ETV Bharat / bharat

ফের ইয়েদুরাপ্পার হাতেই কি কর্নাটকের ভার ? - বিএস ইয়েদুরাপ্পা

ফের কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ?

ফের ইয়েদুরাপ্পার হাতেই কি কর্নাটকের ভার ?
author img

By

Published : Jul 24, 2019, 8:49 AM IST

Updated : Jul 24, 2019, 11:21 AM IST

বেঙ্গালুরু, 24 জুলাই : সংকট কবে কাটবে, তা নিয়ে অপেক্ষায় ছিল গোটা দেশ ৷ তিন সপ্তাহ ধরে বিধানসভায় একের পর এক বিতর্ক পেরিয়ে গতকাল সন্ধ্যার আস্থাভোটে যবনিকা পতন ৷ কর্নাটক বিধানসভায় আস্থাভোটে হারেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ৷ কুমারস্বামী সরকারের পতনের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠছে, কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? অবশ্য একটা নামই এখন পর্যন্ত উঠে আসছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে । তিনি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷

গতকাল কুমারস্বামীর পক্ষে ভোট পড়েছে 99টি, বিপক্ষে 105টি ৷ কংগ্রেস-JDS জোটের 14 মাসের সরকারের পতনকে কর্মের ফল বলেই উল্লেখ করেছে BJP ৷ গতকাল রাতেই কুমারস্বামী পদত্যাগপত্র রাজ্যপালকে জমা দেওয়ার পরই ইয়েদুরাপ্পা আবেদন করতে চলেছেন পরবর্তী সরকার গড়ার ৷

সরকার গঠনের জন্য রাজ্যপালকে আবেদন জানানোর আগে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের সভাপতি অমিত শাহের সঙ্গে কথা বলবেন ইয়েদুরাপ্পা ৷ কথা হবে জেপি নাড্ডার সঙ্গেও । আজ পরিষদীয় দলের বৈঠকে বসবে BJP ৷ এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কার হাতে যেতে চলেছে মুখ্যমন্ত্রীর ব্যাটন ৷

আরও পড়ুন : 4 দিনের নাটক শেষে পতন 14 মাসের সরকারের, আস্থা হারিয়ে পদত্যাগ কুমারস্বামীর

কর্নাটকে 2018 সালে বিধানসভা নির্বাচনের পর BJP-কে রুখতে কংগ্রেস ও JDS জোট তৈরি করে । সর্ববৃহৎ দল হিসেবে BJP সরকার গড়লেও, কংগ্রেস-JDS-এর মিলিত শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল । তারপর JDS-এর কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী বেছে নিয়ে জোট সরকার গড়ে তুলেছিল কংগ্রেস । মাত্র 14 মাসের মধ্যে গদি হারাল জোট সরকার ৷

কুমারস্বামী ইস্তফা দিয়ে নিজেকে ''সবচেয়ে সুখী মানুষ'' ঘোষণার পর ইয়েদুরাপ্পা বলেন, ''এবার কন্নড়ভূমি নতুন এক অধ্যায়ের সূচনা দেখতে পাবে৷ '' যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে BJP মুখ্যমন্ত্রী পদে কারও নাম ঘোষণা করেননি ৷ তবে দৌড়ে যে ইয়েদুরাপ্পা এগিয়ে তা স্পষ্ট ৷ তবে অন্য একটি বিষয়ও উঠে আসছে ৷ তা ইয়েদুরাপ্পার বয়স ৷ তিনি এখন 76 ৷ কিন্তু, 75 বছরের বেশি বয়স্ক কোনও ব্যক্তিকে নির্বাচনে না দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ তাই মুখ্যমন্ত্রী হওয়ার পথে ইয়েদুরাপ্পার বয়স বাধা হয়ে দাঁড়াবে কি না, সেটাই প্রশ্ন ৷

এদিকে দলত্যাগ আইনে ‘বিদ্রোহী’ বিধায়কদের বিধায়ক পদ খারিজের জন্য আগেই আবেদন করেছিল কুমারস্বামী সরকার। কুমারস্বামী সরকারের মন্ত্রী ছিলেন নির্দল বিধায়ক এইচ নাগেশ ও আর শঙ্কর। নির্দল বিধায়ক আর শঙ্করের বিরুদ্ধেও দলত্যাগ আইন প্রয়োগের আর্জি জানানো হয়েছে। ‘বিদ্রোহী’ বিধায়কদের বিধায়ক পদ খারিজ হলে, তাঁদের পুনর্নির্বাচিত হয়ে আসতে হবে। তখনই তাঁরা মন্ত্রিসভার অংশ হতে পারবেন ৷

বেঙ্গালুরু, 24 জুলাই : সংকট কবে কাটবে, তা নিয়ে অপেক্ষায় ছিল গোটা দেশ ৷ তিন সপ্তাহ ধরে বিধানসভায় একের পর এক বিতর্ক পেরিয়ে গতকাল সন্ধ্যার আস্থাভোটে যবনিকা পতন ৷ কর্নাটক বিধানসভায় আস্থাভোটে হারেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ৷ কুমারস্বামী সরকারের পতনের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠছে, কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? অবশ্য একটা নামই এখন পর্যন্ত উঠে আসছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে । তিনি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷

গতকাল কুমারস্বামীর পক্ষে ভোট পড়েছে 99টি, বিপক্ষে 105টি ৷ কংগ্রেস-JDS জোটের 14 মাসের সরকারের পতনকে কর্মের ফল বলেই উল্লেখ করেছে BJP ৷ গতকাল রাতেই কুমারস্বামী পদত্যাগপত্র রাজ্যপালকে জমা দেওয়ার পরই ইয়েদুরাপ্পা আবেদন করতে চলেছেন পরবর্তী সরকার গড়ার ৷

সরকার গঠনের জন্য রাজ্যপালকে আবেদন জানানোর আগে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের সভাপতি অমিত শাহের সঙ্গে কথা বলবেন ইয়েদুরাপ্পা ৷ কথা হবে জেপি নাড্ডার সঙ্গেও । আজ পরিষদীয় দলের বৈঠকে বসবে BJP ৷ এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কার হাতে যেতে চলেছে মুখ্যমন্ত্রীর ব্যাটন ৷

আরও পড়ুন : 4 দিনের নাটক শেষে পতন 14 মাসের সরকারের, আস্থা হারিয়ে পদত্যাগ কুমারস্বামীর

কর্নাটকে 2018 সালে বিধানসভা নির্বাচনের পর BJP-কে রুখতে কংগ্রেস ও JDS জোট তৈরি করে । সর্ববৃহৎ দল হিসেবে BJP সরকার গড়লেও, কংগ্রেস-JDS-এর মিলিত শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল । তারপর JDS-এর কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী বেছে নিয়ে জোট সরকার গড়ে তুলেছিল কংগ্রেস । মাত্র 14 মাসের মধ্যে গদি হারাল জোট সরকার ৷

কুমারস্বামী ইস্তফা দিয়ে নিজেকে ''সবচেয়ে সুখী মানুষ'' ঘোষণার পর ইয়েদুরাপ্পা বলেন, ''এবার কন্নড়ভূমি নতুন এক অধ্যায়ের সূচনা দেখতে পাবে৷ '' যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে BJP মুখ্যমন্ত্রী পদে কারও নাম ঘোষণা করেননি ৷ তবে দৌড়ে যে ইয়েদুরাপ্পা এগিয়ে তা স্পষ্ট ৷ তবে অন্য একটি বিষয়ও উঠে আসছে ৷ তা ইয়েদুরাপ্পার বয়স ৷ তিনি এখন 76 ৷ কিন্তু, 75 বছরের বেশি বয়স্ক কোনও ব্যক্তিকে নির্বাচনে না দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ তাই মুখ্যমন্ত্রী হওয়ার পথে ইয়েদুরাপ্পার বয়স বাধা হয়ে দাঁড়াবে কি না, সেটাই প্রশ্ন ৷

এদিকে দলত্যাগ আইনে ‘বিদ্রোহী’ বিধায়কদের বিধায়ক পদ খারিজের জন্য আগেই আবেদন করেছিল কুমারস্বামী সরকার। কুমারস্বামী সরকারের মন্ত্রী ছিলেন নির্দল বিধায়ক এইচ নাগেশ ও আর শঙ্কর। নির্দল বিধায়ক আর শঙ্করের বিরুদ্ধেও দলত্যাগ আইন প্রয়োগের আর্জি জানানো হয়েছে। ‘বিদ্রোহী’ বিধায়কদের বিধায়ক পদ খারিজ হলে, তাঁদের পুনর্নির্বাচিত হয়ে আসতে হবে। তখনই তাঁরা মন্ত্রিসভার অংশ হতে পারবেন ৷

New Delhi, July 24 (ANI): Air Chief Marshal Birender Singh Dhanoa paid homage at the National War Memorial in New Delhi on July 23. Wife of late Squadron Leader Ajay Ahuja along with wife of Late Subedar Mohd Shafi also paid homage on the occasion. National War Memorial was dedicated by the Prime Minister Narendra Modi on 25 Feb 2019 to all Martyrs of the Armed Forces of India who have made supreme sacrifice for the nation.
Last Updated : Jul 24, 2019, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.