ETV Bharat / bharat

কর্নাটকে বেসরকারি বাসে আগুন, মৃত 5 - কর্ণাটকে প্রাইভেট বাসে আগুন

বাসটিতে ইঞ্জিনের কোনও সমস্যা ছিল । তার থেকেই এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে ।

Bus caught fire
প্রাইভেট বাসে আগুন
author img

By

Published : Aug 12, 2020, 8:08 AM IST

Updated : Aug 12, 2020, 9:03 AM IST

চিত্রদুর্গা , 12 অগাস্ট : কর্নাটকে বেসরকারি বাসে আগুন । ঘটনাস্থানেই পাঁচ জনের মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে 4 নম্বর জাতীয় সড়কের উপর । বাসটি বিজয়াপুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল । বাসে 32 জন যাত্রী ছিল । তাঁদের মধ্যে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশু । আগুনে পুড়ে মৃত্যু হয়েছে শিশু দুটির মায়েরও । বাসটিতে ইঞ্জিনের কোনও সমস্যা ছিল । তার থেকেই এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে । ঘটনাস্থান পরিদর্শন করেন হিরিউর SP রাধিকা ।

Private bus goes up in flames
আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বাসটি

আহতদের জেলার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনায় FIR দায়ের করে তদন্ত শুরু করেছে হিরিউর থানার পুলিশ ।

কর্নাটকে বেসরকারি বাসে আগুন , ঘটনাস্থান পরিদর্শন করেন হিরিউর SP রাধিকা

চিত্রদুর্গা , 12 অগাস্ট : কর্নাটকে বেসরকারি বাসে আগুন । ঘটনাস্থানেই পাঁচ জনের মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে 4 নম্বর জাতীয় সড়কের উপর । বাসটি বিজয়াপুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল । বাসে 32 জন যাত্রী ছিল । তাঁদের মধ্যে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশু । আগুনে পুড়ে মৃত্যু হয়েছে শিশু দুটির মায়েরও । বাসটিতে ইঞ্জিনের কোনও সমস্যা ছিল । তার থেকেই এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে । ঘটনাস্থান পরিদর্শন করেন হিরিউর SP রাধিকা ।

Private bus goes up in flames
আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বাসটি

আহতদের জেলার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনায় FIR দায়ের করে তদন্ত শুরু করেছে হিরিউর থানার পুলিশ ।

কর্নাটকে বেসরকারি বাসে আগুন , ঘটনাস্থান পরিদর্শন করেন হিরিউর SP রাধিকা
Last Updated : Aug 12, 2020, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.