ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত কার্তি চিদম্বরম

টুইটারে তিনি জানান, কোরোনার মৃদু উপসর্গ রয়েছে । চিকিৎসকের পরামপর্শে হোম কোয়ারানটিনে রয়েছেন ।

Karti Chidambaram
কার্তি চিদম্বরম
author img

By

Published : Aug 3, 2020, 12:25 PM IST

দিল্লি, 3 অগাস্ট : কোরোনায় আক্রান্ত কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম । নিজের টুইটার হ্যান্ডেলে একথা জানান তিনি । চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারানটিনে রয়েছেন ।

দেশে দ্রুত গতিতে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । প্রতিদিনই গড়ে 50 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে । বাদ যাচ্ছেন না রাজনৈতিক নেতা থেকে মন্ত্রী কেউই । সংক্রমণ ছড়াচ্ছে প্রায় সব ক্ষেত্রেই । গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ।

আরও পড়ুন : 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 52,696

আজ কোরোনা রিপোর্ট পজ়িটিভ এল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরের ছেলে কার্তি চিদম্বরমের । টুইটারে তিনি জানান, কোরোনার মৃদু উপসর্গ রয়েছে । চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারানটিনে রয়েছেন । এ ক'দিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা যেন চিকিৎসাবিধি মেনে চলেন ।

দিল্লি, 3 অগাস্ট : কোরোনায় আক্রান্ত কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম । নিজের টুইটার হ্যান্ডেলে একথা জানান তিনি । চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারানটিনে রয়েছেন ।

দেশে দ্রুত গতিতে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । প্রতিদিনই গড়ে 50 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে । বাদ যাচ্ছেন না রাজনৈতিক নেতা থেকে মন্ত্রী কেউই । সংক্রমণ ছড়াচ্ছে প্রায় সব ক্ষেত্রেই । গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ।

আরও পড়ুন : 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 52,696

আজ কোরোনা রিপোর্ট পজ়িটিভ এল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরের ছেলে কার্তি চিদম্বরমের । টুইটারে তিনি জানান, কোরোনার মৃদু উপসর্গ রয়েছে । চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারানটিনে রয়েছেন । এ ক'দিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা যেন চিকিৎসাবিধি মেনে চলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.