ে নেটিজেনদের ৷

কেজরিওয়াল নামটা মনে আসলেই প্রথম মাথায় আসে মাফলার পরা, মাথায় টুপি পরা এক স্মিত হাস্যময় মুখ ৷ আজ তৃতীয়বারের জন্য দিল্লির নির্বাচনী বৈতরণী পার করলেন তিনি ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টুইটারেও ছেয়ে যান অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে আজ টুইটারে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ছাড়াও উঠে এসেছে আরও এক খুদের মুখ ৷ কয়েক মুহুর্তেই সেই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷ চার ঘণ্টা পরে ছবিটি আরও একবার রিটুইট করা হলে সেটিতেও লাইকের বন্যা বয়ে যায় ৷ 15 হাজারেরও বেশি লাইক ও 448 টি কমেন্টস আসে ছবিটিতে ৷

বিগত পাঁচ বছরে বেশ কিছু প্রতিশ্রুতি পালন করেছে আম আদমির সরকার ৷ মহল্লা ক্লিনিক চালু করা থেকে শুরু করে বেসরকারি হাসপাতালগুলিকেও বিশেষ ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে কেজরিওয়াল বাধ্য করেছেন তাঁর পাঁচ বছরের মেয়াদে ৷ রাজধানীর বুকে বিনামূল্যে হৃদযন্ত্র প্রতিস্থাপনের মতো ঘটনাও ঘটেছে কেজরিওয়ালের মেয়াদকালেই ৷

ভোটযন্ত্রেও তারই প্রতিফলন ৷ বিপুল সংখ্যক এই ভোটে খুশি কেজরিওয়ালও ৷ আপ্লুত হয়ে দিল্লির নাগরিকদের বলেন, " আপনারা অসাধারণ কাজ করেছেন ৷ আমি আপনাদের ভালোবাসি ৷ আমার দলীয় কর্মীরা ও পরিবারের লোকজনও সবসময় আমার পাশে ছিল ৷ আজ আমার স্ত্রী'র জন্মদিন ৷ আজ আমরা আপনাদের সকলের সঙ্গে এই কেক ভাগ করে নেব ৷"

দিল্লি, 11 ফেব্রুয়ারি : আম আদমি পার্টির টুইটারে আজ শেয়ার করা হয় একটি ছবি ৷ চশমা, নাকের নীচে গোঁফ, মাফলার, সোয়েটার, মাথায় দলীয় টুপি ৷ সবই রয়েছে খুদে ওই কেজরিওয়ালের ৷ ভোটযুদ্ধের দিনে AAP-এর টুইটারে শেয়ার করা ওই ছবিটি নিমেষে নজর কাড়ে নেটিজেনদের ৷

কেজরিওয়াল নামটা মনে আসলেই প্রথম মাথায় আসে মাফলার পরা, মাথায় টুপি পরা এক স্মিত হাস্যময় মুখ ৷ আজ তৃতীয়বারের জন্য দিল্লির নির্বাচনী বৈতরণী পার করলেন তিনি ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টুইটারেও ছেয়ে যান অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে আজ টুইটারে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ছাড়াও উঠে এসেছে আরও এক খুদের মুখ ৷ কয়েক মুহুর্তেই সেই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷ চার ঘণ্টা পরে ছবিটি আরও একবার রিটুইট করা হলে সেটিতেও লাইকের বন্যা বয়ে যায় ৷ 15 হাজারেরও বেশি লাইক ও 448 টি কমেন্টস আসে ছবিটিতে ৷

বিগত পাঁচ বছরে বেশ কিছু প্রতিশ্রুতি পালন করেছে আম আদমির সরকার ৷ মহল্লা ক্লিনিক চালু করা থেকে শুরু করে বেসরকারি হাসপাতালগুলিকেও বিশেষ ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে কেজরিওয়াল বাধ্য করেছেন তাঁর পাঁচ বছরের মেয়াদে ৷ রাজধানীর বুকে বিনামূল্যে হৃদযন্ত্র প্রতিস্থাপনের মতো ঘটনাও ঘটেছে কেজরিওয়ালের মেয়াদকালেই ৷

ভোটযন্ত্রেও তারই প্রতিফলন ৷ বিপুল সংখ্যক এই ভোটে খুশি কেজরিওয়ালও ৷ আপ্লুত হয়ে দিল্লির নাগরিকদের বলেন, " আপনারা অসাধারণ কাজ করেছেন ৷ আমি আপনাদের ভালোবাসি ৷ আমার দলীয় কর্মীরা ও পরিবারের লোকজনও সবসময় আমার পাশে ছিল ৷ আজ আমার স্ত্রী'র জন্মদিন ৷ আজ আমরা আপনাদের সকলের সঙ্গে এই কেক ভাগ করে নেব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.