ETV Bharat / bharat

তেলাঙ্গানার কোরোনা পরিস্থিতি নিয়ে আজ পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর - কে চন্দ্রশেখর রাও

তেলাঙ্গানা সরকার একটি বিজ্ঞপ্তিতে জানায়, এখনও পর্যন্ত কোরোনা মোকাবিলায় ও লকডাউন সফল করতে যে পদক্ষেপগুলি করা হয়েছে সেগুলি নিয়ে আজ পর্যালোচনার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । পাশাপাশি ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

K Chandrasekhar Rao
কে চন্দ্রশেখর রাও
author img

By

Published : May 27, 2020, 10:30 AM IST

হায়দরাবাদ, 27 মে : তেলাঙ্গানার কোরোনা পরিস্থিতি নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । পাশাপাশি 2 জুন তেলাঙ্গানার প্রতিষ্ঠা দিবসের উদযাপন কীভাবে করা যায় তা নিয়েও এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে ।

তেলাঙ্গানা সরকার একটি বিজ্ঞপ্তিতে জানায়, এখনও পর্যন্ত কোরোনা মোকাবিলায় ও লকডাউন সফল করতে যে পদক্ষেপগুলি করা হয়েছে সেগুলি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে । পাশাপাশি ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

প্রধানমন্ত্রীর ঘোষণা করার আগেই 31 মে পর্যন্ত তেলাঙ্গানায় লকডাউনের মেয়াদ বাড়ান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । তবে, বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয় । আজকের এই বৈঠকে সেবিষয়ে আলোচনা হবে । ঠিক করা হবে, দোকান খোলার নিয়ম জারি থাকবে নাকি তাতে কোনও পরিবর্তন আনা হবে । আসন্ন বর্ষার মরশুমে খামারগুলি খোলা হবে কি না সেবিষয়ে আলোচনা হবে এই পর্যালোচনা বৈঠকে ।

অন্যদিকে 2 জুন তেলাঙ্গানার প্রতিষ্ঠা দিবস । 2014 সালের এই দিনটিতেই তেলাঙ্গানা আলাদা রাজ্যের স্বীকৃতি পায় । তাই প্রতিবছর এই দিনটি জাঁকজমকভাবে উদযাপিত হয় । কিন্তু এবছর কোরোনা সংক্রমণের বিষয়টিকে মাথায় রেখে কীভাবে এই দিনটি উদযাপন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই পর্যালোচনা বৈঠকে ।

হায়দরাবাদ, 27 মে : তেলাঙ্গানার কোরোনা পরিস্থিতি নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । পাশাপাশি 2 জুন তেলাঙ্গানার প্রতিষ্ঠা দিবসের উদযাপন কীভাবে করা যায় তা নিয়েও এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে ।

তেলাঙ্গানা সরকার একটি বিজ্ঞপ্তিতে জানায়, এখনও পর্যন্ত কোরোনা মোকাবিলায় ও লকডাউন সফল করতে যে পদক্ষেপগুলি করা হয়েছে সেগুলি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে । পাশাপাশি ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

প্রধানমন্ত্রীর ঘোষণা করার আগেই 31 মে পর্যন্ত তেলাঙ্গানায় লকডাউনের মেয়াদ বাড়ান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । তবে, বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয় । আজকের এই বৈঠকে সেবিষয়ে আলোচনা হবে । ঠিক করা হবে, দোকান খোলার নিয়ম জারি থাকবে নাকি তাতে কোনও পরিবর্তন আনা হবে । আসন্ন বর্ষার মরশুমে খামারগুলি খোলা হবে কি না সেবিষয়ে আলোচনা হবে এই পর্যালোচনা বৈঠকে ।

অন্যদিকে 2 জুন তেলাঙ্গানার প্রতিষ্ঠা দিবস । 2014 সালের এই দিনটিতেই তেলাঙ্গানা আলাদা রাজ্যের স্বীকৃতি পায় । তাই প্রতিবছর এই দিনটি জাঁকজমকভাবে উদযাপিত হয় । কিন্তু এবছর কোরোনা সংক্রমণের বিষয়টিকে মাথায় রেখে কীভাবে এই দিনটি উদযাপন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই পর্যালোচনা বৈঠকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.