ETV Bharat / bharat

হুমকির জেরে পদত্যাগ করেছে বিক্ষুব্ধ বিধায়করা, বলছেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ - bjp

বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইলেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার ।

রমেশ কুমার
author img

By

Published : Jul 11, 2019, 9:42 PM IST

Updated : Jul 11, 2019, 11:26 PM IST

বেঙ্গালুরু, 11 জুলাই : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কর্নাটকের কংগ্রেস-JD(S)-এর বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র জমা নিলেন অধ্যক্ষ । অবশ্য বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইলেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার ।

আজ এক মামলার প্রেক্ষিতে কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের অধ্যক্ষের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে । স্পিকারের সিদ্ধান্ত আগামীকাল শোনার কথা সুপ্রিম কোর্টের । তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের কাছে বাড়তি সময় চাইলেন অধ্যক্ষ ।

সাংবাদিক বৈঠক করে অধ্যক্ষ রমেশ কুমার বলেন, "আমি ইস্তফাপত্র গ্রহণ করেছি । ইস্তফাপত্রগুলি খতিয়ে দেখার জন্য সময় লাগবে ।" তিনি আরও বলেন, "বিধায়করা আমাকে বলেন যে হুমকির জেরে তাঁরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে । আমি ওঁদের জিজ্ঞাসা করি, এরকম হলে আমার কাছে এল না কেন ? আমি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতাম । বিধায়কদের সঙ্গে বৈঠক আমি রেকর্ড করে রেখেছি । আদালতকে তা জমা দেব ।"

রমেশ কুমার আরও বলেন, "6 জুলাই, আমি দুপুর দেড়টা পর্যন্ত চেম্বারে ছিলাম । বিধায়করা আসেন দুপুর 2টোয় । তাঁরা আগে থেকে কোনও অ্যাপয়েন্টমেন্টও নেননি । সুতরাং তাঁরা আসবে শুনেই পালিয়ে গেছি, এটা মিথ্যা । আমি ততক্ষণ অফিসেই ছিলাম এবং তারপর আমি ব্যক্তিগত কাজে বেরোই । তার আগে কোনও বিধায়ক আমার কাছে আসেননি ।" এরপর তিনি বলেন, "এর জেরে সবাই মনে করছে আমি একজন খারাপ মানুষ । প্লিজ় আমাকে একটু শান্তিতে মরতে দিন ।"

অধ্যক্ষ তাঁদের ইস্তফা না নেওয়ায় গতকালই সুপ্রিম কোর্টে যান বিক্ষুব্ধ বিধায়করা । সুপ্রিম কোর্টে আবেদন করেন, তাঁদের ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করুক অধ্যক্ষ । সেই মামলার প্রেক্ষিতে বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

বেঙ্গালুরু, 11 জুলাই : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কর্নাটকের কংগ্রেস-JD(S)-এর বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র জমা নিলেন অধ্যক্ষ । অবশ্য বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইলেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার ।

আজ এক মামলার প্রেক্ষিতে কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের অধ্যক্ষের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে । স্পিকারের সিদ্ধান্ত আগামীকাল শোনার কথা সুপ্রিম কোর্টের । তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের কাছে বাড়তি সময় চাইলেন অধ্যক্ষ ।

সাংবাদিক বৈঠক করে অধ্যক্ষ রমেশ কুমার বলেন, "আমি ইস্তফাপত্র গ্রহণ করেছি । ইস্তফাপত্রগুলি খতিয়ে দেখার জন্য সময় লাগবে ।" তিনি আরও বলেন, "বিধায়করা আমাকে বলেন যে হুমকির জেরে তাঁরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে । আমি ওঁদের জিজ্ঞাসা করি, এরকম হলে আমার কাছে এল না কেন ? আমি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতাম । বিধায়কদের সঙ্গে বৈঠক আমি রেকর্ড করে রেখেছি । আদালতকে তা জমা দেব ।"

রমেশ কুমার আরও বলেন, "6 জুলাই, আমি দুপুর দেড়টা পর্যন্ত চেম্বারে ছিলাম । বিধায়করা আসেন দুপুর 2টোয় । তাঁরা আগে থেকে কোনও অ্যাপয়েন্টমেন্টও নেননি । সুতরাং তাঁরা আসবে শুনেই পালিয়ে গেছি, এটা মিথ্যা । আমি ততক্ষণ অফিসেই ছিলাম এবং তারপর আমি ব্যক্তিগত কাজে বেরোই । তার আগে কোনও বিধায়ক আমার কাছে আসেননি ।" এরপর তিনি বলেন, "এর জেরে সবাই মনে করছে আমি একজন খারাপ মানুষ । প্লিজ় আমাকে একটু শান্তিতে মরতে দিন ।"

অধ্যক্ষ তাঁদের ইস্তফা না নেওয়ায় গতকালই সুপ্রিম কোর্টে যান বিক্ষুব্ধ বিধায়করা । সুপ্রিম কোর্টে আবেদন করেন, তাঁদের ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করুক অধ্যক্ষ । সেই মামলার প্রেক্ষিতে বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

New Delhi, July 05 (ANI): Days ahead of Kargil Vijay Diwas, Chief of Indian Army General Bipin Rawat, on Friday, said that it is unlikely that Pakistan would dare to carry out a Kargil-like misadventure again. Rawat said in response to a question on whether Pakistan can attempt a Kargil-like infiltration. He further added, "There is no such area that we have left unguarded. Our surveillance team is keeping a tight watch and regularly patrolling the areas." He was speaking to reporters on the sidelines of an event to commemorate 20 years of Operation Vijay, India's war against Pakistan in Kargil.
Last Updated : Jul 11, 2019, 11:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.