ETV Bharat / bharat

দ্রুত স্বাভাবিক হবে কাশ্মীর, "নির্দিষ্ট মাথাতেই" রয়েছে বিধিনিষেধ : শাহ - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কাশ্মীরে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ আগামী 10 বছরে জম্মু ও কাশ্মীর সবথেকে উন্নত রাজ্য হবে ৷ বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

অমিত শাহ
author img

By

Published : Sep 30, 2019, 2:02 AM IST

দিল্লি, 30 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর নিয়ে "ভুয়ো তথ্য" ছড়ানোর জন্য ফের বিরোধীদের তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দাবি করলেন, আদতে সে রাজ্যে কোনও বিধিনিষেধ নেই ৷ পুরোটাই রয়েছে "নির্দিষ্ট কিছু মাথায় ৷" খুব দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ও 35A ধারা প্রত্যাহার করা হয় ৷ তারপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে বিধিনিষেধ জারি হয় ৷ কোনও সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ল্যান্ডলাইন সংযোগ , মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ৷ পরে অবশ্য ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হয়েছে ৷ তা সত্ত্বেও বিরোধীরা ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন অমিত ৷ গতকাল দিল্লিতে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কাশ্মীরের যে কোনও জায়গায় ঘোরাফেরা করতে পারছেন সাধারণ মানুষ ৷ ভারতের অন্য প্রান্ত থেকেও সাংবাদিকরা নিয়মিত কাশ্মীরে যাচ্ছেন ৷ কোথায় বিধিনিষেধ ? এটা শুধুমাত্র আপনাদের মাথায় রয়েছে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : "কাশ্মীর ইশুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়া হিমালয়ের মতো ভুল ছিল নেহরুর"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "জম্মু ও কাশ্মীরের 196 টি থানার কোথাও কারফিউ নেই ৷ আটটি থানা এলাকায় 144 ধারা জারি রয়েছে ৷ যা একসঙ্গে চারের বেশি মানুষের জমায়েত বা রাজনৈতিক মিছিলের উপর নিষেধাজ্ঞা চাপায় ৷ ল্যান্ডলাইন চালু রয়েছে ৷ বরং 5 অগাস্টের পর সে রাজ্যে নতুন 6 হাজার 200 টি টেলিফোন বুথ (PCO)চালু হয়েছে ৷ " পাশাপাশি তিনি দাবি করেন, আগামী 10 বছরে জম্মু ও কাশ্মীর সবথেকে উন্নত রাজ্য হবে ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীরে দিনে গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করল পুলিশ

দীর্ঘদিন ধরে কাশ্মীরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত থাকার জন্য একাধিক মহল থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে ৷ এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "টেলিফোন না থাকা মানবাধিকার লঙ্ঘন নয় ৷ 370 ধারার জন্য জম্মু ও কাশ্মীরে 41 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এত বছর ধরে জম্মু ও কাশ্মীরে শহিদ জওয়ানদের বিধবা স্ত্রী'দের বেদনা কেন দেখতে পাননি মানবাধিকারের হয়ে সওয়ালকারীরা ?"

এই সংক্রান্ত আরও খবর : জম্মুর পাঁচ জেলায় চালু মোবাইল নেটওয়ার্ক

অমিতের দাবি, 370 ধারা প্রত্যাহারের আগে কাশ্মীরে 8-10 বছরের মেয়েদেরও বিয়ে দেওয়া হত ৷ কারণ, 370 ধারার জন্য নাবালিকা বিবাহ-বিরোধী আইন (18 বছরের নিচে মেয়েদের বিয়ে নিষিদ্ধ) সেখানে প্রয়োজ্য হত না ৷ তিনি বলেন, "অন্তত 106 টি কেন্দ্রীয় আইন জম্মু ও কাশ্মীরে প্রয়োজ্য হত না ৷ "

এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীরকে আবার স্বর্গে পরিণত করতে হবে : মোদি

দিল্লি, 30 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর নিয়ে "ভুয়ো তথ্য" ছড়ানোর জন্য ফের বিরোধীদের তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দাবি করলেন, আদতে সে রাজ্যে কোনও বিধিনিষেধ নেই ৷ পুরোটাই রয়েছে "নির্দিষ্ট কিছু মাথায় ৷" খুব দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ও 35A ধারা প্রত্যাহার করা হয় ৷ তারপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে বিধিনিষেধ জারি হয় ৷ কোনও সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ল্যান্ডলাইন সংযোগ , মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ৷ পরে অবশ্য ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হয়েছে ৷ তা সত্ত্বেও বিরোধীরা ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন অমিত ৷ গতকাল দিল্লিতে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কাশ্মীরের যে কোনও জায়গায় ঘোরাফেরা করতে পারছেন সাধারণ মানুষ ৷ ভারতের অন্য প্রান্ত থেকেও সাংবাদিকরা নিয়মিত কাশ্মীরে যাচ্ছেন ৷ কোথায় বিধিনিষেধ ? এটা শুধুমাত্র আপনাদের মাথায় রয়েছে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : "কাশ্মীর ইশুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়া হিমালয়ের মতো ভুল ছিল নেহরুর"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "জম্মু ও কাশ্মীরের 196 টি থানার কোথাও কারফিউ নেই ৷ আটটি থানা এলাকায় 144 ধারা জারি রয়েছে ৷ যা একসঙ্গে চারের বেশি মানুষের জমায়েত বা রাজনৈতিক মিছিলের উপর নিষেধাজ্ঞা চাপায় ৷ ল্যান্ডলাইন চালু রয়েছে ৷ বরং 5 অগাস্টের পর সে রাজ্যে নতুন 6 হাজার 200 টি টেলিফোন বুথ (PCO)চালু হয়েছে ৷ " পাশাপাশি তিনি দাবি করেন, আগামী 10 বছরে জম্মু ও কাশ্মীর সবথেকে উন্নত রাজ্য হবে ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীরে দিনে গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করল পুলিশ

দীর্ঘদিন ধরে কাশ্মীরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত থাকার জন্য একাধিক মহল থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে ৷ এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "টেলিফোন না থাকা মানবাধিকার লঙ্ঘন নয় ৷ 370 ধারার জন্য জম্মু ও কাশ্মীরে 41 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এত বছর ধরে জম্মু ও কাশ্মীরে শহিদ জওয়ানদের বিধবা স্ত্রী'দের বেদনা কেন দেখতে পাননি মানবাধিকারের হয়ে সওয়ালকারীরা ?"

এই সংক্রান্ত আরও খবর : জম্মুর পাঁচ জেলায় চালু মোবাইল নেটওয়ার্ক

অমিতের দাবি, 370 ধারা প্রত্যাহারের আগে কাশ্মীরে 8-10 বছরের মেয়েদেরও বিয়ে দেওয়া হত ৷ কারণ, 370 ধারার জন্য নাবালিকা বিবাহ-বিরোধী আইন (18 বছরের নিচে মেয়েদের বিয়ে নিষিদ্ধ) সেখানে প্রয়োজ্য হত না ৷ তিনি বলেন, "অন্তত 106 টি কেন্দ্রীয় আইন জম্মু ও কাশ্মীরে প্রয়োজ্য হত না ৷ "

এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীরকে আবার স্বর্গে পরিণত করতে হবে : মোদি

Palampur (Himachal Pradesh), Sep 29 (ANI): Last rites of Lt Col Rajneesh Parmar were performed in Palampur on September 29. Parmar's family mourned his death. He lost his life in an Indian Army helicopter crash in Bhutan on September 27. Army officials, police officials were present during his last rites. He was accorded gun salute by the Indian Army.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.